আজকে বাংলা কত সন ২০২৪, Today Bangla Year 2024

আমাদের এই প্রতিবেদনে এখনো উল্লেখ করা হয়েছে আজকে বাংলা কত সন সে বিষয় সম্পর্কে। কেননা আজকে হচ্ছে পহেলা বৈশাখের জন্য একটি গৌরবময় ঐতিহাসিক দিন। এ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো।

বাংলা ১২ মাসের নাম কি কি?

আজকে কত সন অথবা এ বছর কত সন চলতেছে সে বিষয়ে সম্পর্কে জানার পূর্বে আমরা জানবো এর বারো মাসের নাম। কেননা অনেকেরই এই বিষয়টি জানা থাকে না। আমাদের দেশে ইংরেজি মাসের বেশি ব্যবহার করা হয়ে থাকে যার কারণে ছোটদের এবং বয়স্কদের খেয়াল থাকে না তেমনটা। নতুন করে যাদের জানার প্রয়োজন রয়েছে তারা নিচে থেকে তা দেখে নিন।

  • বৈশাখ
  • জ্যৈষ্ঠ
  • আষাঢ়
  • শ্রাবণ
  • ভাদ্র
  • আশ্বিন
  • কার্তিক
  • অগ্রহায়ণ
  • পৌষ
  • মাঘ
  • ফালগুন এবং
  • চৈত্র

বিশেষ করে বাচ্চারা অথবা শিশুরা যারা এই বারো মাসের নাম জানেন না তারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে সনের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে মাসের নাম গুলো দেওয়া রয়েছে। যা শিখতে পারবেন।

আজকে বাংলা কত সন ২০২৪

গতকালকে ছিল ১৪৩০ বাংলা সন। অর্থাৎ গতকালকে ছিল ১৪৩০ সনের ত্রিশ চৈত্র। আর বাংলা বছরের সর্বশেষ মাস হচ্ছে এটি এবং সর্বশেষ দিন হচ্ছে এটি। আজকে সারা বাংলাদেশ জুড়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। গতকালকে পুরাতন বর্ষ চলে গেছে এবং নতুন বছর শুরু হয়েছে। কিন্তু এই নতুন বর্ষ কত সবচেয়ে বিষয় সম্পর্কে অনেকেরই জানা নেই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালতের সব জায়গায় ইংরেজি সালের ব্যবহার করা হয়। আর এই বিষয়টি অনেকের কাছে জানা থাকে না। চলুন নিচে থেকে এখন আমরা সেটা দেখে নেই।

মূলত আজকে বাংলা কত সন সেটি হচ্ছে ১৪৩১। অর্থাৎ বাংলা সালের ১৪৩১ সন আজকে। পহেলা বৈশাখের মাধ্যমে সারাদেশ জুড়ে অর্থাৎ সারা বাংলাদেশের মানুষসহ এই উৎসব উদযাপন করে এবং নতুন বছরকে বরণ করেন। আর এই বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় মেলা এবং অন্যান্য বিষয়ের আয়োজন করা হয়। আশা করি আপনারা এই প্রতিবেদন থেকে উক্ত বিষয় সম্পর্কে সব ধারণা পেয়েছেন। এরকম আরও আপডেট তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনারা আমাদের প্রতিটা বেশি বেশি করে পড়বেন।

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *