১৩ চিকিৎসক পেলেন নৌকার মনোনয়ন
১৩ চিকিৎসক পেলেন নৌকা এ নিয়ে আজকের আপডেট টি। আর মাত্র কয়েকটা দিন বাকি আসছে জাতীয় নির্বাচন এবং ইতিমধ্যে ১৩ জন চিকিৎসক পেলেন নৌকা কে কে পেলেন এ নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট।
আওয়ামীলীগ ২৯৮ টি নৌকা আসনের নাম ঘোষণা করেছে তবে কুষ্টিয়া -২ ও নারায়ণগঞ্জে _৫ বাদে। আরেকটি বিষয় হচ্ছে এবার নতুন ও পুরাতন মিলে নৌকা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এবং ১৩ জন চিকিৎসক পেয়েছেন নৌকা।
১৩ জন চিকিৎসক নৌকা মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের রাজধানীর এভিনিউয়তে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
১৩ জন চিকিৎসক নৌকার মনোনয়ন যে আসন থেকে পেয়েছেন
- সাতক্ষীরার -৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা আ. ফ. ম রুহুল হক
- কুমিল্লার -৭ আসনে মনোনয়ন পেয়েছেন বিএম এসএসইউর সাবেক ভিসির অধ্যাপক ডা .প্রান গোপাল দত্ত।
- হবিগঞ্জ ১ স্বাচিপ ও বিএমএ সভাপতি ডা. মোহাম্মদ মুশফিক হোসেন চৌধুরী।
- টাঙ্গাইল -৩ আসন থেকে বিএসএসইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান
- চাঁদপুর -৩ আসন থেকে শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি
- বগুড়া -৭ থেকে অধ্যাপক ডা মোস্তফা আলম নান্নু
- মেহেরপুর -২ থেকে ডা.আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক
- চাপাই নবাবগঞ্জ ১ থেকে ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল
- যশোর -২ থেকে ডা.মোহাম্মদ তৌহিদুজ্জামান তুহিন
- কিশোরগঞ্জ -১ থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি
- সিরাজগঞ্জ -৩ থেকে শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজ
- ঢাকা ১৯ থেকে ডা.মোহাম্মদ এনামুর রহমান
- নাটোর -৪ থেকে ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকা মনোনয়ন দেয়া হয়েছে।
আরোও পড়ুন: ২৯৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা (সম্পূর্ণ লিস্ট)
আর মাত্র কয়েকটা দিন বাকি আসছে জাতীয় নির্বাচন এবং আশা করি আপনাদের যারাই নৌকা মনোনয়ন পেয়েছেন এবং অন্যান্য সবার প্রতি রইল শুভ কামনা দেশ ও জাতির স্বার্থে যাই হবে ভালো হবে এবং আমরাও সর্বদা কামনা করি ভালো কিছু। মঙ্গল হোক সব কিছু এবং অমঙ্গল সব দূর হোক।
আরোও পড়ুন: মনোনয়ন পেলেন না যে সকল তারকারা