বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী, দল, স্টেডিয়াম | ICC Cricket World Cup 2023 Schedule

হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী, দল স্টেডিয়াম সম্পর্কে। অর্থাৎ এই আর্টিকেল জুড়ে আপনারা জানতে পারবেন I ICC Cricket World Cup 2023 Schedule সম্পর্কে। অর্থাৎ যারা ক্রিকেটপ্রেমী রয়েছে তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাঁকজমকভাবে আয়োজন করা হচ্ছে আগামী ৫ অক্টোবর ২০২৩ থেকে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। এই ক্রিকেট বিশ্বকাপের মাধ্যমে নতুন আরেকটি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের পাতায়। এবারের এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে শক্তিশালী সকল ক্রিকেট দলগুলো। সবচেয়ে আনন্দ সংবাদ হচ্ছে এখানে অংশগ্রহণ করছে বাংলাদেশের ক্রিকেট টাইগার বাহিনীরা। আমরা এখান থেকে জানবো কোন দলের কখন খেলা এবং কোন স্টেডিয়ামে খেলা এ বিষয়গুলো নিয়ে। খেলা উপভোগ করার সময় এ বিষয়গুলো জানার প্রয়োজন হয়ে থাকে। আসল তাহলে আমরা কথা না বলে এখন আলোচনার মূল প্রসঙ্গে চলে যাই।

বিশ্বকাপ ক্রিকেট সময়সূচী ২০২৩

প্রথমে দল সম্পর্কে জানার পূর্বে আমরা আগে জানবো এর বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সম্পর্কে। কারণ আমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন এবারে কোন সময় খেলা অনুষ্ঠিত হবে। তবে সময় গুলো জানার পূর্বে এখন আমরা দলগুলো সম্পর্কে জানব অর্থাৎ কোন কোন দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে (ICC Cricket World Cup 2023 Schedule )

অক্টোবর ৫ ইংল্যান্ড vs নিউজিল্যান্ড
অক্টোবর ৬ পাকিস্তান vs নেদারল্যান্ডস
অক্টোবর ৭ বাংলাদেশ vs আফগানিস্তান
অক্টোবর ৭ দক্ষিণ আফ্রিকা vs শ্রীলঙ্কা
অক্টোবর ৮ ভারত vs অস্ট্রেলিয়া
অক্টোবর ৯ নিউজিল্যান্ড vs নেদারল্যান্ডস
অক্টোবর ১০ ইংল্যান্ড vs বাংলাদেশ
অক্টোবর ১০ পাকিস্তান vs শ্রীলঙ্কা
অক্টোবর ১১ ভারত vs আফগানিস্তান
অক্টোবর ১২ অস্ট্রেলিয়া vs দক্ষিণ আফ্রিকা
অক্টোবর ১৩ নিউজিল্যান্ড vs বাংলাদেশ
অক্টোবর ১৪ ভারত vs পাকিস্তান
অক্টোবর ১৫ ইংল্যান্ড vs আফগানিস্তান
অক্টোবর ১৬ অস্ট্রেলিয়া vs শ্রীলঙ্কা
অক্টোবর ১৭ দক্ষিণ আফ্রিকা vs নেদারল্যান্ডস
অক্টোবর ১৮ নিউজিল্যান্ড vs আফগানিস্তান
অক্টোবর ১৯ ভারত vs বাংলাদেশ
অক্টোবর ২০ অস্ট্রেলিয়া vs পাকিস্তান
অক্টোবর ২১ নেদারল্যান্ডস vs শ্রীলঙ্কা
অক্টোবর ২১ ইংল্যান্ড vs দক্ষিণ আফ্রিকা
অক্টোবর ২২ ভারত vs নিউজিল্যান্ড
অক্টোবর ২৩ পাকিস্তান vs আফগানিস্তান
অক্টোবর ২৪ দক্ষিণ আফ্রিকা vs বাংলাদেশ
অক্টোবর ২৫ অস্ট্রেলিয়া vs নেদারল্যান্ডস

Also Read: বিশ্বকাপ ক্রিকেট সকল দেশের খেলোয়াড়দের তালিকা ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী

অক্টোবর ২৬ ইংল্যান্ড vs শ্রীলঙ্কা
অক্টোবর ২৭ পাকিস্তান vs দক্ষিণ আফ্রিকা
অক্টোবর ২৮ অস্ট্রেলিয়া vs নিউজিল্যান্ড
অক্টোবর ২৮ নেদারল্যান্ডস vs বাংলাদেশ
অক্টোবর ২৯ ভারত vs ইংল্যান্ড
অক্টোবর ৩০ আফগানিস্তান vs শ্রীলঙ্কা
অক্টোবর ৩১ পাকিস্তান vs বাংলাদেশ
নভেম্বর ১ নিউজিল্যান্ড vs দক্ষিণ আফ্রিকা
নভেম্বর ২ ভারত vs শ্রীলঙ্কা
নভেম্বর ৩ আফগানিস্তান vs নেদারল্যান্ডস
নভেম্বর ৪ নিউজিল্যান্ড vs পাকিস্তান
নভেম্বর ৪ ইংল্যান্ড vs অস্ট্রেলিয়া
নভেম্বর ৫ ভারত vs দক্ষিণ আফ্রিকা
নভেম্বর ৬ বাংলাদেশ vs শ্রীলঙ্কা
নভেম্বর ৭ অস্ট্রেলিয়া vs আফগানিস্তান
নভেম্বর ৮ ইংল্যান্ড vs নেদারল্যান্ডস
নভেম্বর ৯ নিউজিল্যান্ড vs শ্রীলঙ্কা
নভেম্বর ১০ দক্ষিণ আফ্রিকা vs আফগানিস্তান
নভেম্বর ১১ বাংলাদেশ vs অস্ট্রেলিয়া
নভেম্বর ১১ ইংল্যান্ড vs পাকিস্তান
নভেম্বর ১২ ভারত vs নেদারল্যান্ডস
নভেম্বর ১৫ সেমিফাইনাল ১
নভেম্বর ১৬ সেমিফাইনাল ২
নভেম্বর ১৯ ফাইনাল

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী

আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের তালিকা

  • বাংলাদেশ
  • শ্রীলংকা
  • ভারত
  • পাকিস্তান
  • আফগানিস্তান
  • ইংল্যান্ড
  • অস্ট্রেলিয়া
  • দক্ষিণ আফ্রিকা
  • আয়ারল্যান্ড
  • নিউজিল্যান্ড
  • ইত্যাদি

See:  তামিমকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান

এবারের যে দলগুলো অংশগ্রহণ করেছে এই দলগুলোর প্রত্যেকটি শক্তিশালী এবং একে অপরের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ প্রথম পর্যায়ে প্রত্যেকটি দল নয়টি করে খেলায় অংশগ্রহণ করবে। হিসাবে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়। এখন আমরা জানবো বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী সম্পর্কে।

উপরে আপনারা দেখলেন বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী সম্পর্কে। এখন আমরা জানবো বাংলাদেশের সময়সূচী সম্পর্কে। চলুন আমরা এখন দেখে নেই,

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ সময়সূচী

এবারের যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে তার বেশিরভাগ খেলাধুলায় অনুষ্ঠিত হবে বিকাল ২:৩০ মিনিট হতে। আর সবগুলো খেলা অনুষ্ঠিত হবে ভারতে। বাংলাদেশ যেহেতু এখানে অংশগ্রহণ করবে। আমাদের বাংলাদেশের এই তালিকাটি জানা অবশ্যই দরকার। আসুন কথা না বাড়িয়ে এখন আমরা জেনে নেই বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী সম্পর্কে।

ICC Cricket World Cup 2023 Bangladesh Schedule

৭ অক্টোবর বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৩ই অক্টোবর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
১৯ অক্টোবর বাংলাদেশ বনাম ভারত
২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ড
৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ
৬ নভেম্বর বাংলাদেশ বনাম শ্রীলংকা
১১ই নভেম্বর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে?

