জমির হিসাব বের করার নিয়ম (জমি মাপার পদ্ধতি)

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই কিছু না কিছু জমি জমার অংশীদার আমরা কিন্তু অনেকেই জমির পরিমাণ ,বিঘা ইত্যাদি সম্পর্কে  জানিনা ।আজ আমি আপনাদের স্বার্থে কিছু বিষয় শেয়ার করলাম নিশ্চয়ই আপনার বা আপনাদের কিছু উপকার এ আসবে। আমাদের Foxbdnews নিয়ে আসছে নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন আপডেট। এই জমির পরিমাণ পোষ্ট টি অনেকের কাজে আসবে।

কাঠা পরিমাপক:

১ কাঠা= ৭২০ বর্গফুট= ৮০ বর্ঘগজ
১ কাঠ= ৬৬.৮৯ বর্গমিটার।
১ কাঠা= ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
১ কাঠা = ৩২০ বর্গহাত।
২০ কাঠা= ১ বিঘা।
৬০ কাঠা = ১ একর।
১৪৮২০কাঠা= ১ বর্গ কিলোমিটার।
১৪৮.২ কাঠা = ১   হেক্টর।

কানি পরিমাপক:

১ কানি= ১৭২৮০ বর্গ ফুট= ১৬১৯ বর্গমিটার= ৪০০০০ বর্গ লিংক= ৮০ করা।

১ কানি= ৭৬৮০ বর্গ হাত= ১৯৩৬ বর্গ গজ=১২০ শতাংশ ।
১ কানি = ২০ গন্ডা= ৪০ একর।
১ কানি= ২০ গন্ডা = ৪০০০০ বর্গ লিংক।
১ কানি = ২৪ কাঠা।

জমির বিঘা পরিমাপক:

১ বিঘা= ৩৩ শতাংশ =১ পাকি।
১ বিঘা = ২০ কাঠা।
১ বিঘা = ৬৪০০ বর্গ হাত।
১ বিঘা = ৩৩০০০ বর্গ লিংক।
১ বিঘা= ১৬০০ বর্গ গজ।
১ বিঘা= ১৪৪০০ বর্গ ফুট= ১৩৩৮ বর্গ মিটার।
১ বিঘা= ১৬ গন্ডা,২করা,২ ক্রান্তি।

৩ বিঘা= ১ একর মোটামুটি = ১৬০০ বর্গ ইয়ার্ড

৭৪১ বিঘা= ১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গ ফুট=৯৯১৬৭২ বর্গ মিটার=১ বর্গ কিলোমিটার= ২৪৭ একর।

৭.৪১ বিঘা= ১৪৮.২ কাঠা=১০৬৭০৪ বর্গ ফুট= ৯৯১৩ বর্গ মিটার= ১ হেক্টর= ২.৪৭ একর

খাতিয়ান,পরচা, চিটা, দখল নামা ,বয়নামা, জমাবন্দি ,দাখিলা, হুকুম নামা,জমা খারিজ, মৌজা কি এসব বিষয়ে কিছু শেয়ার করব ইনশাআল্লাহ।

পাকি পরিমাপক:

১পাকি=১ বিঘা= ৩৩ শতাংশ।
১ পাকি= ২০ কাঠা = ৩৩ শতাংশ।

জমির শতাংশ নির্নয়ের সূত্র:

১.৬৫ শতাংশ= ১ কাঠা= ১৬৫ অযুতাংশ= ৭২০ বর্গফুট।( মোটামুটি).

জমির শতাংশ পরিমাপক:

১ শতাংশ= ১ শতক=৪৩৫.৬ বর্গফুট।
১ শতাংশ= ১০০ অযুতাংশ=১০০০ বর্গ লিংক।
৩৩  শতাংশ= ১ পাকি=১বিঘা=২০ কাঠা।
১ শতাংশ= ১৯৩.৬ বর্গ হাত।
২৪৭.১০৫ শতাংশ= ১ আয়ের

জমির একর পরিমাপক:

১ একর = ১০ বর্গ চেনা=(৬৬*৬৬০)=৪৩৫৬০ বর্গ ফুট।
১ একর= ১০০ শতক=৪৩৫৬৯ বর্গফুট।
১ একর =১০০ শতক=১০০০০০ বর্গ লিংক।
১ একর=১৯৩৬০ বর্গ হাত।
১ একর= ৪৮৪০ বর্গ গজ।
১ একর = ৪০৪৭ বর্গ মিটার= ০.৬৮০ হেক্টর।
৬৪০ একর =১ বর্গ মাইল।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
১ একর = ২কানি ১০ গন্ডা।(৬০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গ কিলোমিটার।

জমির হেক্টর পরিমাপক:

১ হেক্টর= ২.৪৭ একর
১ হেক্টর=৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর= ১০৬৭০৪ বর্গ ফুট
১ হেক্টর= ১০০০০ বর্গ মিটার= ৯৯১৩ বর্গ মিটার।
১ হেক্টর=১১৯৬০ বর্গ গজ।
১ হেক্টর=১.৪৭ একর
১ আয়ের= ২৮.৯ বিঘা
১ হেক্টর =২৪৭.১০৫ শতক।
১ হেক্টর= ৪৭৮৯.৫২৮ বর্গ হাত।
১ হেক্টর= ১০৭৬৩৯ বর্গ ফুট।
১ হেক্টর= ১১৯৫৯.৮৮২ বর্গ গজ।
১ হেক্টর= ৭.৪৭৪ বিঘা।
১ হেক্টর= ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

পরিশেষে একথাই বলতে চাই যে জমি পরিমাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম ভূল হলে  কমেন্ট করবেন। এছাড়াও এই পোস্ট টি থেকে সামনে যেসব নিয়োগ পরীক্ষা রয়েছে সেগুলো পরীক্ষায় এসব বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করতে পারে জানা থাকলে সবার উপকারে আসবে।

Shaheda Jannat

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি ফাজার নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ফাজার নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version