১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ২০২৪
সুপ্রিয় ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রার্থী ভাই ও বোনেরা আমাদের foxbdnews এর মাধ্যমে আপনারা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি তথা যাবতীয় বিষয় পেতে পারেন। আজকের এই পোস্ট টিতে আমি ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি পর্ব ১ শুরু করলাম আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমে জানতে হবে নিবন্ধন পরীক্ষা কিভাবে নেওয়া কয়টি ধাপে পরীক্ষাটি শেষ হয় এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলাম।
বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা অত্যন্ত ভালো একটি পরীক্ষা জীবন সাজাতে অন্যতম সুযোগ হাজার হাজার শিক্ষিত বেকারত্ব দূর করতে সহায়ক ভূমিকা পালন করে আসছে এনটিআরসিএ।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি
প্রথমে আপনারা অনলাইনে টেলিটক এর মাধ্যমে আবেদন করবেন আবেদন করার পর আপনার আবেদন confirm হবে আপনার মোবাইল এ মেসেজ আসবে এবং আবেদন এর জন্য ৩৫০ টাকা ফি দিতে হবে।
- প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে
- তারপর লিখিত পরীক্ষা এবং তারপর ভাইভা পরীক্ষা হবে
- প্রিলিমিনারি পরীক্ষার জন্য ১০০ টি এমসিকিউ আসবে প্রতি উত্তরের জন্য ১ মার্ক থাকবে
বাংলা বিষয়ে প্রশ্ন থাকবে , ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন তারপর গনিত বিষয়ের উপর প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে এই চারটি বিষয়ের উপর প্রিলিমিনারি পরীক্ষা হবে। আজকের এই পোস্ট টিতে আমি বাংলাদেশ বিষয়াবলী নিয়ে লিখলাম যা সাধারণ জ্ঞান এর মধ্যে রয়েছে।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য ঔ
- দেশের ২৪ তম প্রধান বিচারপতি হলেন …………বিচারপতি ওবায়দুল হাসান।
- ‘ পাঙাল ‘ সম্প্রদায়ের মোট জনসংখ্যা ………..১০,৯৪৭ জন
- দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় চালু হয় ……. পঞ্চগড়
- কাজী পেয়ারার নামকরণ করা হয় কার নামানুসারে .. ড. কাজী বদরুদ্দোজামান
- দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের ক্ষণগণনা শুরু হবে কবে থেকে……… ১ নভেম্বর ২০২৩
- বরিশাল বিভাগের প্রথম ইপিজেড নির্মাণ করা হবে কোথায় …… পটুয়াখালীতে
- দেশে জাতীয় পর্যায়ের দিবস রয়েছে কতটি ……..২২ টি
- ‘ কপিরাইট বিল ২০২৩ ‘ অনুযায়ী কপিরাইটের মেয়াদ কত …. ৬০ বছর
- দেশে ঐতিহ্যগত পর্যায়ের দিবস রয়েছে কতটি …….৩৬ টি
খেলাধুলা বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
বিশ্ব কাপ ক্রিকেট ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ……..ভারত।
কয়টি দল বিশ্ব কাপ ক্রিকেট ২০২৩ এ অংশগ্ৰহন করেছিল …..১০ টি দল ।
সেমিফাইনালে কয়টি দল খেলবে …….৪ টি
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সেমিফাইনালে কোন কোন দেশ খেলবে …… চারটি দেশ হলো : সাউথ আফ্রিকা ,ভারত ,অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
ভারত এর সাথে খেলবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা এর সাথে খেলবে অষ্ট্রেলিয়া ।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি
- জার্মানি প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার অনুসারে ইতিহাসের সবচেয়ে ধনী ক্রীড়াবীদ কে ……. মাইকেল জর্ডান ( যুক্তরাষ্ট্র)
- US Open 2023 , পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন ….. পুরুষ নোভাক জোকোভিচ ( সার্বিয়া ও নারী কোকো গফ ( যুক্তরাষ্ট্র)
- UEFA বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার এর নাম কি …… পুরুষ আর্লিং হালান্ড এবং নারী আইতানা বোনমাতি
প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবহেলা না করে পড়বেন এই পোষ্ট টি তে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেয়া হয়েছে এছাড়াও আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আরো গুরুত্বপূর্ণ বিষয়াবলী যা প্রতিটি নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।