মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল স্কোয়াড: Mumbai Indians IPL Squad 2024
এই খবরে আপনারা জানতে পারবেন মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড এবছরের আইপিএল (Mumbai Indians Ipl Squad) সম্পর্কে। গতকালকেই প্রকাশিত করেছে তাদের অফিসিয়াল ভাবে স্কোয়াড সম্পর্কে। দেখে নেই তাদের স্কোয়াডে কোন কোন খেলোয়া রয়েছে সে বিষয়টি সম্পর্কে।
ভারতের যে সকল দলগুলো অংশগ্রহণ করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। সম্প্রীতি সময়ে এর নিয়ে সবচেয়ে বেশি যে কথাটি উঠেছে সেটি হচ্ছে ক্যাপ্টেন্সি পরিবর্তনের। রোহিত শর্মাকে পাল্টে হার্দিক পান্ডেকে রাখা হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে। এমন বিষয়টি কনফার্ম করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের খেলোয়াড়দের তালিকায় কে কে থাকছে সে বিষয়টি তুলে ধরা হচ্ছে আজকের এই প্রতিবেদনে। তাহলে আমরা সেই তালিকাটি দেখে নেই এখন।
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড আইপিএল ২০২৪
এবারের এই দলের পক্ষ হয়ে খেলবে বিভিন্ন দেশে-বিদেশি ক্রিকেট তারকারা। এ দলটি সর্বমোট পাঁচবার আইপিএল জয়লাভ করেছে। মালিক হচ্ছে মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং নীতা আম্বানি। এখানে এবার রয়েছে রোহিত শর্মা হার্দিক পান্ডের সকল মত সকল দক্ষ খেলোয়াড়েরা।
Mumbai Indians IPL Squad 2024
- রোমারিও শেফার্ড
- রোহিত শর্মা,
- ডেওয়াল্ড ব্রেভিস,
- সূর্যকুমার যাদব,
- ইশান কিশান,
- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),
- আকাশ মাধওয়াল,
- জেসন বেহরেনডর্ফ,
- তিলক ভার্মা,
- টিম ডেভিড,
- জেরাল্ড কোয়েতজে,
- দিলশান মাদুশঙ্কা,
- শ্রেয়াস গোপাল,
- মোহাম্মদ নবি,
- বিষ্ণু বিনোদ,
- অর্জুন টেন্ডুলকার,
- স্যামস মুলানি,
- কুমার কার্তিকিয়া,
- পীযূষ চাওলা,
- নেহাল ওয়াধেরা,
- জসপ্রীত বুমরাহ,
- শিবালিক শর্মা
- নুয়ান থুসারা,
- নোমান ধীর,
- আনশুল কাম্বোস,
আরোও পড়ুন: কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড আইপিএল ২০২৪
আরোও পড়ুন: দিল্লি ক্যাপিটালস আইপিএল স্কোয়াড ২০২৪
আরোও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল স্কোয়াড ২০২৪
আশা করা যাচ্ছে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড সম্পর্কে জানতে পারলেন। আরো অন্যান্য স্কোয়াড সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকাটি পড়বেন।