Fazar News

Agrani Smart Banking App | স্মার্ট অগ্রণী অ্যাপ | অগ্রণী ব্যাংক ব্যালেন্স চেক

Agrani Smart Banking App | স্মার্ট অগ্রণী অ্যাপ | অগ্রণী ব্যাংক ব্যালেন্স চেক

অগ্রনী ব্যাংক বাংলাদের ২য় বৃহত।তম সরকারি ব্যাংক। অগ্রণী ব্যাংক তাদের কার্যক্রম সহজ করার লক্ষ্যে online banking কার্যক্রম শুরু করেছে। Agrani smart banking app হলো অগ্রণী ব্যাংকের অনলাইন ভিত্তিক অ্যাপ। স্মার্ট অ্যাপের মাধ্যমে অগ্রণী ব্যাংকের গ্রহন সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

স্মার্ট আগ্রণী ব্যাংক অ্যাপ কি?

স্মার্ট আগ্রণী ব্যাংক অ্যাপ হল আগ্রণী ব্যালকের একটি অনলাইন সেবা। এই অ্যাপের মাধ্যমে অগ্রণী ব্যাংকের গ্রাহক — ব্যালেন্স চেক,এক অগ্রণী ব্যাংক থেকে অগ্রণী একাউন্টে টাকা পাঠানো, পেমেন্ট করা ও অন্য একাউন্টে টাকা পাঠাতে পারেন। অগ্রণী ব্যালকের গ্রহক অতি সহজে স্মার্ট অগ্রণী অ্যাপ দিয়ে এসব সেবা গ্রহণ করতে পারবে।

অগ্রণী ব্যাংক স্মার্ট অ্যাপে সুবিধা

Smart agroni app ব্যবহার করে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন।

অগ্রণী ব্যাংকে স্মার্ট অগ্রণী অ্যাপে রেজিষ্ট্রেশন করার নিয়ম

স্মার্ট অগ্রণী একাউন্ট খুলতে যা প্রয়োজন।

স্মার্ট অগ্রণী একাউন্ট খোলার নিয়ম।

অগ্রণী ব্যাংকের অনলাইন সেবা পেতে হলে স্মার্ট অগ্রণী অ্যাপে রেজিষ্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয়, এখন আমরা তা দেখাব।

Also: বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম

এই ছিল অগ্রণী স্মার অ্যাপ রেজিষ্ট্রেশন করার নিয়ম।

অগ্রণী ব্যাংক ব্যালেন্স চেক করার নিয়ম।

অগ্রণী অ্যাপের মাধ্যমে অগ্রণী ব্যাংক ব্যালেন্স চেক

Smart Agroni app এর মাধ্যমে অগ্রণী ব্যালকের একাউন্ড চেক করা যায়। সেজন্য প্রথমে আপনাকে অগ্রণী ব্যাংক অনলাইন অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর লগইন করে ওপেন করবেন। তারপর ব্যালেন্স চেক নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই ব্যালেন্স দেখতে পাবেন।

More: Nagad Account Create

Sms এর মাধ্যমে অগ্রণী ব্যাংক ব্যালেন্স দেখার নিয়ম

অগ্রণী ব্যাংকের ব্যালেন্স এসএমএস এর মাধ্যমে দেখা যায়। এসএমএস দিয়ে অগ্রণী ব্যালকের ব্যালেন্স দেখার জন্য যা করতে হবে।

  1. আপনার মোবাইলের মেছেজ আপশনে যান।
  2. টাইপ করুন BAL একাউন্টের লাস্ট পাঁচ ডিজিট লিখুন
  3. 01969900059 নাম্বারে সেন্ড করুন।
  4. ফিরতে এসএমএস দিয়ে আপনার টাকার পরিমান জানিয়ে দেওয়া হবে।

অন্যান্য প্রতিবেদন: মোবাইলে নগদ একাউন্ট

Exit mobile version