Fazar News

Prime Bank Account: প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

Prime Bank Account: প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। আপনি ঘরে বসে প্রাইম ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন। কিভাবে প্রাইম ব্যাংকের একাউন্ট খোলতে হয় আজ আমারা দেখাব।

প্রাইম ব্যাংক একাউন্ট প্রকারভেদ

এখন আপনাকে দেখাবে কোন ধরনের একাউন্ট খেলবেন।? প্রাইম ব্যাাংকের দুই ধরনের একাউন্ট রয়েছে।

আপনি প্রাইম ব্যাংকের এই দুই ধরনের একাউন্ট থেকে যেকোন এক ধরনের একাউন্ট খেলতে পারেন। আমরা প্রাইম ব্যাংকের সেভিংস একাউন্ট কিভাবে খোলতে হয় এখানে দেখাব।

তারপর আপনার পারসোনাল ইনফরমেশন আসবে।
আপনি আপনার জতীয় পরিচয় পত্রের সাথে মিলিয়ে

তারপর আপনার পারসোনাল ইনফরমেশন আসবে
আপনি আপনার জতীয় পরিচয় পত্রের সাথে মিলিয়ে

তারপর আপনি সামনে এগুবেন। সামনে আপনার জন্য দুইটি আপশন আসবে।

১। বিজনেস।
২। প্রশাসন।

আপনি যেকোন একটি সিলিক্ট করবেন। তারপর আপনি কি কাজ করেন? অর্থাৎ আপনার পেশা দিতে হবে। তারপর সেইব এন্ড নেক্সটে ক্লিক করুন। তারপর আপনার বর্তমান এড্রেস দিন। সেইব এন্ত নেক্সটে ক্লিক করে একটি পেইজ আসবে সেটা যেমন আছে তেমন রেখে সামনে যাবেন।

More: NexusPay নেক্সাস পে সুবিধা কি

প্রাইম ব্যাংক নমোনি
প্রাইম ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে নমোনির প্রয়োজন হয়। তাই প্রাইম ব্যাংকে একাউন্ট খোলতে নমোনি সিলেক্ট করতে হয়।

পূর্বের পেইজ থেকে নেক্সট ক্লিক করলেই, নমোনি সিলেক্ট করতে বলবে।

এখন আপনাকে একটি সিগানেচার দিতে হবে। আপনি আপনার সিগনেচারের ছবি দিতে পারবেন। সেজন্য গ্যালারি থেকে উপলোড করতে পারবেন, পূর্বে যেভাবে আপনার ছবিও এনআইডির ছবি উপলোড করেছেন।

তারপর আপনার সব তথ্য দেখাবে। কোন ধরনের ভুল হলে যাচাই করে ঠিক করে নিবেন। তারপর নেক্সটে ক্লিক করলেই আপনার প্রাইম ব্যাংকে একাউন্ট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে প্রাইম ব্যাংকে থেকে কনফার্মেশন এসএমএস আসবে।

আশা করি প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বুঝবে পারবেন

প্রাইম ব্যাংক হেল্পলাইন

বাংলাদেশ এর অন্যান্য ব্যাংকে গুলোর একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করতে পারেন।

অন্যান্য প্রতিবেদন: বাংলাদেশের সেরা ১০টি ব্যাংক

Exit mobile version