দিল্লি ক্যাপিটালস আইপিএল স্কোয়াড ২০২৪

এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আইপিএল স্কোয়াড ২০২৪। অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন সম্পর্কে। আসেন আমরা আজকের প্রতিবেদনে Delhi capitals IPL squad 2024 এ বিষয় সম্পর্কে জেনে নেই।

দশটি দলের মধ্যে অন্যতম একটি শক্তিশালী দল হচ্ছে দিল্লি ক্যাপিটাল। এখানে প্রতিবারের মতো এবারও গতকালকে নিলামে অংশগ্রহণ করেছিলেন। এখান থেকে দক্ষ সকল খেলোয়াড়দের কে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়েছেন। তালিকাটি দেখার আগে আমরা তাদের দল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। ক্যাপিটালস এর প্রধান কোচ হিসেবে রয়েছে রিকু পন্টিং। মূলত এটি দিলে তো অবস্থিত এবং সে অনুসারে নামকরণ করা হয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে ইতিমধ্যে বেশ কয়েকটিতে জয়লাভ করেছে এই শক্তিশালী দলটি। প্রতিবারের মতো এবারও আকর্ষণীয় দেশি-বিদেশি ক্রিকেটারদেরকে নিয়োগ দিয়েছেন। আসুন দেখে নেই তাদের তালিকাটি এখন।

দিল্লি ক্যাপিটালস আইপিএল স্কোয়াড ২০২৪

এখানে দুই পদ্ধতিতে খেলোয়ারদেরকে নেওয়া হচ্ছে মূলত। পূর্ব থেকে নির্ধারণ করে রাখা হয়েছে কিছু খেলোয়াড়। কিছু খেলোয়ারকে নিলামের মাধ্যমে ক্রয় করা হচ্ছে। তবে আমরা জানব সম্পর্কে। চূড়ান্তভাবে যে সকল খেলোয়াড়দেরকে নিবে এই দলটি তাদের তালিকা।

Delhi capitals IPL Squad 2024

  • ভিষেক পোরেল,
  • শাই হোপ,
  • স্বস্তিক চিকারা।
  • ঋষভ পান্ত,
  • পৃথ্বী শ,
  • অ্যানরিখ নরকিয়া,
  • অক্ষর প্যাটেল,
  • সৈয়দ খালিল আহমেদ,
  • ভিকি ওস্টওয়াল
  • ইয়াশ ধুল
  • ডেভিড ওয়ার্নার,
  • ইশান্ত শর্মা,
  • কুলদীপ যাদব,
  • ললিত যাদব,
  • লুঙ্গি এনগিদি,
  • মিচেল মার্শ,
  • মুকেশ কুমার,
  • প্রবীণ দুবে,
  • হ্যারি ব্রুক,
  • ঝাই রিচার্ডসন,
  • সুমিত কুমার,
  • ট্রিস্টিয়ান স্টাবস,
  • রিকি ভুঁই,
  • কুমার কুশারগা,
  • রাশিখ ধার,

আরোও দেখুন: মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল স্কোয়াড ২০২৪ Mumbai Indians

আরোও দেখুন: কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড আইপিএল ২০২৪

আমাদের আজকের খবরে আপনারা দেখতে পারলেন দিল্লি ক্যাপিটালস স্কোয়াড ২০২৪ সম্পর্কে। আরো অন্যান্য দলের তালিকা গুলো দেখতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট আইপিএল ক্যাটাগরি দেখবেন।

More: চেন্নাই সুপার কিংস স্কোয়াড

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *