আপকামিং মোবাইল Infinix Note 40 Pro Specification
এখন আমরা আরেকটি আপকামিং মোবাইল নিয়ে আলোচনা করব। এবার থাকছে Infinix Note 40 Pro সম্পর্কে। যারা এই মোবাইলটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন এবং দেখে নিন মডেলটি সম্পর্কে।
বর্তমানে ইনফিনিক্স মোবাইলের চাহিদা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। কেননা ভালো মানের মোবাইল গুলো একদম কম দামে দিচ্ছে এই মোবাইল কোম্পানিটি। যারা কিনতে আগ্রহী তাদের অবশ্যই কেনার পূর্বে বেশ কয়েকটি স্পেসিফিকেশন দেখে তারপর কিনতে হবে। অর্থাৎ একটি মোবাইল কেনার পূর্বে যে সকল বিষয়গুলো ভেবেচিন্তে কিনতে হয় সকল বিষয়গুলোই পেয়ে যাবেন এই প্রতিবেদনে। আর আমরা সাজেশন দেবো কোন কোন বিষয়গুলো দেখলে আপনারা ভালো পারফরম্যান্স পাবেন একটি মোবাইলের সেই বিষয়টিও। চলুন তাহলে এখন আমরা সরাসরি চলে যাই মূল প্রসঙ্গে
Infinix Note 40 Pro Specification
এখন আমরা জানবো এই মোবাইলটি কেনার পূর্বে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয় এবং ওই বিষয়গুলোর কনফিগারেশন কেমন দিচ্ছে কোম্পানি। আসুন এখন আমরা তা দেখে নিই পরিষ্কারভাবে।
Hardware Performance
মূলত একটি মোবাইল কতটা স্মুথ ভাবে চালাতে পারবেন সেটা নির্ভর করে তার হার্ডওয়ার পারফরমেন্স উপর। হার্ডওয়ার পার্সোনাল গুলো যত ভালো হবে মোবাইলটি তত দ্রুত কাজ করবে এবং দীর্ঘ সময় পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে। এ মোবাইলে দেওয়া হচ্ছে নিচের কনফিগারেশনগুলো-
- MediaTek Helio G99 Ultimate
- Octa core (2.2 GHz, Dual Core + 2 GHz, Hexa Core)
- 8 GB RAM
Display Quality
মোবাইল কেনার পূর্বে ডিসপ্লে সম্পর্কে ভালোভাবে দেখে নিতে হবে। কেননা বিশেষ করে যারা গেমিং এবং গ্রাফিক্সের কাজ করবে তাদের এ বিষয়টি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- 6.78 inches (17.22 cm); AMOLED
- 1080×2436 px (FHD+)
- Gorilla Glass Protection
Camera
মোবাইল কেনার পূর্বে অবশ্যই ক্যামেরা সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিন্তু আগ্রহ পছন্দ করছেন তারা অবশ্যই ক্যামেরা দেখে নিবেন। মোবাইলে দেওয়া হচ্ছে নিচের কনফিগারেশন এর ক্যামেরা।
- 108 MP Wide Angle Primary Camera
- 2 MP Macro Camera
- 2 MP Depth Camera
Infinix Note 40 Pro Price In Bangladesh
এরকম আরো অন্যান্য মোবাইলের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে হলে আমাদের পত্রিকার আপডেট দেখুন। কেননা আমাদের পত্রিকায় দেওয়া হয়ে থাকে সকল ধরনের মোবাইলের স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্য।
More: GT 5 Pro Specification