মাগুরার কলেজের তালিকা, Magura College list
শিক্ষা খবর প্রসঙ্গে আজকের প্রতিবেদনে জানবো মাগুরার কলেজের তালিকা সম্পর্কে। অর্থাৎ এই অঞ্চলে যতগুলো ছোট বড় কলেজ রয়েছে সে তালিকা প্রসঙ্গ নিয়েই আমরা জানবো এখন।
গত ২৬ থেকে শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া। আর এবারের ভর্তি প্রক্রিয়ায় রয়েছে বেশ জটিলতা। যার কারণে অনেকেরই আবেদন প্রক্রিয়া করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন তৈরি করা হয়। আর সে প্রতিবেদন দেখতে হলে আমাদের শিক্ষা খবর পড়ুন। তবে যাই হোক আবেদন করার সময় যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে কলেজ নির্বাচন। যখন একজন ব্যক্তি কলেজ নির্বাচন করতে হবে তখন সেই কলেজটি কোন অঞ্চলে অবস্থিত তা জানতে হবে। কারণ কলেজ চয়েজ এর ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাই আমরা আমাদের পত্রিকায় বিভিন্ন অঞ্চলের কলেজের তালিকা গুলো নিয়ে হাজির হয়ে থাকে আপনাদের সামনে। আর প্রতিবারের মতো আমরা এই অঞ্চলের কলেজের তালিকা নিয়ে হাজির হয়েছি।
মাগুরার কলেজের তালিকা
এ অঞ্চলে রয়েছে ছোট-বড় অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে এই অঞ্চলের পাশাপাশি অন্য অঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসে। এখানে রয়েছে সরকারি বেসরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। আর যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে এগুলো এই অঞ্চলের মধ্যে সেরা। অর্থাৎ সেরা কলেজগুলো বাছাই করে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আমরা।
- সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ
- বিহারীলাল শিকদার সরকারি মহাবিদ্যালয়
- নাজির আহমেদ ডিগ্রি মহাবিদ্যালয়
- অমরেশ বসু ডিগ্রী মহাবিদ্যালয়
- বাবু খালি আদর্শ কলেজ
- বুনাগাতী ডিগ্রী কলেজ
- নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজ
- দারিয়াপুর ডিগ্রী কলেজ
- জি কে আইডিয়াল ডিগ্রী কলেজ
- মাগুরার আদশা ডিগ্রি কলেজ মাগুরা
- বিনোদপুর ডিগ্রি কোলাজ
- বঙ্গবন্ধু কলেজ
- হাজরাহাটি সম্মিলনী কলেজ
- অর্পারা ডিগ্রী কলেজ
- বনশ্রী রবীন্দ্র স্মরণী কলেজ কৃষ্ণবিলা (টাঙ্গাখালী)
- হাজীপুর সম্মিলনী কলেজ
- আমিনুর রহমান কলেজ, মোহাম্মদপুর
- আইসা মহিলা কলেজ
- অর্পারা মহিলা কলেজ
- কাজী সালিমা হক মহিলা ডিগ্রী কলেজ
- বুজরুক শ্রী কুন্ডি কলেজ
- জগদল সম্মিলনী কলেজ
- শত্রুজিৎপুর কলেজ
- শ্রীপুর মহিলা কলেজ
- সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- মাগুরা সরকারি মহিলা কলেজ
- শ্রীপুর ডিগ্রি কলেজ
আপনারা এই প্রতিবেদনে দেখলেন মাগুরার কলেজের তালিকা। এরকম আরো অন্যান্য কলেজের তালিকা দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।
অন্যান্য প্রতিবেদন: ফরিদপুরের কলেজের তালিকা