KKR VS CSK, কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস লাইভ

আজকে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। আর এই খেলা অনুষ্ঠিত হবে ভারতের স্টেডিয়ামে। যে সকল দর্শকরা ‌Kalkata Vs Chennai Live দেখতে আগ্রহী তারা অবশ্যই এখান থেকে সরাসরি দেখে নিবেন।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড

আন্দ্রে রাসেল, ‌ মিচেল স্টার্ক এবং অন্যান্য বিদেশী ক্রিকেটার দিয়ে ভরপুর এই দলটি। যারা আজকের এই খেলাতে পারফরম্যান্স করবে। তাদের ছাড়াও আরো অন্যান্য খেলোয়াড় রয়েছে এখানে আসুন নিচে থেকে এই তালিকা দেখে নেই এখন।

  • সিমারজিৎ সিং,
  • শেখ রশিদ
  • আজিঙ্কা রাহানে,
  • শিভম দুবে,
  • মঈন আলী,
  • ডেভন কনওয়ে,
  • রুতুরাজ গায়কোয়াড়,
  • রবীন্দ্র জাদেজা,
  • মহেন্দ্র সিং ধোনি
  • দীপক চাহার,
  • মিচেল স্যান্টনার
  • তুষার দেশপান্ডে,
  • রাজবর্ধন হাঙ্গারগেকার,
  • অজয় মন্ডল,
  • মাহেশ থিকশানা,
  • মাথিশা পাথিরানা,
  • মুকেশ বরুণ,
  • নিশান্ত সিন্ধু,
  • প্রশান্ত সোলাঙ্কি,
  • মুস্তাফিজুর রহমান,
  • আভানিশ রাও
  • ড্যারিল মিচেল,
  • সামির রিজভী,
  • শার্দুল ঠাকুর,
  • মুকেশ চৌধুরি,
  • রাচিন রবীন্দ্র,

কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস লাইভ

মুখোমুখি হচ্ছে এক দিকে বলিউড বাদশার দল কলকাতা আর অন্যদিকে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাই সুপার কিংসের হয়েছে মুস্তাফিজুর রহমান। গত ম্যাচে তার অনুপস্থিতে থাকলেও আজকের ম্যাচে পারফরম্যান্স করবে তিনি এটা নিশ্চিত করা হয়েছে। আর আজকের এই খেলাটি যারা দেখতে আগ্রহী তারা এই প্রতিবেদন থেকে সরাসরি দেখে নিতে পারবেন। কেননা এই প্রতিবেদনে সরাসরি লাইভ ম্যাচ সম্প্রচার করা হচ্ছে। তাই দেরি না করে এখনই আপনারা এই মেসেজ দেখার জন্য অপেক্ষা করুন এবং নির্দিষ্ট সময়ের পর থেকে নিতে পারবেন।

KKR VS CSK Live

এছাড়াও অন্যান্য মাধ্যমে খেলা দেখতে পারবেন। যেমন টফি অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ রয়েছে। এছাড়াও একজন দর্শক খষ যদি অফিসিয়াল এপ এর মাধ্যমে খেলা দেখতে চান তাহলে অবশ্যই তাকে হটস্টার অ্যাপের মাধ্যমে খেলা দেখতে হবে। আর আমাদের ওয়েব সাইটে সম্পূর্ণ ফ্রিতে এখানে খেলা দেখার সুযোগ হয়েছে। তাই দেরি না করে আমাদের এখান থেকে খেলা উপভোগ করে নিন।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড

এ প্রতিবেদনে একজন পাঠক দেখলেন কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস লাইভ স্কোর। আরো অন্যান্য ম্যাচে লাইভ স্কোর গুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের পত্রিকার আই পি এল ক্যাটাগরি দেখবেন।

  • নীতিশ রানা,
  • হার্শিত রানা,
  • বৈভব অরোরা
  • বরুণ চক্রবর্তী।
  • রিঙ্কু সিং,
  • রহমানুল্লাহ গুরবাজ,
  • আঙ্কুর
  • চেতন সাকারিয়া,
  • গাস অ্যাটকিনসন,
  • শ্রেয়াস আইয়ার,
  • জেসন রয়,
  • সুনীল নারিন,
  • সুহাশ শর্মা,
  • অনুকুল রায়,
  • রাঘুবংশী,
  • রমনদীপ সিং,
  • শারফান রাদারফোর্ড,
  • আন্দ্রে রাসেল,
  • ভেঙ্কেটেস আইয়ার,
  • মিচেল স্টার্ক,
  • মানিষ পাণ্ডে,
  • মুজিব উর রহমান,
  • সাকিব হোসেন
  • কেএস ভরত,

অন্যান্য- MI vs DC Live

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *