ঢাকা মোহাম্মদ পুরের আগুন কেন ধরছিল?

সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় রাজধানীর মোহাম্মদপুরে আগুন নিয়ন্ত্রণে।

প্রিয় পাঠক নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন যে রাজধানীর ঢাকায় কেন এত ঘন ঘন আগুন লাগছে কারন কি এটাই সবার প্রশ্ন। আজ ও রাজধানীর ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লেগেছে এর ভয়াবহতা অনেক যদিও আগুন নিয়ন্ত্রণে আসছে কিন্তু পুড়ছে অনেক দোকান অনেক ব্যবসায়ী আজ অসহায় হয়ে পড়েছে কেন এর কারন কি ?

প্রায় ছয় ঘন্টার ভয়াবহ আগুন এর পর নিয়ন্ত্রণ এ আসছে আগুন ।

৩৪৩ টি দোকান এর মধ্যে প্রায় দুইশ এর উপরে দোকান পুড়ে গেছে।

মার্কেটে কোন ফায়ার ফাইটিং এর যন্ত্র ছিলনা। ফায়ার সার্ভিস এর তথ্য মতে আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে ও হতে পারে। পুড়ে গেছে প্রায় দোকান ব্যবসায়ীদের হা হা কার ।

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে।

উদ্ধারের তৎপরতায় রয়েছেন সেন নৌ বাহিনী ও বিজিপি।

প্রায় ছয় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে তবে পুরো নির্বাপন করতে একটু সময় লাগবে যেসব ব্যবসায়ীদের দোকান পুড়ে গেছে উনাদের তালিকা করা হচ্ছে। পরিশেষে আমারা এই শোকে শোকাবহ এবং আমাদের ও কামনা এভাবে যেন রাজধানীর ঢাকায় আর কোন আগুনের দাবানলের কারো স্বপ্ন যেন ছাই না হয়।

Shaheda Jannat

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি ফাজার নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ফাজার নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *