রিয়েলমি জিটি নতুন Realme GT Neo 6 SE Specification
আবারো রিয়েলমি জিটি নতুন একটি মোবাইল নিয়ে হাজির হচ্ছে। আজকে আমরা জানবো Realme GT Neo 6 SE Specification সম্পর্কে। এই মোবাইলটিতে কি কি কনফিগারেশন দেওয়া হচ্ছে এবং কি কি আপডেট ফিচার দেওয়া হয় সে সকল বিষয় নিয়ে জানবো এই প্রতিবেদনে।
বর্তমানে এই মডেলটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে রিলিজ হওয়ার পূর্বেই। কেননা নির্দিষ্ট বাজেটের মধ্যে এরকম আপডেট ফিচারগুলো খুব কম মোবাইলেই দেওয়া হয়। যার কারণে এখন থেকেই প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে অনেক শপে। যারা এই মডেলটি কিনতে আগ্রহী অথবা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে বিস্তারিত তথ্য গুলো দেখে নিবেন। চলুন নিচে থেকে এই মোবাইলের বিস্তারিত তথ্য গুলো দেখে নেই।
Realme GT Neo 6 SE Specification
হার্ডওয়্যার পারফরমেন্স
মোবাইল কেনার পূর্বে অবশ্যই সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে হার্ডওয়ার পারফরম্যান্স। অর্থাৎ এখানে কত জিবি র্যাম দেওয়া হচ্ছে এবং কত জিবি রম এবং প্রসেসর দেওয়া হচ্ছে সে সকল বিষয়গুলো দেখতে হবে। কারণ একটি মোবাইলের মূল চালিকা শক্তি হচ্ছে এই সকল কনফিগারেশন।
- Qualcomm Snapdragon 7 Plus Gen 3
- Octa core
- 8 GB Ram
Camera
যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই ক্যামেরার দিক বিবেচনা করে কিনবেন। কত মেগাপিক্সেল ক্যামেরা তার পাশাপাশি দেখতে হবে কি কি কনফিগারেশন দেওয়া হচ্ছে সে বিষয়গুলো।
- Dual Camera Setup
- 50 MP Wide Angle Primary Camera
- 8 MP Ultra-Wide Angle Camera
- LED Flash
- 4k @30fps Video Recording
ব্যাটারি
এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 5500 mAh এর শক্তিশালী ব্যাটারি। যার মাধ্যমে দীর্ঘ সময় পর্যন্ত মোবাইল চালানো যাবে। এছাড়াও এখানে দেওয়া রয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইলটি দ্রুত চার্জ হবে।
Realme GT Neo 6 SE Price 25,000 Tk.
আরো অন্যান্য আপকামিং মোবাইল সম্পর্কে জানতে হলে আমাদের মোবাইল ক্যাটাগরি দেখুন।
অন্যান্য প্রতিবেদন: Samsung galaxy m55 Specification