পাঞ্জাব কিংস আইপিএল স্কোয়াড ২০২৪ (Punjab kings IPL Squad)

অন্যান্য দলের মত এবার আলোচনা করা হচ্ছে পাঞ্জাব কিংস স্কোয়াড ২০২৪ সম্পর্কে। যারা যারা এ বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের এই প্রতিবেদন সম্পন্ন করে নেবেন। কেননা এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এই বিষয় সম্পর্কে সকল তথ্যগুলো।

প্রতিবারের মতো এবারও আইপিএলে অংশগ্রহণ করবে সর্বমোট দশটি দল। খেলাটি মূলত অনুষ্ঠিত হবে ২০২৪ সালের মার্চ মাসের দিকে। সেখানে দেখা দিবে দেশে-বিদেশে সকল ক্রিকে তারকারা যারা ইতিমধ্যে বিশ্ব কাপিয়ে দিয়েছে তাদের পারফরম্যান্সের মাধ্যমে। বেশ কয়েকবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস আইপিএল স্কোয়াড

Punjab kings squad 2024

এই লীগের বিভিন্ন সদস্যের মধ্যে অন্যতম একটি পরিচিত মুখ হচ্ছে প্রীতি জিনতা। ভারতীয় একজন অভিনেত্রী তার মাধ্যমেই বেশি পরিচিতি লাভ হয়। এই দলের বর্তমান ক্যাপ্টেন হচ্ছে শিখর ধাওয়ান। এটি কয়েকজন মালিকের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। তবে খেলার জন্য উন্মুক্ত হয়েছে সকল পারফরমেন্সের। তাদের নিজস্ব মাঠে মাঠে দর্শক ধারণক্ষমতা প্রায় 28000।

পাঞ্জাব কিংস স্কোয়াড ২০২৪

প্রতিবারের মতো এবারও তাদের দলে পূর্বে যারা ছিল তাদের অনেকেই রয়েছেন। বিশেষ করে শিখর ধারণকে রেখে দেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে। নিলামের মাধ্যমে আরো নতুন নতুন খেলোয়ারদেরকে নেওয়া হয়েছে। যেমন নিলামের মাধ্যমে নেওয়া হয়েছে উমেশ যাদব, শাহরুখ খান, রবিন মেন্স ইত্যাদি। দেখি আসুন দেখি সর্বমোট কতজন এবং কোন কোন খেলোয়াড় রয়েছে সে বিষয়টি।

  • জিতেশ শর্মা,
  • প্রভসিমরান সিং,
  • ম্যাথু শর্ট,
  • হারপ্রীত ভাটিয়া,
  • অথর্ভ টাইডে,
  • শিখর ধাওয়ান,
  • জনি বেয়ারস্টো
  • রাহুল চাহার,
  • আর্শদীপ সিং, ,
  • রিশি ধাওয়ান,
  • স্যাম কারান,
  • সিকান্দর রাজা,
  • লিয়াম লিভিংস্টোন,
  • গুরনুর সিং ব্রার,
  • শিভম সিং,
  • কাগিসো রাবাডা
  • ন্যাথান এলিস
  • হারপ্রীত ব্রার,
  • বিদ্বথ কাভেরাপ্পা,

আইপিএল অন্যান্য দেশগুলোর স্কোয়াড:

Delhi Capitals IPL Squad 2024

Punjab kings IPL squad 2024

Mumbai Indians IPL Squad 2024

Kolkata Knight Riders IPL Squad 2024

Lucknow Super Giants IPL Squad 2024

Rajasthan Royals IPL Squad 2024

Chennai Super kings IPL Squad 2024

আমাদের এই নিউজে আপনারা দেখতে পারলেন পাঞ্জাব কিংস স্কোয়াড সম্পর্কে। এরকম আরো অন্যান্য নিউজগুলো পেতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের আইপিএল ক্যাটাগরি দেখুন।

Also: আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *