Fazar News

Citytouch Online Registration | সিটি টাচ অ্যাপ থেকে সিটি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম

Citytouch Online Registration | সিটি টাচ অ্যাপ থেকে সিটি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম

Citytouch Online Registration | সিটি টাচ অ্যাপ থেকে সিটি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

সিটি টাচ কি?
সিটি টাচ- সিটি ব্যাংকের একটি অনলাইন ভিত্তিক সেবা। সিটি ব্যাংক গ্রহকদের সেবা সহজকরণার্তে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে। সিটি ব্যাংকের এ সেবা স্মার্টফোন দিয়ে উপভোগ করতে পারবেন। সিটি চাচ এ্যাপ ব্যবহার করে আপনি যে কোন ধরণের সেবা গ্রহণ করা যায়। সেজন্য আপনার সিটি টাচ একাউন্ট লাগবে। নিচে আমরা সিটি চাচের একাউন্ট খোলা ও রেজিষ্ট্রেশন করার নিয়ম আলোচনা করব।

CityTouch এর সেবা সমৃহ।
সিটি ব্যাংকের একজন গ্রাহক CityTo দিয়ে অতি সহজে সিটি ব্যালকের সেবা সমূহ নিতে পারবে।

আপনি সিটি ব্যাংকের সিটি টাচ ব্যবহার করে অনলাইন ব্যালকের এ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

ডিপিএস ও এফডি হিসাবে CityTouch

ডিপিএস ও এফডি হিসাব খুলতে সিটি টাচ ব্যবহার করা যায়। এর বেশ কয়েকটি সুযোগ সুবিধা রয়েছে। নিচে উল্লেখ করা হল।

CityTouch পজেটিব পে ইন্সট্রাকশন

More: Prime Bank App

CityTouch এ ইমেইল দিয়ে টাকা প্রেরণ ও গ্রহন।
সিটি টাচে ইমেইলের মাধ্যমে টাকা প্রেরণ ও গ্রহন করা যায়।

সিটি টাচ দিয়ে টাকা পাঠনো cash by code ব্যবহার করে।

সিটি টাচ অ্যাপ রেজিষ্ট্রেশন করার নিয়ম

একাউন্ট দিয়ে অথবা ডিবিট কার্ড দিয়ো সিটিটাচ একাউন্ট খুলতে পারবেন। আমরা একাউন্ট নম্বর দিয়ে সিটিটাচ এপটি ওপেন করব।

1..একাউন্ট নম্বর দেন।

  1. একাউন্ট নম্বর দিবার পর আপনার যাবতীয় তথ্য আসবে।
  2. শুধু মোবাইল ও ইমেইল পুনরায় বসাতে হবে।
  3. ইউজার আইডি যেকোন একটি দিয়ে টার্মস এন্ড কন্ডিশনে এগ্রী করুন।
  4. ওটিপির জন্য ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে Next বাটনে ক্লিক করুন।
  5. ওটিপিটি বসিয়ে Next এ ক্লিক করুন।
  6. ক্রেডিট কার্ড এড করতে চাইলে করতে পারেন।
  7. তারপর আপনাকে অভিনন্দন জানানো হবে।
  8. আর ইমেইলের মাধ্যমে ইউজার আর আইডি পাঠানো হবে।

অন্যান্য প্রতিবেদন- Shadhin Loan App

Exit mobile version