অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাস | Political Institutions And Organizations
অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাস: অনার্স প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাসটি আমি আপনাদের অর্থাৎ অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের বুঝার সুবিধার্থে নিচে উল্লেখ করলাম। সিলেবাস ছাড়াও আমাদের ব্লগে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এর সাজেশন শেয়ার করা হয়েছে।
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন Political Institution and Organization এর সিলেবাস পাঠ্য বিষয়গুলো হচ্ছে :
১…রাষ্ট্র ও সমাজ ,রাষ্ট্র ও সরকার ,রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব বা মতবাদসমূহ।
২….. মৌলিক ধারনা :
সার্বভৌমত্ব ,আইন, স্বাধীনতা, অধিকার ,জাতি , জাতীয়তাবাদ, এবং আন্তর্জাতিকতাবাদ।
৩…. সংবিধান:
সংজ্ঞা , প্রয়োজনীয়তা, সংবিধান প্রনয়ন পদ্ধতি,উত্তম সংবিধানের বৈশিষ্ট্য , সংবিধানতন্ত্র এবং সাংবিধানিক সরকার ।
৪…… সরকারের প্রকারভেদ :
গনতন্ত্র ও একনায়কতন্ত্র, সংসদীয় পদ্ধতির সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার এবং এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়।
অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাস
৫…….রাষ্ট্রের অঙ্গসমূহ :
আইনসভা ইহার গুরুত্ব ও কার্যাবলী,এককক্ষ ও দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা ,,আইনসভার ক্ষমতা হ্রাস ,।শাসন বিভাগ ,শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি,ক্যাবিনেটের একনায়কতন্ত্র। বিচার বিভাগ – বিচার বিভাগের গুরুত্ব ও কার্যাবলী ,বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগীয় পর্যালোচনা ও ক্ষমতার স্বতন্ত্রীকীকরণ।
৬….. প্রতিনিধিত্ত্ব:
সমানুপাতিক ও সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব এবং প্রতিনিধিত্ব মূলক ক্ষমতা বন্টন।
৭….. রাজনৈতিক দল , আমলাতন্ত্র ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
দ্বিদলীয় এবং বহুদলীয় ব্যবস্থা, রাজনৈতিক জোট , আমলাতন্ত্রের ভূমিকা, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলী, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী, আমলাতন্ত্র ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের বুঝার সুবিধার্থে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এর সাজেশন এর সাথে সাথে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এর সিলেবাস টিও নতুন করে শেয়ার করলাম । এছাড়াও আমাদের ব্লগে ডিগ্ৰির সকল বর্ষের সাজেশন ও দেয়া হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারেন ।