বাংলাদেশের সেরা নিউজ পেপার ২০২৪

If you read regular Bangla Newspaper and want to need all list of BD Newspaper তাহলে এই পোস্টটি আপনার জন্যই কারন সকল বাংলা নিউজ পেপার নিয়ে এই পেইজটি:

পত্রিকা পাঠকদের জন্য আজকে আর্টিকেলে রয়েছে সকল বাংলা নিউজ পেপার, All Bangla Newspaper এবং List of Bd Newspaper. আপনারা এই আর্টিকেলে বাংলাদেশের সকল খবরের কাগজগুলো পেয়ে যাবেন একসাথে। সেগুলো সবই অনলাইন ভিত্তিক।

ম্যানুয়াল পত্রিকার দিন প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। বর্তমান সময় হচ্ছে ইন্টারনেট নির্ভর যুগ। তথ্য আদান-প্রদান থেকে শুরু করে অর্থ লেনদেন পর্যন্ত হয়ে থাকে এই ভার্চুয়াল পদ্ধতিতে। দেশের বেশিরভাগ মানুষ এখন অনলাইনে বেশি সময় কাটিয়ে থাকে। ঠিক এমন ভাবেই মানুষ এখন অনলাইনে পত্রিকা গুলো পড়ে থাকেন। প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়তো কাগজের। বেশ কয়েক বছর ধরে এটি অনলাইনেও পড়া সম্ভব হচ্ছে। কারণ ঐ সকল পত্রিকাগুলো তাদের অনলাইন নিউজ পোর্টাল করে ফেলেছেন। পাঠকরা অনলাইনে খুব সহজে ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছেন।

All Bangla Newspaper: সকল বাংলা নিউজ পেপার

যেহেতু সবকিছু এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে পাঠকরাও এখন অনলাইনে পড়তে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। কারণ এই মোবাইলের মধ্যে অতি সহজে কয়েক সেকেন্ডের মাধ্যমে এই বের করে পড়া সম্ভব হয়। আর হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই একদমই। আজকে আপনাদের সামনে তাই List of BD Newspaper নিয়ে হাজির হচ্ছি আমরা। আসুন তাহলে নিচে থেকে তথ্যগুলো দেখে নেই ‌

BD All Newspaper Online 2023

আমরা এখন যে নিউজ পেপার গুলো আপনাদের সামনে উপস্থাপন করব সেগুলো সবগুলোই হচ্ছে অনলাইন ভিত্তিক। এখানে রয়েছে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, যুগান্তর, মানবকন্ঠ ইত্যাদি। শুধুমাত্র বাংলা পত্রিকা নয় আপনারা এখান থেকে ইংরেজি পত্রিকার তালিকা গুলো দেখতে পারবেন। এখানে মোট কথা বাংলাদেশের সকল পত্রিকার অনলাইন ভার্সনগুলো পেয়ে যাচ্ছেন। আর এগুলো পাচ্ছেন একদম ফ্রিতে করার সুযোগ।

All Newspaper BD

এখন আপনার প্রশ্ন হতে পারে এগুলো কিভাবে আপনারা একসঙ্গে সবগুলো দেখতে পারবেন। এই আর্টিকেলে দেখতে পারবেন সকল পত্রিকার নাম এবং সেখানকার পত্রিকার আইকন গুলো। আপনারা যদি এই আইকন অথবা লেখার মধ্যে প্রকাশ করেন তাহলে সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে পত্রিকাগুলো পড়তে পারবেন। এখানে অফিসিয়াল সকল তথ্যগুলো দিয়েই আপলোড করা হয়েছে। All Bangla Newspaper অথবা সকল বাংলা নিউজ পেপার গুলো পড়তে এই ধাপ গুলো দেখুন।

BD Newspaper Daily

এখানে শুধুমাত্র সাপ্তাহিক কিংবা মাসিক পত্রিকা গুলো প্রকাশিত করা হচ্ছে না। এখানে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সকল প্রতিদিনের সংবাদ পত্রিকাগুলো। বিভিন্ন তথ্য দিয়ে আপডেট দেওয়া হয় এবং প্রকাশিত করা হয় সাধারণ জনগণের জন্য উন্মুক্তভাবে। এদের তালিকায় রয়েছে যে সকল পত্রিকা সেগুলো হচ্ছে:

বাংলাদেশের সেরা নিউজপেপার সাইট

prothom alo
dhaka post
risingbd
Kaler kontho
daily nayadiganta
protidiner sangbad
jugantor
mzamin
samakal
jjdin
daily janakantha
the daily inqilab
bd journal
the dailystar
bd bulletin
dhaka tribune
bangla bdnews24
risingbd
dhaka post

প্রথম আলো

বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা গুলোর মধ্যে একটি হচ্ছে প্রথম আলো। অনলাইন নিউজ পোর্টাল খুঁজে থাকেন তাহলে প্রথমে স্থান দখল করে নিয়েছে এই প্রথম আলো। সর্বপ্রথম ১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রকাশিত করা হয় এ পত্রিকাটি। এর প্রকাশক হচ্ছেন মতিউর রহমান। আর সদর দপ্তর অবস্থিত কাওরান বাজারে। এটি হচ্ছে দৈনিক পত্রিকা। ২০১৮ সালের হিসাব অনুযায়ী ৫ লাখ ১ হাজার ৮০০ জন মানুষ নিয়মিত এ পত্রিকাটি পড়েন।

