Huawei P80 Series স্মার্টফোন গুলোর দাম কত?
জনপ্রিয় China মোবাইল কোম্পানি Huawei এবছর লঞ্চ করবে তাদের তৈরি P সিরিজের সর্বশেষ মোবাইল Huawei P80 সিরিজ। তো জেনে নেয়া যাক এই অসাধারন মোবাইল ফোনটির সকল তথ্য!!!
Huawei P80 series বডি:
অসাধারণ এই মোবাইল ফোনটির বডি অর্থাৎ ফোনটির আকার বা সাইজ হবে চোখে পড়ার মতো।ফোনটির পিছনে ব্যবহার করা হবে গ্লাস। তাছাড়াও অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হবে ফোনটিতে। এর ওয়েইট বা ওজন
হবে 181g। ফোনটি তিনটি কালারে বাজারে পাওয়া যাবে, যথাক্রমে .BLACK (কালো) WHITE (সাদা) GOLD (সোনালী)
Huawei P80 series ডিসপ্লে :
ফোনটির ডিসপ্লে সাইজ হতে চলেছে 6.5 inch। এই ফোনটির ppi density 458 এবং screen resolution 1224×2700 pixels।
Huawei P80 series পারফরম্যন্স:
মোবাইলটি চিপসেটে ব্যবহার করা হবে ওয়েলকাম স্ন্যাপড্রাগন 8 gen 3।মোবাইলটির সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে ব্যবহার করা হবে Octa-core(1×3.13 GHz Cortex-A77 & 3×2.54 GHz Cortex-A77 & 4×2.05 GHz Cortex-A55)।
Huawei P80 Camera:
huawei P সিরিজের এই মোবাইলটিতে থাকবে এর আগের ভার্সনের মোবাইলের দিকে আরো বেশি ফিচার সংবলিত ক্যামেরা।এই মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা বা থাকবে ৩২ মেগাপিক্সেলের 2.4(wide) ক্যামেরা।
এই মোবাইলটির থাকবে ৫০ মেগাপিক্সেলের Ultra wide ক্যামেরা। ফোনটির ভিডিও রেকর্ডিং রেজোলিউশন ক্ষমতা হবে, 4K@30/60fps, 1080p@30/60fps, 1080p@960fps।
Huawei P80 ব্যাটারি ও নেটওয়ার্ক :
Huawei P80 series মোবাইলটির ব্যাটারি হবে 4500mAh ক্ষমতা সম্পন্ন।
তাছাড়া মোবাইল দিয়ে চার্জিং সিস্টেম হবে ইউএসবি টাইপ সি। মোবাইলটির নেটওয়ার্ক স্পিড হবে এইচ পি এ 42.2/5.76 Mbps LTE-A 5g। এর চার্জিং সিস্টেম হবে 100 watt fast charging।
Huawei P80 লঞ্চিং ডেট ও প্রাইস:
এ বছরের আগস্ট মাসের ৬ তারিখ মোবাইলটি বাংলাদেশে লঞ্চ হবে। বাংলাদেশি টাকা এর মূল্য ৮২,৮৯৯ টাকা হবে।আমাদের মতে এই মোবাইলটি huawei কোম্পানির বেস্ট একটি মোবাইল হতে চলেছে। যারা Huawei ব্র্যান্ডের মোবাইল কিনতে চান। তারা এই মোবাইলটি নিতে পারেন।