ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার

ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার: সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং যারা লেখাপড়ায় অধ্যয়নরত তাদের জন্য এই ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা যেকোন নিয়োগ পরীক্ষায় এবং সামনে যে নিবন্ধন পরীক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ এই সব নিয়োগ পরীক্ষায় ইনশাআল্লাহ ৯৯ % এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন থাকবে ।

বাংলা দ্বিতীয় পত্র ভালো করে জানলে বুজলে নিয়োগ পরীক্ষায় আসা ব্যকরণের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন আপনি তবে ভালো ভাবে বুঝতে হবে পড়তে হবে।

এছাড়াও বাংলা সাহিত্যের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সাহিত্যের সাহিত্যিক উপন্যাস এর ঔপন্যাসিকের নাম বাংলা গদ্যের নাম ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জানা থাকলে যেকোন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।

ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার:

কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
উঃ,ইন্দো ইউরোপীয়।
কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
উঃ,হাইফেন।
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
উঃ সাধু ভাষা।
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
উঃ,কোলন।
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠ ব্যবহার করেন?
উঃ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
উঃ ইশারা বা অঙ্গভঙ্গি।
চলিত ভাষার আর্দশরূপে গৃহীত ভাষাকে বলা হয়?
উঃ, প্রমিত ভাষা।
কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি?
উঃ, কিছুক্ষণ।
ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় ?
উঃ,বিলুপ্ত বর্ণের জন্য।
হরতাল কোন ভাষার শব্দ?
উঃ,গুজরাটি।
কোনটি পারিভাষিক শব্দ?
উঃ, মন্ত্রিপরিষদ।
উদ্ধৃতি চিহ্ন কত প্রকার?
উঃ, দুই প্রকার।
ব্যাকরণ কোন ভাষার শব্দ?
উঃ,সংস্কৃত।

এই পোষ্ট টি প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ সহকারে পড়েন দেখবেন এই সব ছোট ছোট পোষ্ট থেকে অনেক জেনে গেছেন।

Also: বর্ণ, বর্ণমালা ,বর্ণমালা কত প্রকার এর সংজ্ঞা

Shaheda Jannat

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি ফাজার নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ফাজার নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *