পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা (সিরিয়াল নম্বর) PG Hospital Dhaka Doctor List & Chamber Details

পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল নামেই বেশি পরিচিত। এটি বাংলাদেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হওয়ার আগে এর নাম ছিল ইন্সটিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ।

পিজি হাসপাতালের ইতিহাস:
চিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর কোর্স প্রদানের জন্য ১৯৬৫ সালে ঢাকায় ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠিত হয়। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ও গবেষণার দায়িত্ব হলেও এই সংস্থার ডিগ্রি প্রদানের ক্ষমতা ছিল না। এম.বি.বি.এস ডিগ্রি প্রদান করত ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম

পিজি হাসপাতালে ডাক্তার দেখাতে হলে প্রথমে আপনাকে টিকিটের মাধ্যমে দেখাতে হবে। প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে আপনার নাম বয়স ও সমস্যার কথা বললে কাউন্টার থেকে আপনাকে নির্দিষ্ট ডাক্তারের কাছে রেফার করবে। তার আপনাকে লাইনে দাড়াতে হবে। লাইন ধরে ঐ নির্দিষ্ট ডাক্তারকে দেখাতে হবে। আর আপনি যদি পুরনো রোগী হোন তাহলে পূর্বের কাগজপত্র দেখালে টিকিট কাউন্টার থেকে নতুন করে একটি টিকিট দেয়া হবে। তারপর আগের নিয়মে সিরিয়াল ধরে আপনাকে ডাক্তারে দেখাতে হবে। আপনাকে দালাল হতে সাবধান হতে হবে। যেকোন প্রকার টাকার লেনদেন করার পুর্বে অবশ্যই রশিদ চাইবেন। রশিদ ছাড়া কেউ টাকা চাইলে দিবেন না।

পিজি হাসপাতালের ডাক্তারদের অনলাইনে টিকিট বুকিং

আপনি চাইলে যেকোন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে পিজি হাসপাতালে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন পিজি হাসপাতালের টিকিট বুকিং করতে চাইলে https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx এই লিংক এ ক্লিক করেন। যেখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। মোবাইল নাম্বার দেয়ার পর একটি ওটিপি আপনার মোবাইলে পাঠানো হবে। ওটিপি দিয়ে ভেরিফাই করা হয়ে গেলে নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করে খুব সহজেই পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করতে পারবেন।

গ্রীন লাইফ হাসপাতালের ডাক্তারদের তালিকা Green Life Hospital Doctor List 2024

পিজি হাসপাতালের কেবিন ভাড়া কেমন ? PG Hospital Dhaka অন্যান্য সরকারি হাসপাতালের থেকে পিজি হাসপাতালের কেবিন গুলোর সিস্টেম ভিন্ন ও অনেক উন্নত মানের। দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজগুলোতে হাসপাতালের বেড ছাড়াও ফ্লোরে বা বারান্দায় রোগী রেখে চিকিৎসা করানো হয়। কিন্তু পিজি হাসপাতাল হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি মেডিকেল হাসপাতাল যেখানে বরাদ্ধ করা সিটের বাহিরে কোন রোগী ভর্তি করা হয়না। যাদের পরিচিত ডাক্তার বা আপনজন আছেন তারা বিভিন্নভাবে কেবিন ভাড়া করে। কিন্তু যাদের পরিচিত ডাক্তার বা আপনজন কেউ নেই তারা পিজি হাসপাতালের কেবিন ভাড়া করার সময় অনেক সময় বিপাকে পড়ে যায়। আর এর সুযোগ নেয় একদল দালাল চক্র যারা নতুন রোগীদের টার্গেট করে ও কেবিন ভাড়া দিবে বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়।

পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে?

যেহেতু পিজি হাসপাতাল সরকারি। সেই নিয়মে সাপ্তাহিক ছুটির দিন ও সরকারি ছুটি অনুযায়ী পিজি হাসপাতাল বন্ধ থাকে। তাই হাসপাতালে যাওয়ার আগে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে।

পিজি হাসপাতালের হাসপাতালের ঠিকানা :

ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্থিত। তার পাশেই রয়েছে আরেকটি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবোলিক ডিসঅর্ডারস বা (বারডেম)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাহবাগ, ঢাকা-১০০০।

টেলিফোন নম্বর: +88 02 55165760-94
ইমেইল ঠিকানা: info@bsmmu.edu.bd
হাসপাতালের ওয়েবসাইট: bsmmu.edu.bd

পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা (PG hospital dhaka doctors list)

নামডিগ্রিবিভাগনাম্বার
অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্তএসিওআরএল, পিএইচএসডি, এমএসসি (অডিওলজি), এফসিপিএস (ইএনটি), এফআরসিএস (গ্লাসগো)কান, নাক ও গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন+8801966010138
অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হকএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফআরসিপি, এমডি (রিউমাটোলজি)রিউমাটোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ+8801916267769
অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীলMBBS, MSc (Gastro), MD (Hepatology), FACG (USA), FICP (India), FRCP (Ireland), FRCP (UK)হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট+8801914265331
ডাঃ মোঃ সাইফুল ইসলাম ভূইয়াMBBS, MD (Dermatology)চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ8809613787803
ডাঃ মারুফা মুস্তারীMBBS, FCPS (Endocrinology), MACE (USA)ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ10606
ডাঃ মোঃ কামরুল আহসানএমবিবিএস, ডি-অর্থো (ডিইউ), এমএস (অর্থো)অর্থোপেডিক, ট্রমা এবং মেরুদণ্ড বিশেষজ্ঞ সার্জন88029126625
প্রফেসর ডাঃ সায়েবা আক্তারMBBS, FCPS (OBGYN), FCPS (PAK), FICMCH (IN), DRH (UK)স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন+8809613787801
অধ্যাপক ডাঃ এ কে আহমেদুল্লাহএমবিবিএস, এমডি (ইন্টারনাল মেডিসিন), এমডি (রিউমাটোলজি)রিউমাটোলজি বিশেষজ্ঞ88029126625
ডাঃ কানিজ ফাতেমাএমবিবিএস, এফসিপিএস (পেডিয়াট্রিক্স), এফসিপিএস  (পেডিয়াট্রিক নিউরোলজি)শিশু স্নায়ুবিজ্ঞান ও অটিজম বিশেষজ্ঞ88029126625
অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল ইসলাম সেলিমMBBS, MCPS (Medicine), MD (Nephrology), FACP, FASN (USA), FRCP (UK)কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ10658
অধ্যাপক ডাঃ এ.এইচ.এম তৌহিদুল আলমMBBS, FCPS (Surgery), FRCS (Glasgow), FACS (USA)এন্ডোস্কোপিক ও ল্যাপারোস্কোপিক সার্জন8801618800088
অধ্যাপক ডাঃ মিনহাজ রহিম চৌধুরীMBBS FCPS, MD, DTCD, FACR (USA), Fellow (Rheumatology ,Uk)রিউমাটোলজি, বক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ88029672277
অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নানMBBS, FCPS, MD (Pediatric), MD (Neonatology), NUH (Singapore)শিশু ও নবজাতক বিশেষজ্ঞ10606
প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলামএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), ফেলো নিউরোলজি (থাইল্যান্ড)নিউরোমেডিসিন বিশেষজ্ঞ+8801750557722
অধ্যাপক ডাঃ মোঃ তাসলিম উদ্দিনMBBS, FCPS ( Physical Medicine & Rehabilitation specialist)ব্যথা, বাত, পক্ষাঘাত, স্ট্রোক, শারীরিক চিকিৎসা ও পুনর্বাসন বিশেষজ্ঞ8809613787801
অধ্যাপক ডাঃ মবিন খানMBBS, MSC (Hematology), FCPS (BD & PK), FRCP (Glasg & Edin), FACP (USA), FCCP (USA)লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ+8801750839384
প্রফেসর ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূঁইয়াএমবিবিএস, এমডি (নিউরোলজি), এমএসিপি (ইউএসএ)নিউরোলজি বিশেষজ্ঞ8809613787805
প্রফেসর ডাঃ ঝুনু শামসুন নাহারএমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি), আইএফএপিএ (ইউএসএ)সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট+88029126625
প্রফেসর ডাঃ মোঃ গোলাম মাওলা চৌধুরীএমবিবিএস, পিএইচডি (জাপান)ইউরোলজি বিশেষজ্ঞ88029126625
অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেনMBBS, FCPS (সার্জারি), MS (ইউরোলজি), FCPS (ইউরোলজি), FRCP (EDIN)ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন10606
অধ্যাপক ডাঃ ফাহমিদা জাবিনMBBS, FCPS (Obs & Gynae), BCPS, MMEDস্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ88029126625
প্রফেসর ডাঃ মোঃ শামসুল আলমBDS, DCD (USSR), FADI USAমৌখিক ও দাঁতের বিশেষজ্ঞ ও সার্জন8801618800088
অধ্যাপক ডাঃ আনিসুল হকএমবিবিএস, পিএইচডি, এফসিপিএস, এফআরসিপি (ইডিন)নিউরোলজি বিশেষজ্ঞ8809613787801
ডাঃ এম আবু হেনা চৌধুরীMBBS, DDV, FCPS (Dermatology)ত্বক, এলার্জি, কুষ্ঠ ও ভিডি বিশেষজ্ঞ8801711625173
অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমানMBBS, FCPS, MSc (Eng), FRCP (Edin)কিডনি মেডিসিন বিশেষজ্ঞ8809613787801
অধ্যাপক ডাঃ এস এম ইসহাকএমবিবিএস, ডিটিএম, এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি)গ্যাস্ট্রোএন্টারোলজি এবং লিভার বিশেষজ্ঞ8801731956033
অধ্যাপক ডাঃ এম এ হাসনাতএমবিবিএস, এমডি (এন্ডোক্রিনোলজি), এমফিলডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ10606
অধ্যাপক ডাঃ মাহমুদ হাসানMBBS, PhD (Edin), FCPS, FCPS (Pak), FRCP (Edin), FRCP (Glasgow)গ্যাস্ট্রোএন্টেরোলজি, লিভার ও অগ্ন্যাশয় বিশেষজ্ঞ10606
অধ্যাপক ডাঃ শফিকুল আলমএমবিবিএস, এমএস (অর্থো সার্জারি)অর্থোপেডিক সার্জন8809613787803
অধ্যাপক ডাঃ জাহিদুল হকএমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এফআরসিএস (গ্লাসগো), এমএস (সার্জারি), এফআইসিএসকলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ+8809613787801
প্রফেসর ডাঃ মোঃ মনজুরুল আলমMBBS, FCPS, MS (ENT), FICS (USA)ইএনটি বিশেষজ্ঞ, মাথা ও ঘাড়ের সার্জারি8809613787801
প্রফেসর ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদMBBS, FCPS (Phy Med), PhD (Rheumatology), MACP (USA)ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ10606
ডাঃ মোঃ আহসান মজিদএমবিবিএস,এমএস(অর্থোপেডিকস)অর্থোপেডিক বিশেষজ্ঞ8801798638300
প্রফেসর ডাঃ মোঃ রফিকুল আলমএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (চেস্ট)চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ8809613787807
প্রফেসর ডাঃ এম এ সালামMBBS, FCPS, FICS (USA), WHO Fellow (UK)ইউরোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজি বিশেষজ্ঞইউরোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজি বিশেষজ্ঞ,
প্রফেসর ডাঃ সৈয়দ ওয়াদুদএমবিবিএস, এফসিপিএস (চক্ষু), এমএস (চক্ষু), অকুলোপ্লাস্টিতে ফেলোশিপ, আইসিও (ইউকে)চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন8801798638300
ডাঃ মোঃ রফিকুজ্জামান খানএমবিবিএস, ডিসিপি, এফসিপিএস (হেমাটোলজি)হেমাটোলজি বিশেষজ্ঞ8809613787805
ডাঃ মাহবুবুর রহমান মাহবুবMBBS, DTCD (Chest Diseases), FCPS (Medicine)বক্ষব্যাধি বিশেষজ্ঞ8801730599171
প্রফেসর ডাঃ লতিফা শামসুদ্দিনMBBS, FCPS (OBGYN), FCPS (PAK), FICS (USAস্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ8809613787807
প্রফেসর ডাঃ মুনির রশিদএমবিবিএস, এমডি (ডার্মা), এমআরসিপি (গ্লাসগো)ত্বক বিশেষজ্ঞ8809613787807
প্রফেসর ডাঃ মুহাম্মদ নজরুল ইসলামএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নেফ্রোলজি)কিডনি রোগ বিশেষজ্ঞ,8801711625173
ডাঃ মোঃ সাইফুল্লাহএমবিবিএস, এফসিপিএস (সার্জারি)জেনারেল ও কোলোরেক্টাল সার্জন,10606
ডাঃ খন্দকার মাহাবুব উজ জামানএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডিরিউমাটোলজি মেডিসিন বিশেষজ্ঞ8809613787809
ডাঃ কাজী আশরাফুল ইসলামএমবিবিএস, এমসিপিএস, এমডি (শিশুরোগ)পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার এবং অটিজম বিশেষজ্ঞ8809613787802
অধ্যাপক লে.কর্নেল ডাঃ মোঃ আব্দুল ওহাবMBBS (RMC), DDV, MCPS, FACP (USA), FCPS (Dermatology), FRCPত্বক, যৌন রোগ, এলার্জি ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ10606
ডাঃ মুহাম্মদ শোয়েব মোমেন মজুমদারMBBS, FCPS (Medicine), MACP (USA), MD (Rheumatology)রিউমাটোলজি বিশেষজ্ঞ+88029126625
অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারMBBS, FCPS, FICS, FACS, FRCS (UK)কান, নাক, গলা বিশেষজ্ঞ এবং মাথা ঘাড় সার্জন+88029126625
ডাঃ মোঃ আব্দুল ওহাবMBBS, DDV, MCPS, FCPS, FRCP, FACPচর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ8801915448491
ডাঃ এ.বি.এম খালেকুজ্জামান শিপনMBBS, PGT (Skin & VD), FRSH (London),  Training (Dermato & Cosmetic Surgery)ত্বক, লিঙ্গ, এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন+8801746343270

পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম,
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের তালিকা,
পিজি হাসপাতাল ঢাকা,
পিজি হাসপাতাল বৈকালিক,
পিজি হাসপাতাল উইকিপিডিয়া,
পিজি হাসপাতালের অর্থোপেডিক ডাক্তারের তালিকা ধানমন্ডি ঢাকা,
পিজি হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকা,

MD Tahmid

এমডি তাহমিদ পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। তিনি ফাজার নিউজের টিম মেম্বারের একজন। তিনি এখানে বিশেষ করে টেকনোলজি, খেলাধুলা, বিনোদনসহ অন্যান্য নিউজগুলো সাথে সাথেই পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version