যারা পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩

বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ পেলেন এবার ১৬ জন গুণীজন এবার ১১ টি ক্যাটাগরিতে এ পুরস্কার পেলেন ১৬ জন গুনীজন। বাংলা একাডেমি ২৪ জানুয়ারি বুধবার এ পুরস্কার ঘোষণা করে।

বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ পেলেন ১১ টি ক্যাটাগরিতে ১৬ জন গুনীজন। ” বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩” সকল সদস্যের সম্মতিক্রমে ও একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে” বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে।

এ বছর কথাসাহিত্যি নাটক ও নাট্যসাহিত্য মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা ও ফোকলোর ৫ টি ক্যাটাগরিতে দুই জন করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

২০২৩ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তরা হলেন :

  • কবিতা ………. শামীম আজাদ
  • কথা সাহিত্যে ……. নূর উদ্দিন জাহাঙ্গীর ও সালমা বানী
  • প্রবন্ধ / গবেষণা…….. জুলফিকার মতিন
  • অনুবাদ …… সালেহা চৌধুরী
  • নাটক ও নাট্যসাহিত্য ( যাত্রা . পালা নাটক , সাহিত্য নির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র………….মৃত্তিকা চাকমা , মাসুদ পথিক.
  • শিশুসাহিত্য …… তপংকর চৌধুরী
  • মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ……. আফরোজা পারভীন, আসাদুজ্জামান আসাদ
  • বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা………. সাইফুল্লা মাহমুদ দুলাল, মোহাম্মদ মুজিবুর রহমান
  • বিজ্ঞান / কল্পবিজ্ঞান / পরিবেশ বিজ্ঞান…….. ইনাম আল হক
  • আত্মজীবনী / স্মৃতিকথা/ ভ্রমন কাহিনী / মুক্তগদ্য…… ইসহাক খান
  • ফোকলোর ……. তপন বাগচী ও সুমন কুমার দাশ

আরোও পড়ুন: ১১ ক্যাটাগরিতে ১৬ জন পেল বাংলা একাডেমি পুরস্কার: Bangla Academy award 2023

ড . মোহাম্মদ হাসান কবির ( অতিরিক্ত দায়িত্ব) একাডেমির সচিবের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অমর একুশের বইমেলা ২০২৪ এর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন পুরস্কার প্রাপ্ত সবার প্রতি আমাদের FazarNews এর পক্ষ থেকে ও রইল অভিনন্দন।

Shaheda Jannat

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি ফাজার নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ফাজার নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version