আমাদের মধ্যে আরেকটি বেশি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে এবারের অর্থাৎ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এবারের ক্রিকেট বিশ্বকাপ টি অনুষ্ঠিত হচ্ছে ভারতে। অর্থাৎ প্রতিটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্ন স্টেডিয়াম গুলোতে। অনেকে আবার জানতে চান বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচীর পাশাপাশি কোন কোন স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

কোন কোন স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে & ICC Cricket World Cup 2023 Schedule

  • ওয়াংখাদে
  • ফিরোজ শাহ কোটলা
  • ইডেন গার্ডেন
  • এম এ চিদাম্বরম
  • এম চিননা স্বামী
  • সরদার প্যাটেল স্টেডিয়াম
  • রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম
  • ভিসিএ স্টেডিয়াম
  • এমসিএ স্টেডিয়াম
  • গ্রীন পার্ক স্টেডিয়াম
  • এসসি এ স্টেডিয়াম

বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড ২০২৩

আমরা বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী জানার পাশাপাশি জানবো বাংলাদেশের ক্রিকেট টিম সম্পর্কে। কারণ বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়ে আসছিল শুরু থেকেই। বিশেষ করে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দন্ত যেন এখন পর্যন্ত চলে আসছে। অবশেষে গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে এ টিম ঘোষণা করে এবং পরের দিন বুধবারের মধ্যে তারা চলে যায় ভারতের উদ্দেশ্যে। আসুন আমরা এখন দেখব কোন কোন খেলা রয়েছে এবারের টিম স্কোয়াডে।

  • সাকিব আল হাসান (অধিনায়ক),
  • শেখ মেহেদী হাসান,
  • তাসকিন আহমেদ
  • নাজমুল হোসেন শান্ত
  • লিটন দাস,
  • মোস্তাফিজুর রহমান,
  • তাওহিদ হৃদয়,
  • মুশফিকুর রহিম,
  • মাহমুদউল্লাহ রিয়াদ,
  • মেহেদী হাসান মিরাজ,
  • নাসুম আহমেদ,
  • হাসান মাহমুদ,
  • শরিফুল ইসলাম,
  • তানজিম হাসান সাকিব
  • তানজিদ হাসান তামিম,

ক্রিকেট বিশ্বকাপ সকল দলের স্কোয়াড

আমরা এখন দেখব যে সকল ১০ টি দল এখানে অংশগ্রহণ করবে সে সকল দেশের সকল খেলোয়াড়দের তালিকা সম্পর্কে। এ তালিকা আপনারা দেখতে পারবেন সকল ব্যাটসম্যান এবং বোলারদের নামসহ। কারণ আমাদের সবার উচিত খেলা করবে এ সকল তালিকা একটি দেখার জন্য। আমরা জানবো কোন দলে কোন খেলোয়াররা দুর্দান্ত পারফরম্যান্স করবে এবারের বিশ্বকাপে।

অস্ট্রেলিয়া ক্রিকেট স্কোয়াড

অস্ট্রেলিয়াতে অংশগ্রহণ করছে এবার দুর্দান্ত সকল ব্যাটসম্যান এবং বোলাররা। আসুন নিচে থেকে দেখব এখন আমরা কারা কারা এবারের এই দলটিতে অংশগ্রহণ করছে।

  • প্যাট কামিন্স (অধিনায়ক),
  • অ্যালেক্স ক্যারি,
  • জন ইংলিস,
  • গ্লেন ম্যাক্সওয়েল,
  • অ্যাশটন অ্যাগার,
  • ডেভিড ওয়ার্নার,
  • অ্যাডাম জ্যাম্পা,
  • জশ হ্যাজেলউড,
  • মিচেল স্টার্ক
  • শন অ্যাবট
  • মিচেল মার্শ,
  • ট্রাভিস হেড,
  • স্টিভেন স্মিথ,
  • মার্কাস স্টয়নিস,
  • ক্যামেরন গ্রিন,

