শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য

শিক্ষক নিবন্ধন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং বেকারত্ব দূর করতে অনেক সহায়ক একটি বিষয় কেননা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পরীক্ষার তিনটি ধাপ অতিক্রম করে অনেকেই চাকরি পান তার বেকার জীবন থেকে মুক্তি পান। ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত অনেকেই আবেদন করছেন আজকে এই আবেদন এর বিষয়বস্তু এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় বিষয় তুলে ধরলাম এই পোস্ট টির মাধ্যমে।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তথা যাবতীয় নিবন্ধন পরীক্ষার বিষয়বস্তু কি, নিবন্ধন পরীক্ষার কয়টি ধাপ বা কিভাবে নিয়োগ পাবেন এসব বিষয়ে খুঁটিনাটি তুলে ধরা হলো নিচের আলোচনাটিতে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্যাটাগরি তিনটি

১: কলেজ পর্যায়ে

২: স্কুল পর্যায়ে

৩: স্কুল পর্যায়ে -২

কলেজ পর্যায়ের জন্য যা যা প্রয়োজন

কলেজ পর্যায়ের জন্য প্রয়োজন হচ্ছে অনার্স অথবা ডিগ্ৰী + মাষ্টার্স সমমানের কামিল ও ফাজিল।

কলেজ পর্যায়ে বেতন গ্ৰেড হচ্ছে ৯বম বেসিক বেতন হলো ২২ হাজার টাকা তবে এটি হচ্ছে চাকরির শুরু থেকেই।

এবার হচ্ছে শিক্ষক নিবন্ধন এর স্কুল পর্যায়ে:

  • স্কুল পর্যায়ে মানে সহকারী শিক্ষক বা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক এই পদে ডিগ্ৰী বা ফাজিল পাস হলে চলেই।
  • অনার্স হলেও চলবে এবং কিছু বিষয়ে তিনি বছর বা তার বছর এর ডিপ্লোমা হলে চলবে।
  • আবার কিছু বিষয়ের ক্ষেত্রে যেকোন বিষয়ে অনার্স বা ডিগ্ৰী করার পর ১ বছর মেয়াদি। ডিপ্লোমা করলে ও চলবে।
  • তবে আরেকটি বিষয় হচ্ছে আপনি বা আপনারা যে বিষয়ে ডিপ্লোমা করেছেন সে বিষয়ে আবেদন করতে পারবেন। যেমন, আইসিটি , কৃষি শিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক
  • বেতন গ্ৰেড ,১১ তম অথচ ১০ম গ্ৰেড যাদের বিএড আছে তাদের জন্য ১০ম গ্ৰেড।
  • যারা বিএড করেছেন তাদের জন্য শুরুতে বেসিক ১৬ হাজার টাকা এবং যাদের বিএড নেই তারা ১১ তম গ্ৰেড বেসিক ১২ হাজার ৫ শত টাকা।

স্কুল পর্যায়ে -২ শিক্ষক নিবন্ধন পরীক্ষার তথ্যাবলী

জুনিয়র শিক্ষক বাংলা ও ইংরেজি বিষয়ের বা জুনিয়র মৌলভী জুনিয়র কারী ইবতেদায়ী বিষয়ের জন্য আবেদন করবেন এ পর্যায়ে এইচএসসি পাসেই আবেদন করতে পারবেন।

বেতন গ্ৰেড ১৬ এবং চাকরির শুরুতে ৯ হাজার ৩ শত টাকা পাবেন।

আরোও পড়ুন: ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে?

শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার তথ্যাবলী

শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা তিনটি ক্যাটাগরির জন্য একই প্রশ্ন থাকবে। অর্থাৎ কলেজ পর্যায়ের সবার জন্য একই প্রশ্ন থাকবে। স্কুল পর্যায়ে সবার জন্য একই প্রশ্ন। এবং স্কুল – ২ সবার জন্য একই প্রশ্ন থাকবে

  • বাংলা , ইংরেজি ,গনিত , সাধারণ জ্ঞান এর জন্য ২৫ টি করে মোট ১০০ টি এমসিকিউ থাকবে।
  • প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ১ ঘন্টা
  • প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ করে মার্ক পাবেন
  • প্রতিটি ভূল উত্তর এর জন্য ০.২৫ করে মার্ক কাটা যাবে
  • প্রিলিতে পাস নম্বর ১০০ এর মধ্যে আপনি ৪০ পেলে পাস করবেন তবে একটা বিষয় যথাসম্ভব চেষ্টা করবেন বেশি করে নম্বর পেতে
  • ১০০ নম্বর এর লিখিত পরীক্ষা ,হবে যদি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে লিখিত পরীক্ষা দিতে পারবেন।
  • পরীক্ষা কর্তৃপক্ষ তাদের চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক প্রার্থীকে পাস করে তাদেরকে ভাইভা পরীক্ষার জন্য ডাকবেন।
  • ভাইভা পরীক্ষা হয় ২০ নম্বর এর মধ্যে এর মধ্যে ১২ নম্বর শিক্ষা জীবনের অর্জিত সার্টিফিকেট এর মাধ্যমে।
  • বাকি ৮ নম্বর ভাইভা পরীক্ষার কর্মক্ষমতার উপর নির্ভর করে।
  • উভয় ক্ষেত্রেই ৪০ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ সার্টিফিকেট সমূহের ১২ নম্বর এর মধ্যে ৪০ শতাংশ এবং ৮ নম্বর ভাইভা বোর্ডের ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
  • লিখিত পরীক্ষার ১০০ এবং ভাইভা পরীক্ষার ২০ নম্বর অর্থাৎ মোট ১২০ নম্বর এর পর জাতীয় মেধাতালিকা প্রণীত হয় বিষয়ভিত্তিক এর মধ্যে। তবে মনে রাখবেন প্রিলিমিনারি পরীক্ষার নম্বর এতে যুক্ত হয়না ।
  • এরপর যারাই নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন তাদের জন্য এনটিআরসিএ গনবিজ্ঞপ্তি প্রকাশ করে গনবিজ্ঞপ্তি প্রকাশ করার পর যার যার বিষয় অনুযায়ী আবেদন করতে পারবেন এবং গনবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর তিন বিভাগের শিক্ষকবৃন্দ উনাদের নিজ নিজ বিষয়ের উপর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন।
  • আবেদন করতে ১০০০ টাকা খরচ হবে এবং একজন প্রার্থী ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
  • নিজেদের পছন্দের পদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পদে মিল হলে এবং নিয়োগ হলে নিয়োগ পাবেন এতে কোন টাকা বা কোন মাধ্যম এর প্রয়োজন লাগবেনা

সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি সম্পন্ন করতে হবে তা আমাদের ব্লগে ইতোমধ্যে দেয়া হয়েছে আপনারা চাইলে তা দেখতে পারবেন তবে মনে রাখবেন বিগত সালের প্রশ্ন গুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে কেননা অনেক প্রশ্ন পুনরায় আসে তাই বিগত সালের প্রশ্ন গুলো ভালো করে পড়বেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় সমাধান পেতে আমাদের Foxbdnews কে অনুসরণ করতে পারবেন।

আরোও দেখুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

Shaheda Jannat

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি ফাজার নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ফাজার নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version