বিশ্বকাপ ক্রিকেট সকল দেশের খেলোয়াড়দের তালিকা ২০২৩ | ICC Cricket World Cup 2023 All Cricket Team Squad

ক্রিকেট প্রেমিকদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে বিশ্বকাপ সকল দেশের খেলোয়াড়দের তালিকা সম্পর্কে। এই আর্টিকেলের মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারবেন ICC All Country Cricket Team. যারা সকল দেশের টিম স্কোয়াড সম্পর্কে জানতে আগ্রহী তারা আমাদের আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ে নিবেন।

৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে চাচ্ছে পৃথিবীর বিখ্যাত সবচেয়ে বড় ক্রিকেট আসর আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। এই আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ সারা বিশ্বের শক্তিশালী দশটি ক্রিকেট টিম। যারা একে অপরের বিপক্ষে অংশগ্রহণ করে চূড়ান্ত ফাইনাল নিশ্চিত করবে যে কোন একটি দল। বাংলাদেশের দল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং আরো কয়েকটি দেশের দল ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপ ক্রিকেট সকল দেশের খেলোয়াড়দের তালিকা

খেলা দেখার সময় অবশ্যই এ দলগুলো সম্পর্কে জানতে হবে এবং কোন দলে কে খেলছেন সে বিষয়টিও। কারণ টিকেট খেলার প্রত্যেকটা বলার এবং ব্যাটসম্যানদের নাম যেন উচিত। যাতে করে বুঝতে পারা যায় কে কাকে আউট করছে কার পারফরম্যান্স ভালো করছে। আসুন আমরা এখন এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেই।

বাংলাদেশের ক্রিকেট স্কোয়াড বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

এবারে বাংলাদেশ ক্রিকেট টিমে যারা অংশগ্রহণ করছে তাদের তালিকা নিচে দেওয়া হল। এই টিম সিলেকশন নিয়েছিল নানা ধরনের আলোচনা সমালোচনা। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নানা ধরনের আলোচনা শেষ হলেও কিন্তু তামিম ইকবালকে নিয়ে চলছিল নানা ধরনের তর্ক-বিতর্ক। অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছে এবং তামিমকে ছাড়াই দল ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে রওনা করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। দেখে নেই এবারের বাংলাদেশের পক্ষ হয়ে কোন কোন খেলার অংশগ্রহণ করবে।

  • সাকিব আল হাসান (অধিনায়ক),
  • শেখ মেহেদী হাসান,
  • তাসকিন আহমেদ
  • নাজমুল হোসেন শান্ত
  • লিটন দাস,
  • মোস্তাফিজুর রহমান,
  • হাসান মাহমুদ,
  • শরিফুল ইসলাম,
  • তানজিম হাসান সাকিব
  • তানজিদ হাসান তামিম,
  • তাওহিদ হৃদয়,
  • মুশফিকুর রহিম,
  • মাহমুদউল্লাহ রিয়াদ,
  • মেহেদী হাসান মিরাজ,
  • নাসুম আহমেদ,

ভারত ক্রিকেট স্কোয়াড বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

বিশ্বকাপ সকল দেশের খেলোয়াড়দের তালিকায় ভারতের অবস্থানও রয়েছে। এবারে মহেন্দ্র সিং ধোনি অংশগ্রহণ করতে পারছে না এবারের ওয়ানডে বিশ্বকাপে। কারণে পুরো ভারত মিস করবেন ভারতের ইতিহাসে সর্বোচ্চ দক্ষ ক্যাপ্টেনকে। তবে এখানে রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহিলির মত অভিজ্ঞ সম্পূর্ণ ক্রিকেট তারকারা। আমরা দেখি এবারের ভারতের পক্ষ থেকে কোন কোন খেলোয়াড়রা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে সেটি।

ICC All Country Cricket Team ( India )

  • রোহিত শর্মা (অধিনায়ক),
  • মোহাম্মদ সিরাজ,
  • মোহাম্মদ শামি,
  • শার্দুল ঠাকুর,
  • জাসপ্রিত বুমরাহ
  • লোকেশ রাহুল,
  • ইশান কিশান,
  • শুবমান গিল,
  • বিরাট কোহলি,
  • শ্রেয়াস আইয়ার,
  • সূর্যকুমার যাদব,
  • হার্দিক পান্ডিয়া
  • রবীন্দ্র জাদেজা,
  • কুলদীপ যাদব,
  • অক্ষর প্যাটেল,

অস্ট্রেলিয়া ক্রিকেট স্কোয়াড ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট

বর্তমানে অস্ট্রেলিয়া অন্যান্য দেশের মতো তাদের ক্রিকেট স্কোয়াড ঘোষণা করেছেন। আর এ ক্রিকেট স্কোয়াডে রয়েছে ব্যাটসম্যান এবং বলাররা। শুরু থেকে অস্ট্রেলিয়ারা খেলে আসছে দুর্দান্তভাবে এবং এদের খেলোয়া অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে। ধরতে গেলে ক্রিকেট বিশ্বকাপের শক্তিশালী একটি দল হচ্ছে অস্ট্রেলিয়া।এই টিমের সাথেও বাংলাদেশ খেলবে। এখন আমরা দেখি অস্ট্রেলিয়া ক্রিকেট টিপে ফুটবল খেলা রয়েছে এবারের ক্রিকেট বিশ্বকাপে।

( Australia ) ICC All Country Cricket Team

  • প্যাট কামিন্স (অধিনায়ক),
  • ডেভিড ওয়ার্নার,
  • অ্যাডাম জ্যাম্পা,
  • জশ হ্যাজেলউড,
  • মিচেল স্টার্ক
  • শন অ্যাবট
  • মিচেল মার্শ,
  • ট্রাভিস হেড,
  • স্টিভেন স্মিথ,
  • মার্কাস স্টয়নিস,
  • ক্যামেরন গ্রিন,
  • অ্যালেক্স ক্যারি,
  • জন ইংলিস,
  • গ্লেন ম্যাক্সওয়েল,
  • অ্যাশটন অ্যাগার,

ইংল্যান্ড ক্রিকেট স্কোয়াড বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট প্রাঙ্গনে অন্যতম একটি শক্তিশালী দল হচ্ছে ইংল্যান্ড। আর ক্রিকেটের জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডে। এ দল জন্মসূত্র থেকেই অনেক শক্তিশালী। বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করেছে। যারা এ দেশের হয়ে খেলবে তাদের তালিকা নিচে দেওয়া হচ্ছে এখন। কারণ আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি সকল দেশের খেলোয়াড়দের তালিকা। যা বাংলাদেশের সাধারণ জনগণ জানতে পারবে তাদের সম্পর্কে এবং বিভিন্ন বিষয়ে হেল্প পাবে।

  • জস বাটলার (অধিনায়ক),
  • বেন স্টোকস,
  • রিস টপলি,
  • লিয়াম লিভিংস্টোন,
  • ডাভিড মালান, .
  • ডেভিড উইলি,
  • মার্ক উড,
  • ক্রিস ওকস
  • মঈন আলী,
  • গাস অ্যাটকিনসন,
  • জনি বেয়ারস্টো,
  • স্যাম কারান,
  • আদিল রশিদ,
  • জো রুট,
  • হ্যারি ব্রুক,

নিউজিল্যান্ড ক্রিকেট স্কোয়াড ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেটের জগতে অন্যতম একটি শক্তিশালী দল হচ্ছে নিউজিল্যান্ড। বিগত বিশ্বকাপগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে নিউজিল্যান্ডের খেলা। এখানে রয়েছে শক্তিশালী ব্যাটসম্যান এবং ভয়ঙ্কর বলার। যাদের পারফরমেন্স দেখার মত হয় একটি। কিছুদিন আগে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হলো। এই দুটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বাহিনীরা। আসুন দেখি এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোন কোন খেলোয়াররা পারফরম্যান্স করবেন এই সকল দেশের খেলোয়াড়দের তালিকায়।

ICC All Country Cricket Team ( নিউজিল্যান্ড )

  • কেইন উইলিয়ামসন (অধিনায়ক),
  • ইশ সোধি,
  • টিম সাউদি,
  • উইল ইয়ং
  • ট্রেন্ট বোল্ট,
  • টম ল্যাথাম,
  • ড্যারিল মিচেল,
  • জিমি নিশাম,
  • মার্ক চাপম্যান,
  • ডেভন কনওয়ে,
  • লোকি ফার্গুসন,
  • ম্যাট হেনরি,
  • গ্লেন ফিলিপস,
  • রাচিন রবীন্দ্র,
  • মিচেল স্যান্টনার,

পাকিস্তান ক্রিকেট স্কোয়াড ক্রিকেট বিশ্বকাপ

দেশের পার্শ্ববর্তী দেশ আরেকটি হচ্ছে পাকিস্তান। সারা বিশ্বে পাকিস্তানকে যে নামে চেনে সেটি হচ্ছে শক্তিশালী ক্রিকেট টিম হিসাবে। এখানে রয়েছে বাবুর আজম, শাহীন আফ্রিদি এর মত শক্তিশালী খেলোয়াড়রা। দুর্দান্ত পারফরমেন্সের কারণে বরাবরই এগিয়ে থাকে পাকিস্তানি ক্রিকেট স্কোয়াড। গত বিশ্বকাপেও এদের পারফরম্যান্স ছিল দারুন।‌ বেশ কিছু অভিজ্ঞ ব্যাটসম্যানদের এবং বোলারদের হারাবেন এবারের পাকিস্তান ক্রিকেট টিম। কেননা অনেকেই অবসর নিয়েছেন ইতিমধ্যে। সকল দেশের খেলোয়াড়দের তালিকাসহ আসুন বিস্তারিত জেনে নেই এই টিম সম্পর্কে।

ICC All Country Cricket Team ( Pakistan )

  • বাবর আজম (অধিনায়ক),
  • মোহাম্মদ নওয়াজ,
  • শাহিন শাহ আফ্রিদি,
  • হারিস রউফ,
  • মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,
  • আবদুল্লাহ শফিক,
  • মোহাম্মদ রিজওয়ান,
  • সৌদ শাকিল,
  • ইফতিখার আহমেদ,
  • হাসান আলী
  • ফখর জামান,
  • ইমাম উল হক,
  • আগা সালমান,
  • শাদাব খান,
  • উসামা মীর,

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট স্কোয়াড ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

আমাদের আজকের এই আর্টিকেলে এখন আলোচনা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিমকে নিয়ে। এবারে তারা পারফরম্যান্স করবে ক্রিকেট বিশ্বকাপে। রয়েছে হাশিম আমলা সহ বিখ্যাত সকল ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা মানে ক্রিকেট বিশ্বে একটি আতঙ্কের নাম। অনেক দ্রুত বলাররাও হার মেনে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাছে। বারো সারা বিশ্ব দেখার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার হয়ে কোন কোন খেলোয়াড় খেলবেন। আমরা আপনাদেরকে জানাই এবারের দক্ষিণ আফ্রিকার স্কোয়াড সম্পর্কে।

Read Also: তামিমকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান

Pakistan ICC All Country Cricket Team

  • মার্কো ইয়ানসেন,
  • হেইনরিখ ক্লাসেন,
  • আন্দিল ফেলুকওয়ায়ো
  • টেম্বা বাভুমা (অধিনায়ক),
  • জেরাল্ড কোয়েটজি,
  • কুইন্টন ডি কক,
  • রেজা হেনড্রিকস, ,
  • কেশব মহারাজ,
  • লিজাড উইলিয়ামস,
  • কাগিসো রাবাদা,
  • তাবরাইজ শামসি,
  • এইডেন মার্করাম,
  • লুঙ্গি এনগিদি,
  • ডেভিড মিলার,
  • রাসি ফন ডার ডুসেন

আফগানিস্তান ক্রিকেট স্কোয়াড বিশ্বকাপ ক্রিকেট

রশিদ খানসহ বেশ কিছু দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে আফগানিস্তান ক্রিকেট টিমের। তাদের পারফরম্যান্স ভালো না হলেও এশিয়া কাপে, তারা প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের জন্য। ভালো পারফরমেন্সের মাধ্যমে এবারের বিশ্বকাপটি তারাই নিতে পারেন। তারা ইতিমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছেন। আমরা জানবো তার এই স্কোয়াডে কে কে আছেন এবং কারা কারা খেলবেন এবারের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের পক্ষ হয়ে। সকল দেশের খেলোয়াড়দের তালিকাসহ এটিও জানা দরকার।

  • হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক),
  • রহমানুল্লাহ গুরবাজ,
  • মুজিব উর রহমান,
  • নুর আহমেদ,
  • ফজলহক ফারুকি,
  • আব্দুল রহমান
  • নাভিন উল হক
  • ইব্রাহিম জাদরান,
  • রিয়াজ হাসান,
  • মোহাম্মদ নবি,
  • ইকরাম আলিখিল,
  • রহমত শাহ,
  • নাজিবুল্লাহ জাদরান,
  • আজমতুল্লাহ ওমরজাই,
  • রশিদ খান,

এই আর্টিকেলের মাধ্যমে আপনারা সকল দেশের খেলোয়াড়দের তালিকা সম্পর্কে আপনারা জানলেন। এরকম প্রতিদিন আরো অন্যান্য সকল খেলার খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। ওয়েবসাইটে নিয়মিত খেলার খবর গুলো সবার আগে আপডেট করে দেওয়া হয়ে থাকে ‌।

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *