শাউমি ইলেকট্রিক Xiaomi SU7 Max Car স্পেসিফিকেশন, দাম ও দেখতে কেমন?

প্রতিবেদনে আজকে তুলে ধরা হচ্ছে Xiaomi SU7 Max সম্পর্কে। ২০২৪ সালের প্রথম দিক থেকে ধামাকা সকল ফিচার নিয়ে শাওমি ব্র্যান্ডের এই গাড়িটি । আসুন আমরা এই গাড়ির স্পেসিফিকেশন সম্পর্কে দেখে নেই এখন আমরা।

প্রতি সময় শাওমি ব্র্যান্ডের একটি গাড়ি প্রকাশিত হয়েছে। গাড়িতে রয়েছে দুর্দান্ত সকল ফিচার এবং ইঞ্জিন কোয়ালিটি। প্রথমে অনেক ভাল পারফরম্যান্স পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে হলে জানিয়েছেন উক্ত কোম্পানি। এছাড়াও কারী বিশেষজ্ঞরা ও বলেছে শাওমের এই নতুন ফিচারের গাড়িটি ২০২৪ সালে দারুন একটি উপহার দিতে চলেছে শাওমি ভক্তদের। আজকের এই প্রতিবেদনে আপনাদের এই ব্র্যান্ডের এবং এই গাড়ি ‌সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো তুলে ধরব।

শাওমির Xiaomi SU7 Max স্পেসিফিকেশন

এটি হচ্ছে এক ধরনের ইলেকট্রিক কার। প্রথম শাওমি এ ধরনের একটি গাড়ি রিলিজ করেছে। কয়েকদিন হল এই গাড়িটি অফিসিয়াল ভাবে প্রকাশিত করা হয়েছে। আর এখানে ব্যবহার করা হয়েছে সুপার ইলেকট্রিক মোটর টেকনোলজি। আর এই ব্র্যান্ড নতুন করে নাম লেখালো ইলেকট্রিক বিহেকেল মার্কেটে। এর মাধ্যমে প্রায় ৬৬৮ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ রয়েছে। এখানে রিচার্জিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে একবার চার্জ শেষ হলে পরবর্তী সময়ে আবার চার্জ দিয়ে গাড়ি চালনা করা যাবে। আর এখানে কোন ধরনের জ্বালানি ব্যবহার করতে হবে না এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব এটি। এই গাড়ির অন্যান্য ফিচার সম্পর্কে জেনে নেই।

  • Power RWD: 220 kW
  • Max speed: 210 km/h
  • Torque: 400 Nm
  • Acceleration: 5.3 sec 0 – 100 km/h
  • Capacity: 73.6 kWh total
  • Self driving: Autonomous driving system
  • Tech: Li-ion LFP battery (400V type)
  • Range: 668 km CLTC

আরোও দেখুন: Xiaomi SU7, SU7 Max Electric Cars: শাওমি নতুন ইলেকট্রিক গাড়ি গুলো দেখতে কেমন?

উপরে থেকে আপনারা জানলেন Xiaomi su7 max স্পেসিফিকেশন সম্পর্কে। আরো নতুন নতুন গাড়ি এবং অন্যান্য বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত পড়বেন।

পড়ুন: তুন বাজাজ ডিসকভার ১২৫ সিসি

Toyota Car Price‌ টয়োটা গাড়ির বর্তমান দামসহ বিস্তারিত

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version