ইংল্যান্ড ক্রিকেট স্কোয়াড

আমরা এই আর্টিকেলে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী সম্পর্কে জানতেছি। যেমন এখানে রয়েছে জস বাটলার, বেন স্টক্স, মার্ক উট এর মত বিখ্যাত খেলোয়াররা। আসুন দেখে নেই আরো কে কে খেলবে এই দলের পক্ষ থেকে।

  • জস বাটলার (অধিনায়ক),
  • গাস অ্যাটকিনসন,
  • জনি বেয়ারস্টো,
  • স্যাম কারান,
  • আদিল রশিদ,
  • বেন স্টোকস,
  • রিস টপলি,
  • লিয়াম লিভিংস্টোন,
  • ডাভিড মালান, .
  • ডেভিড উইলি,
  • মার্ক উড,
  • ক্রিস ওকস
  • মঈন আলী,
  • জো রুট,
  • হ্যারি ব্রুক,

ভারত ক্রিকেট স্কোয়াড ২০২৩

এখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত দক্ষ খেলোয়াড় থাকলেও মিস করবে মহেন্দ্র সিং ধোনিকে। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে না মহেন্দ্র সিং ধোনি।‌ ওয়ানডে বিশ্বকাপ থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। তিনি ছাড়াও এ দলে যারা রয়েছেন তাদের তালিকা নিচে দেওয়া হল।

  • রোহিত শর্মা
  • হার্দিক পান্ডিয়া
  • মোহাম্মদ সিরাজ,
  • বিরাট কোহলি,
  • শ্রেয়াস আইয়ার,
  • সূর্যকুমার যাদব,
  • রবীন্দ্র জাদেজা,
  • কুলদীপ যাদব,
  • অক্ষর প্যাটেল,
  • মোহাম্মদ শামি,
  • শার্দুল ঠাকুর,
  • জাসপ্রিত বুমরাহ
  • লোকেশ রাহুল,
  • ইশান কিশান,
  • শুবমান গিল,

পাকিস্তান ক্রিকেট স্কোয়াড ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী এর আরেকটি দল হচ্ছে পাকিস্তান দল। দলে রয়েছে বাবর আজম এর মত শক্তিশালী খেলোয়াড়রা। যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবারের এশিয়া কাপে এবং অন্যান্য খেলা গুলোতে। এখন দেখি আর কে কে রয়েছে এই টিমে।

  • বাবর আজম (অধিনায়ক),
  • ফখর জামান,
  • ইমাম উল হক,
  • আগা সালমান,
  • শাদাব খান,
  • মোহাম্মদ নওয়াজ,
  • শাহিন শাহ আফ্রিদি,
  • হারিস রউফ,
  • মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,
  • আবদুল্লাহ শফিক,
  • মোহাম্মদ রিজওয়ান,
  • সৌদ শাকিল,
  • ইফতিখার আহমেদ,
  • হাসান আলী
  • উসামা মীর,

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী পিডিএফ

উপরে আমরা যে সময়সূচী দিয়েছি সেটি হচ্ছে মূলত ছবি আঁকারে। কিন্তু আমাদের মধ্যে অনেকে পিডিএফ আকারে এই ছবিগুলো দেখতে পছন্দ করেন। এখন আমরা আপনাদেরকে নিচে একটি লিংক দিলাম সেই লিংকে প্রবেশ করে আমাদের টেলিগ্রাম একাউন্ট থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এই পিডিএফ ডাউনলোড করে যে কারো সাথে শেয়ার করতে পারবেন এবং সময়সূচী সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময়সূচী সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

পাঠকদের উদ্দেশ্যে আমাদের বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী, দল, স্টেডিয়াম প্রতিবেদনটি থেকে আপনারা ICC Cricket World Cup 2023 Schedule পূর্ণাঙ্গ তথ্যগুলো পেয়েছেন। এরকম আরো ক্রিকেট সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Also Read: বিশ্বকাপ ক্রিকেট সকল দেশের খেলোয়াড়দের তালিকা 

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *