গার্মেন্টস চাকরিজীবীদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা

গতকাল গার্মেন্টস নতুন বেতন কত সেটি ঘোষণা করা হয়েছে। শ্রম মন্ত্রণালয় থেকে মূলত এই ঘোষণা করা হয়েছে যার ন্যূনতম মজুরি এখন থেকে ১২৫০০ টাকা। বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে এবং কিভাবে হবে আর কবে হবে সে বিষয়ে সম্পর্কে আজকে তুলে ধরব।

এ বছরের শুরু থেকে গার্মেন্টস আন্দোলন শুরু হয়েছিল। যেমন প্রথম দিকে আন্দোলন খুব কম হলেও পরবর্তী সময়ে এ আন্দোলন কঠোর থেকে অনেক পর্যায়ে যায়। বিশেষ করে অক্টোবর মাসের শুরু থেকে এর তীব্রতা আরও বেড়ে যায়। আর শেষের আন্দোলনগুলো বেশ জোরালো হয় যার কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। এর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষে যুক্ত হয়েছিল শ্রমিকরা এবং পুলিশেরা। এমন পর্যায়ে পৌঁছেছিল যে আন্দোলনের মোট তিন থেকে চারজন শ্রমিক মারা যান। আহত হন পুলিশ সহ সাধারণ শ্রমিকরা।

গার্মেন্টস নতুন বেতন কত ঘোষণা করা হলো?

একদিকে আন্দোলনের সময় শ্রমিকপক্ষ গার্মেন্টস কোম্পানিগুলো ভাঙচুর করছে দাবি করে আসছে মালিকপক্ষরা। শ্রমিকদের অভিযোগ এ কথাটি সম্পূর্ণ মিথ্যা। মূলত মালিকপক্ষ তাদের লোক দিয়ে কোম্পানির ভাংচুর করে দোষ তাদের উপর দিচ্ছে। এ নিয়ে পাল্টা মন্তব্য করা নিয়ে চলছে প্রচুর সমালোচনা। অবশেষে গত তিন চার দিন আগে মোতায়েন করা হয়েছিল বিজিবি। প্রেক্ষাপটে আরো কঠোরতর হতে থাকে এই আন্দোলন। এই আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে পোশাক খাতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করেই নতুন এই স্কেল ঘোষণা করা হয়েছে। দাবি ছিল তাদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা। ২৩ হাজার টাকা করার দাবি করেছিলেন অনেকে।

বেগতিক গার্মেন্টস আন্দোলন অবস্থা

সকল দিক বিবেচনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে,‌ দাবি মেনে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম গার্মেন্টস মজুরি ঘোষণা করে দিয়েছে শ্রম মন্ত্রণালয়। কিন্তু শ্রমিক পক্ষ এটি মেনে নিয়েছে কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি। গার্মেন্টস নতুন বেতন কত ঘোষণা করার পর থেকেই অনেকের মনে চলছে আলোচনা আবার সমালোচনা। অনেকে বলতেছে ন্যূনতম মজুরি আরো বৃদ্ধি করা উচিত কারণ দৈনন্দিন জীবনের সকল দ্রব্যের দাম বৃদ্ধির কারণেই তাদের এ দাবি মূলত উঠে এসেছে।

তালেবান সরকারের নতুন চমক কি?

Jahid Hasan

আমি মোঃ জাহিদ হাসান। পেশায় একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ফাজার নিউজের শুরু থেকেই আমি এখানে কাজ করে যাচ্ছি সততার সঙ্গে। বাংলাদেশের সব ধরনের নিউজ কাভার করে থাকি, আগামী দিনগুলোতে আপনাদের সামনে সকল খবরগুলো সততা যাচাই করে উপস্থাপন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *