সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড ২০২৪ | IPL Sunrisers Hyderabad Squad 2024
আমাদের পত্রিকায় ইতিমধ্যে বিভিন্ন আইপিএল দলের স্কোয়াড এর তালিকা ঘোষণা করা হয়েছে। ঠিক তেমনভাবে এখন তুলে ধরা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড ২০২৪ সম্পর্কে। আসুন আমরা তাহলে জেনে নেই Sunrisers Hyderabad Squad 2024 সম্পর্কে।
এই প্রিমিয়ার লিগটি হচ্ছে মূলত একটি ক্রিকেট প্রিমিয়ার লিগ। হায়দ্রাবাদ ভিত্তিক জনপ্রিয় হায়দারবাদসহ ভারত জুড়ে। প্রতিবার শুরু থেকেই আইপিএলে অংশগ্রহণ করে আসছে এই শক্তিশালী দল। দুর্দান্ত পারফরমেন্সের কারণে আন্তর্জাতিক পর্যায়ে প্রিমিয়ার লিগের সুনাম ছড়িয়ে এগিয়েছে। প্রতিবার এখানে দেশে এবং বিদেশী খেলোয়াড়দেরকে নেওয়া হয়ে থাকে। ঠিক তেমনভাবে এবারও নেয়া হয়েছে দেশে-বিদেশি সকল তারকাদের। গতকালকে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের নিলাম ২০২৪। আমরা দেখি এবার নিলামে কাদেরকে নেওয়া হয়েছে।
সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড ২০২৪
সানরাইজ হায়দ্রাবাদে এবার হয়েছে সকল দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের। যাদেরকে অনেক বেশি অর্থ দিয়ে টেনে নেওয়া হয়েছে নতুন করে। আবার অনেকে আছে যারা অনেক বছর ধরে এখানে রয়েছেন তারাও। আজকে আমরা এই সকল খেলোয়ারদের তালিকা দেখে নেব যারা নতুন এসেছে এবং পূর্বেও ছিলেন।
Sunrisers Hyderabad Squad 2024
- হেনরিখ ক্লাসেন,
- আব্দুল সামাদ,
- এইডেন মার্করাম,
- মায়াঙ্ক আগারওয়াল,
- রাহুল ত্রিপাঠি,
- গ্লেন ফিলিপস,
- আনমলপ্রীত সিং,
- শাহবাজ আহমেদ,
- অভিষেক শর্মা,
- মার্কো জেনসেন,
- উমরান মালিক
- সনভীর সিং,
- উপেন্দ্র সিং যাদব,
- নীতিশ কুমার রেড্ডি,
- ওয়াশিংটন সুন্দর,
- মায়াঙ্ক মার্কান্ডে,
- ভুবনেশ্বর কুমার,
- থাঙ্গারাসু নাটারাজন,
- ফজল হক ফারুকি
- জয়দেব উনাদকাট,
- ওয়ানিন্দু হাসারাঙ্গা,
- প্যাট কামিন্স,
- ট্রাভিস হেড,
- আকাশ সিং,
- আবিদন মুশতাক,
- নান্দ্রে বার্গার
- ঝাতাভেদ সুব্রীমানিয়েন,
পাঞ্জাব কিংস আইপিএল স্কোয়াড ২০২৪
প্রতিবেদনের মাধ্যমে আপনারা সানরাইজ হায়দ্রাবাদ স্কোয়াড সম্পর্কে জানবেন। আরো অন্যান্য দলের স্কোয়াড সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের পত্রিকার প্রতিবেদন গুলো পড়ে নিবেন।