বাংলাদেশ প্রতিদিন

সকল বাংলা নিউজ পেপার এই আর্টিকেলে আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। যেমন ম্যানুয়াল পত্রিকা রয়েছে ঠিক তেমনভাবে এখানে রয়েছে অনলাইন পত্রিকা। নিয়মিত এই পত্রিকার পাঠক সংখ্যা হচ্ছে কয়েক লক্ষ ঠিক তেমনভাবে অনলাইনেও কয়েক লক্ষ পাঠক এখানে পত্রিকা পড়ে থাকে। এটি ২০১০ সালের ১৫ই মার্চ প্রকাশ পেয়েছে। এর প্রকাশক হচ্ছেন ময়নাল হোসেন চৌধুরী। প্রথম আলোর মতো এটির ইংরেজি ভার্সন না থাকলেও সম্পূর্ণ বাংলা ভার্সনে রয়েছে এর বেশ জনপ্রিয়তা। বর্তমান সম্পাদক হচ্ছেন নঈম নিজাম। এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে খিলক্ষেত ঢাকা। All Bangla Newspaper এ আরো অন্যান্য পত্রিকা দেখুন।

ইত্তেফাক

দৈনিক ইত্তেফাক নামটি শুনলেই মনে পড়ে সকল ধরনের আপডেট এবং সর্বশেষ নিউজগুলো। এই পত্রিকাটি সময় ধরে পাঠকদের মনোরঞ্জন করে আসছে। এখানে সকল ধরনের অর্থাৎ সকল ক্যাটাগরির প্রতিবেদন প্রকাশ করা হয়ে থাকে। এ পত্রিকাটি প্রথম প্রতিষ্ঠাতা করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর এর সদর দপ্তর ও কাওরান বাজারে। এর বাংলা ভার্সন শুধুমাত্র অফলাইনে এবং অনলাইনে ইংরেজি এবং বাংলা ভার্সন রয়েছে। এর প্রতিষ্ঠাতা কাল ১৯৫৩ সাল।

আমাদের সময়

অন্যান্য পত্রিকার মতো জনপ্রিয় একটি পত্রিকা হচ্ছে আমাদের সময়। এই পত্রিকাটির প্রকাশক হচ্ছে আবুল মোমেন। ২০০৩ সালে এ পত্রিকাটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই জনপ্রিয়তা অর্জন করে আসছে এই বিখ্যাত পত্রিকাটি। খুব শীঘ্রই আরো জনপ্রিয়তার তুমকে যেতে চলেছে এই পত্রিকাটি। অনলাইন এবং অফলাইন ২ ভার্সনে উপভোগ করতে পারবেন। প্রকৃত মালিক হচ্ছে নিউ ভিশন লিমিটেড। আপনারা খুব সহজভাবে এখান থেকে সকল প্রতিবেদন গুলো পড়ে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

নয়া দিগন্ত

সকল বাংলা নিউজ পেপার এর তালিকায় আরেকটি যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক নয়া দিগন্ত। এ পত্রিকাটাই গ্রামাঞ্চল থেকে সরাঞ্চলের সবার কাছেই জনপ্রিয়তা অর্জন করে আসছে। এর আপডেট খবরগুলো আরো জনপ্রিয়তা নিয়ে নিয়েছে সাধারণ জনগণ থেকে। নয়া দিগন্ত পত্রিকাটি ২০০৪ সালের প্রতিষ্ঠা করা হয়। আর প্রকাশক হচ্ছেন শামসুল হুদা। এর ইংরেজি ভার্সন ও রয়েছে যা আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন। All Bangla Newspaper তালিকায় এটিও রয়েছে সর্বোচ্চ স্থানে।

যুগান্তর

২০০০ সাল থেকে যাত্রা শুরু করেছে দৈনিক যুগান্তর পত্রিকাটি। প্রথম থেকে শুধুমাত্র কাগজের পত্রিকা থাকলেও বেশ কয়েক বছর ধরে অনলাইন ভিত্তিক পত্রিকাটি প্রকাশ করেছে এটি। সর্বপ্রথম পহেলা ফেব্রুয়ারি ২০০০ সালে এটি যাত্রা শুরু করে। এর সদর দপ্তর বর্তমানে অবস্থিত হচ্ছে কুড়িল বিশ্বরোডে। এর প্রকাশক হচ্ছেন সালমা ইসলাম। বর্তমানে এর প্রচলন রয়েছে ২ লক্ষ ৩০ হাজার কপি। মালিক হচ্ছে যমুনা গ্রুপ। রাজনীতি এবং দেশের অভ্যন্তরীণ খবর থেকে আন্তর্জাতিক খবর গুলো এখানে প্রকাশ করা হয়ে থাকে।

সমকাল

যদি কোন সকল বাংলা নিউজপেপার এর নাম আসে তাহলে এর মধ্যে অবশ্যই থাকবে সমকাল। ২০০৫ সালের ৩১ মে থেকে এই পত্রিকাটি যাত্রা শুরু করে। বর্তমান সদর দপ্তর অবস্থিত হচ্ছে তেজগাঁও তে। শুরু থেকেই সমকালের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিনোদন, সাধারণ এবং আরো সকল প্রতিবেদন নিয়েই এই পত্রিকাটি দিন দিন এগিয়ে যাচ্ছে। অনলাইন পত্রিকাতে এর প্রত্যেক মাসে পাঠক সংখ্যা প্রায় দেড় লক্ষ মত। এর বর্তমান মালিক হচ্ছেন হামিম গ্রুপ। প্রকাশক হচ্ছেন আবুল কালাম আজাদ। All Bangla Newspaper এ এটি রয়েছে প্রায় শীর্ষ তালিকায়।

মানবকন্ঠ

সমসাময়িক খবর যদি জানতে চান তাহলে অবশ্যই এ পত্রিকাটি পড়তে পারেন। এ পত্রিকায় বর্তমান এবং সর্বশেষ খবরগুলো দেওয়া হয়ে থাকে সুন্দরভাবে। রাজনীতি এবং আন্তর্জাতিক নিউজ এর পাশাপাশি এখানে দেওয়া হয়ে থাকে দেশের বিনোদন এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ সকল খবরগুলো। এর মালিক হচ্ছে অনামিকা পাবলিকেশন লিমিটেড। সম্পাদক হচ্ছেন মাহমুদ আনোয়ার হোসেন। বর্তমানে এর প্রচার সংখ্যা হচ্ছে দেড় লাখেরও বেশি।

এইগুলো ব্যতীত আরো ১০০ এর অধিক পত্রিকাগুলো আমরা এখানে যুক্ত করেছি। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা একের ভিতর সব পড়ার সুযোগ পাচ্ছেন। দেরি না করে আমাদের এই পত্রিকাটি এখন থেকেই পড়ে নেই।

Online BD Newspaper List

আপনি শুধুমাত্র টেক্সট ফরমেট কিংবা লিখিত পত্রিকা গুলো পাচ্ছেন না শুধুমাত্র এখানে। All Bangla Newspaper এ পাচ্ছেন বিভিন্ন ধরনের খবরের টিভি চ্যানেলগুলোর ওয়েবসাইট লিংক। ওখান থেকে ভিডিও আকারে অথবা টেক্সট ফরমেটে সকল নিউজগুলো পেয়ে যাবেন। সকল বাংলা নিউজপেপার এর রয়েছে সময় টিভি, এন ‌টিভি, যমুনা টিভি সহ যাবতীয় online tv পোর্টালের ওয়েবসাইট লিংক।

বাংলাদেশের সেরা অনলাইন নিউজ পোর্টাল কোনগুলো

আজকের যে তালিকা দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের সেরা অনলাইন নিউজ পোর্টাল। তবে সবার আগে জায়গা দখল করে নিয়েছে প্রথম আলো। এরকম আরো ওয়েবসাইট রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে তুলে ধরেছি রেংকিং অনুসারে। আমাদের ফক্স নিউজ বিডি ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সম্প্রীতি সময়ে। এখানে আমরা সকল ধরনের তথ্য এবং খবরগুলো আপডেট করে থেকে সবার আগে। দ্রুত সকল ধরনের খবরগুলো জানতে আমাদের সঙ্গে থাকবেন।

অনলাইন সব বাংলা নিউজ পেপার

  • নয়া দিগন্ত
  • আমার সংবাদ
  • যুগান্তর
  • দৈনিক সংগ্রাম
  • বণিক বার্তা
  • জনকন্ঠ
  • যায়যায় দিন
  • ভোরের কাগজ
  • দৈনিক ইনকিলাব
  • সংবাদ
  • মানবকন্ঠ
  • সুপ্রভাত
  • বাংলাদেশ জার্নাল
  • আলোকিত বাংলাদেশ
  • দিনকাল
  • আজকের বাজার
  • দৈনিক খবর পত্র
  • সরে জমিন
  • ভোরের পাতা
  • সময়ের আলো
  • কালবেলা
  • দৈনিক বর্তমান
  • আজকালের খবর
  • সংবাদ কণিকা
  • ডেইলি স্টার
  • জাগরন
  • বিজনেস স্টান্ডার্ড
  • ঢাকা ট্রিবিউন
  • দৈনিক বাংলা

Online List of BD Newspaper

All Bangla Newspaper & সকল বাংলা নিউজ পেপার দেখার পাশাপাশি আরো অন্যান্য যেমন শুধুমাত্র অনলাইন পত্রিকা রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো।

সকল বাংলা নিউজ পেপার এবং All Bangla Newspaper সম্পর্কে দেখলেন উপরে। এমন বিভিন্ন ধরনের পত্রিকা পড়তে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। এখানে সকল ধরনের খবরগুলো সবার আগে দেওয়া হয়ে থাকে।