Fazar News

হোনর ম্যাজিক ৬ প্রো, Honor Magic 6 Specification

হোনর ম্যাজিক ৬ প্রো, Honor Magic 6 Specification

প্রতিবারের মতো আমরা হাজির হয়েছি Honor Magic 6 Pro Specification সম্পর্কে। অর্থাৎ এই প্রতিবেদনে একজন পাঠক জানতে পারবে হোনর ম্যাজিক ৬ প্রো সম্পর্কে।

স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। আর বর্তমানে স্মার্টফোনগুলো সেই রকম পারফরম্যান্স দিচ্ছে ব্যবহারকারীদের। অনেক কম্পিউটারের কাজ খুব সহজে এবং অনায়াসে করা সম্ভব হচ্ছে এই ধরনের এন্ড্রয়েড ফোন গুলোতে। যারা এই ধরনের ফোন ব্যবহার করতে আগ্রহী অথবা কিনতে চাচ্ছেন স্মার্ট লেভেলের ফোনগুলো। তারা অবশ্যই এই মডেলটি দেখতে পারেন। কেননা আজকে আমরা যে মডেলটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সর্বশেষ এবং আপডেট মোবাইল আসতে চলেছে খুব শীঘ্রই। এটা দেওয়া হয়েছে সকল আধুনিক টেকনোলজি এবং সর্বশেষ এন্ড্রয়েড ভার্সন। চলুন এখন এ মোবাইলের প্রাইস এবং স্পেসিফিকেশন দেখে নেই।

Honor Magic 6 Specification

Camera

যারা মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে চান এবং ডিএসএলআর এর মত ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য এই মোবাইলটি বেশি উপযুক্ত। কেননা এই মোবাইলটিতে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক ক্যামেরাযুক্ত ফিচারগুলো।

Hardware Performance

একটি মোবাইল কতটি ভালো পারফরম্যান্স দিবে তা নির্ভর করে ওই মোবাইলের হার্ডওয়্যারের উপর। আসুন আমরা নিচে থেকে দেখে নেই এই মোবাইলটিতে কোন কোন হার্ডয়্যার এর কনফিগারেশন দেওয়া হচ্ছে সেই বিষয়টি।

Storage

মোবাইল কেনার পূর্বে আরো অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে তারপর কিনতে হয়। অন্যতম একটি হচ্ছে ইন্টার্নাল স্টোরেজ এবং অন্যান্য সুযোগ-সুবিধা। আসল নিচে থেকে দেখে নেই এর মধ্যে কি কি ইন্টার্নাল স্টোরেজ এবং এক্সটারনাল স্টোরিস দেওয়া হয়েছে।

Honor Magic 6 Price 79,000 Tk

যাদের বাজেট এই টাকার মধ্যে তারা অবশ্যই এই মডেলটি নিতে পারেন। এছাড়াও আরো অন্যান্য মডেলের স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমাদের মোবাইল ক্যাটাগরি পড়বেন।

অন্যান্য প্রতিবেদন: OnePlus Ace 3V specification

Exit mobile version