অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাস | Political Institutions And Organizations

অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাস: অনার্স প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাসটি আমি আপনাদের অর্থাৎ অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের বুঝার সুবিধার্থে নিচে উল্লেখ করলাম। সিলেবাস ছাড়াও আমাদের ব্লগে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এর সাজেশন শেয়ার করা হয়েছে।

রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন Political Institution and Organization এর সিলেবাস পাঠ্য বিষয়গুলো হচ্ছে :

১…রাষ্ট্র ও সমাজ ,রাষ্ট্র ও সরকার ,রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব বা মতবাদসমূহ।

২….. মৌলিক ধারনা :

সার্বভৌমত্ব ,আইন, স্বাধীনতা, অধিকার ,জাতি , জাতীয়তাবাদ, এবং আন্তর্জাতিকতাবাদ।

৩…. সংবিধান:

সংজ্ঞা , প্রয়োজনীয়তা, সংবিধান প্রনয়ন পদ্ধতি,উত্তম সংবিধানের বৈশিষ্ট্য , সংবিধানতন্ত্র এবং সাংবিধানিক সরকার ।

৪…… সরকারের প্রকারভেদ :

গনতন্ত্র ও একনায়কতন্ত্র, সংসদীয় পদ্ধতির সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার এবং এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়।

অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সিলেবাস

৫…….রাষ্ট্রের অঙ্গসমূহ :

আইনসভা ইহার গুরুত্ব ও কার্যাবলী,এককক্ষ ও দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা ,,আইনসভার ক্ষমতা হ্রাস ,।শাসন বিভাগ ,শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি,ক্যাবিনেটের একনায়কতন্ত্র। বিচার বিভাগ – বিচার বিভাগের গুরুত্ব ও কার্যাবলী ,বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগীয় পর্যালোচনা ও ক্ষমতার স্বতন্ত্রীকীকরণ।

৬….. প্রতিনিধিত্ত্ব:

সমানুপাতিক ও সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব এবং প্রতিনিধিত্ব মূলক ক্ষমতা বন্টন।

৭….. রাজনৈতিক দল , আমলাতন্ত্র ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী:

দ্বিদলীয় এবং বহুদলীয় ব্যবস্থা, রাজনৈতিক জোট , আমলাতন্ত্রের ভূমিকা, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলী, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী, আমলাতন্ত্র ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের বুঝার সুবিধার্থে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এর সাজেশন এর সাথে সাথে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এর সিলেবাস টিও নতুন করে শেয়ার করলাম । এছাড়াও আমাদের ব্লগে ডিগ্ৰির সকল বর্ষের সাজেশন ও দেয়া হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারেন ।

Read: ২০২৪ সালের ভর্তি কার্যক্রম 

HM Mahfuj

HM Mahfuj ফাজার নিউজের প্রতিষ্ঠাতা। তিনি একজন পেশাদার SEO Expert, যিনি SEO এবং Website Development নিয়ে কাজ করেন। ফাজারতে তিনি SEO এবং Technical সব বিষয়গুলো দেখে থাকেন, এবং টেকনোলজি, নতুন টেক নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরেন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *