Bajaj Pulsar NS400 চলতি বছর জুনে লঞ্চ হচ্ছে এই পালচারটি দাম কত হবে?

লঞ্চ হতে বাকি আরো পাঁচ মাস, তবে এর আগেই বাইকটি নিয়ে সকল জল্পনা কল্পনা নিয়ে পসরা সাজিয়ে বসেছে বাজাজের সিইও। কারণ এই বাইকটি হতে চলেছে, বাজাজ কোম্পানির ইতিহাসে সবচেয়ে সেরা বাইক।

বাজাজ পালসার নিয়ে জনপ্রিয়তা সম্পর্কে কিছু বলার নেই। যারা বাইক পছন্দ করে তাদের পছন্দের তালিকায় অবশ্যই থাকবে পালসার বাইক। Bajaj pulsar NS 400 হতে চলেছে চমকে ভরপুর একটি বাইক ‌। বাজাজ কোম্পানির সিইও জানিয়েছেন, এ বাইকটিতে KTM অথবা Triumph এর কোন ইঞ্জিন ব্যবহার করা হবেনা ‌। একেবারে নতুন ইঞ্জিন ব্যবহার করা হবে এই মোটরবাইকে।

Bajaj pulsar NS 400 এর ওজন ১৯৩ কেজির DOMINAR থেকে অনেক কম হবে। বাইকটির ইঞ্জিন ক্ষমতা ৩৯৯ cc ইঞ্জিন যা সর্বোচ্চ ৪০ হর্সপাওয়ার তৈরি করতে সক্ষম হবে। এ বাইকটিতে ৬ স্পিড গিয়ার বক্স ,এসিস্ট ক্লাস ও স্লিপ ব্যবহার করা হবে। ফিচারস ও মেকানিক্যাল ফিচারস এর ক্ষেত্রে সবচেয়ে নতুন পালসার বাইক হবে এই Bajaj Pulsar ns 400। ব্রেকিং সেফটির জন্য বাইকটির দুটো চাকাতেই থাকবে এবং ডুয়াল চ্যানেল এন্টিলক ব্রেকিং সিস্টেম। তাছাড়াও থাকবে এলইডি লাইটিং সিস্টেম।

Bajaj Pulsar NS 400 এর দাম dominar 400 বাইকটির থেকে কম দুই লাখ ২২ হাজার টাকা।

আরোও বাজাজ পালচার বাইক গুলো সম্পর্কে পড়ুন:

Bajaj Pulsar RS 200 পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশের বাজারে

বাজারে আসছে Bajaj Pulsar NS200 ইউনিক ডিজাইন নিয়ে

রোড কাঁপাচ্ছে Bajaj Dominar 250 বাইক

বাজার কাঁপাতে আসছে Bajaj Pulsar N160 বাইক

Upcoming Bikes In Bangladesh 2024

HM Mahfuj

HM Mahfuj ফাজার নিউজের প্রতিষ্ঠাতা। তিনি একজন পেশাদার SEO Expert, যিনি SEO এবং Website Development নিয়ে কাজ করেন। ফাজারতে তিনি SEO এবং Technical সব বিষয়গুলো দেখে থাকেন, এবং টেকনোলজি, নতুন টেক নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরেন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version