Fazar News

RFL Web Do যেভাবে করবেন মোবাইলে?

RFL Web Do যেভাবে করবেন মোবাইলে

আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো RFL Web Do কিভাবে করবেন সে বিষয় সম্পর্কে। কারণ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা ঘরে বসে অথবা যে কোন জায়গায় একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার মাধ্যমে অর্ডার করতে পারবেন পণ্য।

তবে কিভাবে এ পণ্য অর্ডার করবেন তার পূর্বে আমরা জেনে নেব মূলত এর কাজ কি। যারা ডিলার রয়েছে তাদের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের প্রোডাক্টের। যারা rfl product পেতে ইচ্ছুক ডিলারশীপের জন্য তারা অবশ্যই আর এফ এল এর ওয়েবসাইটে গিয়ে পণ্য অর্ডার করতে হবে। আর তাকে বলা হয় DO. অনলাইনে এই ধরনের অর্ডার করাকে বলা হয় Web Do. আর কিভাবে করতে হয় অনেকেরই জানা থাকে না। যারা জানতে চান তারা অবশ্যই আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত পড়বেন এবং এখান থেকে নিয়ম দেখে নেবেন কিভাবে করতে হয়।

RFL Web Do অনলাইনে করার নিয়ম?

প্রথমে অবশ্যই আপনারা আরএফএল এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন অথবা সরাসরি এই লিঙ্কে ঢুকুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর অবশ্যই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর লগইন অপশন এ ক্লিক করে ঢুকতে হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া সম্ভব হবে যখন আপনি ডিলারশিপ নিবেন তখন আরএফএল কোম্পানি থেকে আপনার একাউন্ট খুলে দিবে তারাই আপনাকে এই দুটি বিষয় দিয়ে দিবে।

উপরের অপশনে প্রবেশ করার পর তার পরবর্তী পেজে আসবে বিভিন্ন ধরনের তথ্যগুলো। যদি আপনি আপনার ব্যালেন্স এবং অন্যান্য বিষয় দেখতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটের বাম দিকে ব্যালেন্স অপশন দেখতে পারবেন। সেখানে গিয়ে ডিলারের নাম ব্যালেন্স এবং অন্যান্য বিষয়গুলো দেখতে পারবে। যারা পণ্য কিনতে চান তাদেরকে অবশ্যই ট্রেড প্রোগ্রামের প্রবেশ করতে হবে। আর এই অপশনে প্রকাশ করে একজন ডিলার দেখতে পারবেন সকল পণ্যের তালিকা এবং মূল্য। তবে এর প্রোফাইলটি মূলত সাজানো হয়ে থাকে নিম্নোক্ত অনুসারে।

এখানে অর্ডার করার জন্য অবশ্যই পণ্যগুলো সিলেক্ট করতে হবে এবং অন্যান্য বিষয় নির্বাচন করে তারপর অ্যাক্টিভ করলেই পণ্য অর্ডার হয়ে যাবে। আপনারা যারা বিস্তারিত দেখতে চান তারা নিচের দেওয়া ভিডিও দেখতে পারেন।

আরোও পড়ুন: Walton Charger Fan Price

কেন RFL Web Do প্রয়োজন হয়?

যারা সেলসে রিপ্রেসেন্টেটিভ আছে তারা বিভিন্ন দোকান থেকে যখন প্রোডাক্ট অর্ডার করে দেয় তখন তাদের এই ডিও করার প্রয়োজন হয়। এছাড়াও ডিলাররা সরাসরি যখন কোম্পানি নিকট থেকে পণ্য নেয় তারাও এ পদ্ধতিতে করেন ডিও।

Exit mobile version