১১ ক্যাটাগরিতে ১৬ জন পেল বাংলা একাডেমি পুরস্কার: Bangla academy award 2023

আজকে বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ দেওয়া হচ্ছে। এই পুরস্কারে কারা কারা মনোনীত হয়েছে এবং কতজন পুরস্কার পেয়েছেন, Bangla academy award 2023 সে বিষয় সম্পর্কেই তুলে ধরা হবে।

প্রতিবছর বাংলা একাডেমী পুরস্কার দেওয়া হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরিতে। বাংলা একাডেমি থেকে পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছর। এখানে সাহিত্য বিষয়ে সবচেয়ে বেশি পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরি থেকে। প্রতিবারের মতো ২০২৩ সালে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ২০২৩ সালে কারা কারা মনোনীত হয়েছে এবং পুরস্কার পাচ্ছেন সে বিষয়ে একটি তালিকা প্রকাশিত করা হয়েছে। গত ২৪ জানুয়ারি এর তালিকা প্রকাশ করা হয়েছে আমরা এখন সে তালিকায় দেখবে এবং কে কে পেয়েছেন সে বিষয়টি।

বাংলা একাডেমি পুরস্কার ২০২৩

এ বছর অর্থাৎ ২০২৩ সালে ১১ ক্যাটাগরিতে ১৬ জন পেল বাংলা একাডেমী পুরস্কার। যে 16 জন এই বাংলা একাডেমী পুরস্কার পেল এবং কোন ক্যাটেগরিতে পেয়েছে কি বিষয়ে সে সম্পর্কে নিচে দেওয়া হল।

  • প্রবন্ধ/গবেষণা: জুলফিকার মতিন
  • অনুবাদ: সালেহা চৌধুরী
  • কবিতা: শামীম আজাদ
  • কথাসাহিত্য: নূরুদ্দিন জাহাঙ্গীর, সালমা বাণী
  • নাটক ও নাট্যসাহিত্য (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র): মৃত্তিকা চাকমা, মাসুদ পথিক
  • শিশুসাহিত্য: তপংকর চক্রবর্তী
  • মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা: আফরোজা পারভীন, আসাদুজ্জামান আসাদ
  • আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্য: ইসহাক খান
  • ফোকলোর: তপন বাগচী, সুমনকুমার দাশ
  • বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা: সাইফুল্লাহ মাহমুদ দুলাল, মো. মজিবুর রহমান
  • বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান: ইনাম আল হক

আপনারা এই প্রতিবেদনে দেখলেন বাংলা একাডেমী পুরস্কার ২০২৩। এরকম আরো অন্যান্য সকল জাতীয় খবর পেতে হলে অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত পড়বেন। এখানে একুশে বইমেলা ২০২৪ এর উদ্বোধন করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় পুরস্কার প্রদান করা হবে।

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *