স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের, Samsung Galaxy S21 FE Specification

Jahid Hasan

আমরা আজকে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের Samsung Galaxy S21 FE নিয়ে হাজির হয়েছি। যারা এই মোবাইলের দাম, স্পেসিফিকেশন দেখতে আগ্রহী তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন।

মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশের বৃদ্ধি পেয়েছে প্রায় কয়েক গুণ পূর্বের তুলনায়। তার মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। কেননা এর মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজ করা সম্ভব এবং অন্যান্য কাজ করা যায় খুব দ্রুত। যারা ভারী কাজ করতে চাচ্ছেন এবং দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করতে চাচ্ছেন তারা আজকের এই মডেলটি দেখতে পারেন। কারণ বর্তমান প্রজন্মের যে মোবাইল গুলো রয়েছে তার মধ্যে অন্যতম মোবাইল হচ্ছে এটি।

Samsung Galaxy S21 FE 2023 Specification

একটি মোবাইল কেনার পূর্বে অবশ্যই ওই মোবাইলের স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্যগুলো জেনে নেওয়া দরকার। যদি এ বিষয়গুলো জানা থাকে তাহলে মোবাইল কিনে তিনি লাভবান হবেন এমন তার জন্য সঠিক মোবাইলটি নির্বাচন করতে পারবেন।

Battery, Internet & Others

একটি মোবাইল দীর্ঘ সময় চালানোর জন্য যে বিষয়টি প্রয়োজন হয় সেটি হচ্ছে চার্জিং ব্যাকআপ। অর্থাৎ ব্যাটারি পারফরম্যান্স যত ভালো হবে তত দীর্ঘ সময় পর্যন্ত একজন ব্যবহারকারী ব্যাকআপ পেয়ে যাবেন। এই মোবাইলে কি কি ব্যাটারি পারফরম্যান্স দেওয়া হচ্ছে এবং কি কি ইন্টারনেট সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাই তুলে ধরা হবে এখন।

  • Non-removable Li-Po
  • 4500 mAh
  • Fast charging
  • 4G Internet Speed

Camera Performance

বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এই সময় মানুষ ছবি তুলতে পছন্দ করেন এবং নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করতে চান। তার জন্য প্রয়োজন ভালো একটি ক্যামেরা। আমরা যে আজকে মোবাইলের মডেলটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বর্তমান সময়ের অন্যতম ক্যামেরা পারফরমেন্সের মোবাইল।

  • Main Camera Triple
  • 12 MP
  • 8 MP
  • 12 MP
  • Selfie 32 MP Camera

Hardware Performance

এখন Samsung Galaxy S21 FE মোবাইলের হার্ডওয়ার পারফরম্যান্স সম্পর্কে জানব। কারণ এই মোবাইলে ব্যবহার করা হয়েছে শক্তিশালী সকল হার্ডওয়ার গুলো। গেম খেলা থেকে শুরু করে যাবতীয় সকল কাজ করা যাবে এর মাধ্যমে। নিচে থেকে এই হার্টওয়ার পারফরমেন্স দেখে নেই।

  • Android 13
  • Qualcomm SM8350 Snapdragon 888 5G (5 nm)
  • Adreno 660
  • Internal – 128/256 GB
  • RAM 6/8 GB

আরো অন্যান্য মোবাইলের স্পেসিফিকেশন অফ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। আমাদের মোবাইল প্রাইস ক্যাটাগরিতে তুলে ধরা হয়ে থাকে সকল ধরনের মোবাইলের দাম অন্যান্য বিষয়গুলো।

অন্যান্য প্রতিবেদন- Symphony Innova 20 Specification

Share This Article