ফরচুন বরিশাল টিম স্কোয়াড ২০২৪

ফরচুন বরিশাল টিম স্কোয়াড এবং বরিশালের খেলোয়াড়ের তালিকা সম্পর্কে জানার জন্য আমাদের আর্টিকেলটি পড়ৈন। কারণ ঘোষণা করা হয়েছে চূড়ান্ত তালিকাটি অর্থাৎ কে কে খেলবে এবারের ফরচুন বরিশাল টিমে। আসুন তাহলে মূল প্রসঙ্গে চলে যাই এখন আমরা।

জমজমাট পূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাকে বলা হয়ে থাকে বিপিএল সংক্ষিপ্তে। প্রতিবছর এখানে দেশ-বিদেশের ক্রিকেট তারকারা অংশগ্রহণ করে থাকে। ঠিক তেমনভাবেও এখানে অংশগ্রহণ করেছে এবারও। প্রতি বছর অংশগ্রহণ করে বিপিএল এই টুর্নামেন্টে বরিশাল ফরচুন। ও এই দলে নেওয়া হয়েছে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন সকল খেলোয়ারদের। আমরা এই খেলোয়ারদের তালিকা সম্পর্কে জানবো এবং আরো জানবো কে এখানকার ক্যাপ্টেন।

ফরচুন বরিশাল টিম স্কোয়াড ২০২৪

এবারের অর্থাৎ বিপিএল ২০২৪ এ এখানে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে দক্ষ অপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। এছাড়াও তার সাথে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর মুশফিকুর রহিম সহ আরো দক্ষ সকল ব্যাটসম্যান এবং বোলাররা। শুধুমাত্র তাই নয় এখান থেকে রয়েছে শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, আব্বাস আফ্রিদি, মোঃ আমির সহ বিদেশি খেলোয়াররা। এখন আমরা ফরচুন বরিশাল স্কোয়াঢ সম্পর্কে জানব।

ফরচুন বরিশালের খেলোয়াড়ের তালিকা

  • রকিবুল হাসান
  • কামরুল ইসলাম রাব্বি
  • প্রীতম কুমার
  • তাইজুল ইসলাম
  • প্রান্তিক আনোয়ার
  • মোহাম্মদ সাইফুদ্দিন
  • সৌম্য সরকার
  • তামিম ইকবাল
  • মাহমুদুল্লাহ রিয়াদ
  • মেহেদী হাসান মিরাজ
  • খালেদ আহমেদ
  • মুশফিকুর রহিম
  • পাকার জামান (পাকিস্তান)
  • শোয়েব মালিক (পাকিস্তান)
  • দীনেশ চান্দিমাল (শ্রীলংকা)
  • স্টার্লিং (আয়ারল্যান্ড)
  • ইব্রাহিম জাড্রান (আফগানিস্তান)
  • ডোনাট ওয়েলাগ (শ্রীলংকা)
  • অনিক সাহারি (আয়ারল্যান্ড)
  • মোহাম্মদ আমির (পাকিস্তান)
  • আব্বাস আফ্রিদি (পাকিস্তান)

পরে আপনারা দেখলেন বিপিএল ফরচুন বরিশাল টিম স্কোয়াড সম্পর্কে। এ দলে আরও রয়েছেন ড্রাফট খেলোয়াড়। মোট ১৩ জন বিদেশি খেলোয়াড়দেরকে ক্রয় করা হয়েছে এখানে।

Read: কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কোন কোন খেলোয়াড় 

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *