আলুর দাম ৩৫ টাকা কেজি নির্ধারণ

আলুর দাম ৩৫ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সরকার। যে আলুর দাম ১০ টাকা কেজি থেকে বিশ টাকা কেজি এবং একাধারে বর্তমান সময়ে প্রায় ৬০ টাকা কেজি পর্যন্ত হয়ে গেছিল। এখন নিয়ন্ত্রণে এনে মাত্র 35 টাকা কেজি নির্ধারণ করে রাখা হয়েছে। এই আলুর বাজার সম্পর্কে জানব।

বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে। এর পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের সিন্ডিকেট। কোন না কোন ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে প্রত্যেক বছরে। ঠিক তেমনভাবে এবারও সিন্ডিকেট হয়েছে বেশ কয়েকটি দ্রব্যের উপর। সরকারকে নিয়ে নানা ধরনের উদ্যোগ এবং কটার ব্যবস্থাপনা নিলেও কাজ হচ্ছে না তাদেরকে আটকানোর ক্ষেত্রে।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনলেও বেশ কয়েকদিনের মধ্যে আবার অনিয়ন্ত্রণে চলে যায়। এইতো বেশ কিছুদিন আগে কাঁচা মরিচের কেজি হয়েছিল তাই ১০০০ টাকা। সেটি নিয়ন্ত্রণে এনে এখন মূল্য কমিয়ে দেয়া হয়েছে। কিন্তু আবার দেখা দিচ্ছেন নতুন একটি দ্রব্যের সমস্যা।

আলুর দাম ৩৫ টাকা কেজি নির্ধারণ

বেশ কয়েক মাস ধরে আলুর দাম ও নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। যদিও এই পণ্যটি আমাদের দেশে উৎপাদন হয় কিন্তু বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটেছিল। আলো তাই প্রত্যেকটি তরকারির সাথে এবং খাবারের সাথে রান্না করা যায়। আর এই খাবারের চাহিদা ক্রমশ দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দাম এত বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।

See: মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুনের ভয়াবহতা

তবে প্রকৃতপক্ষে আলোর সংকট দেখা দেয়নি। কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে এই অবস্থা তৈরি করা হয়েছে মার্কেটগুলোতে। প্রকৃতপক্ষে আমাদের দেশে কোন ধরনের এ সংকট দেখা দিচ্ছে না। যখন অসাধু ব্যবসায়ীরা আলোর মূল্য বাড়িয়ে প্রায় ৬০ টাকা কেজি পর্যন্ত করে দিয়েছে। তখন বাংলাদেশ সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। যাতে করে কোন ব্যবসায়ীরা অতিরিক্ত ‌মূল্যে আলু বিক্রি না করতে পারে। আলুর দাম ৩৫ টাকা কেজি নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই।

এরকম নিত্য প্রয়োজনেও দামদর সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। এখানে প্রতিদিনের বাজারদর যেমন চিনির দাম সোনার দাম ইত্যাদি বিষয়গুলো আপডেট দেওয়া হয়ে থাকে।

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *