GT Vs KXIP Live, গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব লাইভ স্কোর
এখন অনুষ্ঠিত হচ্ছে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব লাইভ খেলা। অর্থাৎ GT Vs KXIP খেলাটি সরাসরি দেখানো হচ্ছে এখান থেকে। যারা এই খেলা দেখতে আগ্রহী তারা নিচের স্কোরবোর্ড দিলে এই খেলাটি দেখে নিন।
গুজরাট টাইটান্স স্কোয়াড
এই দলে পারফরম্যান্স করছে বর্তমান সময়ে নতুন কিছু তারকা ভারতের সুবমান গিল। এছাড়া রয়েছে আরো বেশি বেশি ক্রিকেট তারকারা। চলুন নিচে থেকে তাদের তালিকা দেখে নিই।
- ডেভিড মিলার,
- স্পেন্সার জনসন,
- কেন উইলিয়ামসন,
- কার্তিক তিয়াগী,
- মানব সুথার,
- রাহুল তেওয়াটিয়া,
- মোহিত শর্মা
- আজমতউল্লাহ ওমরজাই,
- অভিনব মনোহর,
- সাই সুদর্শন,
- মোহাম্মদ শামি,
- নুর আহমেদ,
- জশ লিটল,
- রবিন মিন্স
- সাই কিশোর,
- রশিদ খান,
- ঋদ্ধিমান সাহা,
- শুভমান গিল,
- ম্যাথু ওয়েড,
- দর্শন নালকান্ডে,
- বিজয় শঙ্কর,
- জয়ন্ত যাদব,
- শাহরুখ খান,
- সুশান্ত মিশ্রা,
- উমেশ যাদব,
গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব লাইভ স্কোর
আজকে বিকাল চারটা থেকে একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই খেলাতে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা আর ব্যাঙ্গালোরের বিপরীতে। যারা এই খেলাটি দেখতে আগ্রহে তারা নিচের দেওয়া লিংকে প্রবেশ করে এবং সেখান থেকে দেখে নিন। আর আপনারা এখন যে খেলাটি দেখছেন সেটা সরাসরি দেখানো হচ্ছে আমাদের আদার নিউজ পত্রিকা থেকে। হাজার নিউজের সব সময় দেয়া হয়ে থাকে সর্বশেষ খেলা লাইভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো। চলুন আমরা আজকের এই খেলার সংক্ষিপ্ত প্রেডিকশন দেখে নেই।
২০২৪ সালের আইপিএল পারফরমেন্স অনুসারে এখানে বেশি এগিয়ে রয়েছে গুজরাট। তারা সর্বোচ্চ সংখ্যক জয়লাভ করেছে এবং প্রণামূলকভাবে কম জয় লাভ করতে পেরেছে পাঞ্জাব। কিন্তু যে কোন সময় খেলার পরিবর্তন করতে পারে। আপনারা যারা খেলা দেখতে আগ্রহী তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের পর এখান থেকে লাইভ খেলা দেখে নেবেন।
পাঞ্জাব স্কোয়াড
- জিতেশ শর্মা,
- প্রভসিমরান সিং,
- সিকান্দর রাজা,
- আর্শদীপ সিং, ,
- রিশি ধাওয়ান,
- গুরনুর সিং ব্রার,
- লিয়াম লিভিংস্টোন,
- কাগিসো রাবাডা
- স্যাম কারান,
- ন্যাথান এলিস
- হারপ্রীত ব্রার,
- ম্যাথু শর্ট,
- হারপ্রীত ভাটিয়া,
- অথর্ভ টাইডে,
- শিখর ধাওয়ান,
- জনি বেয়ারস্টো
- রাহুল চাহার,
- শিভম সিং,
- বিদ্বথ কাভেরাপ্পা,
এ প্রতিবেদনে আপনারা দেখলেন গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব লাইভ স্কোর। এরকম আরো অন্যান্য ম্যাচের লাইভগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পত্রিকা পড়ুন বেশি বেশি করে। আজকের অন্যান্য ম্যাচগুলো দেখতে নিচের লিঙ্কে প্রবেশ করুন।
অন্যান্য প্রতিবেদন: RCB Vs KKR Live