DC Vs KKR Live, দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ স্কোর
শুরু হতে যাচ্ছে আইপিএলের অন্যতম আরেকটি ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইড। আর আজকের এই ম্যাচে পারফরম্যান্স করবে Kalkata knight riders Vs Delhi Capitals এর খেলোয়াড়েরা। যারা এই খেলা দেখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই প্রতিবেদন থেকে সম্পূর্ণ খেলা সংক্রান্ত আপডেট তথ্যগুলো দেখে নিবেন।
দিল্লি ক্যাপিটাল স্কোয়াড ২০২৪
এবারের এ দলের রয়েছে শক্তিশালী পারফরমেন্সের বেশ কিছু খেলোয়াড়। যেমন রয়েছে ডেভিড ওয়ার্নার এর মত পারফরমেন্সের খেলোয়াড়েরা। আসুন নিচে থেকে আমরা এই পূর্ণাঙ্গ squad দেখে নেই।
- ভিষেক পোরেল,
- শাই হোপ,
- স্বস্তিক চিকারা
- হ্যারি ব্রুক,
- মিচেল মার্শ,
- মুকেশ কুমার,
- প্রবীণ দুবে,
- ট্রিস্টিয়ান স্টাবস,
- ঝাই রিচার্ডসন,
- সুমিত কুমার,
- ঋষভ পান্ত,
- পৃথ্বী শ,
- অ্যানরিখ নরকিয়া,
- অক্ষর প্যাটেল,
- সৈয়দ খালিল আহমেদ,
- ভিকি ওস্টওয়াল
- ইয়াশ ধুল
- ডেভিড ওয়ার্নার,
- ইশান্ত শর্মা,
- কুলদীপ যাদব,
- ললিত যাদব,
- লুঙ্গি এনগিদি,
- রিকি ভুঁই,
- কুমার কুশারগা,
- রাশিখ ধার,
দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ স্কোর
এই খেলাটি দেখানো হচ্ছে আমাদের পত্রিকা থেকে। অর্থাৎ আপনারা আজকের Dc Vs Kkr Live খেলা দেখতে পারবেন আমাদের এই ওয়েবসাইট থেকে সরাসরি। আপনারা প্রতিনিয়ত সকল আই পি এল গুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। অর্থাৎ যাবতীয় আইপিএলের খেলা গুলো সরাসরি সম্প্রচার করা হয় ফাজার নিউজে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই খেলার সকল স্কোর গুলো আপডেট দেওয়া হয়। আপনারা যদি প্রতিনিয়ত খেলাটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইট থেকে খেলা উপভোগ করতে পারেন।
Dc Vs Kkr Live
যদি আমরা দুইটি খেলার পারফরম্যান্স সম্পর্কে জানতে চাই তাহলে পরিসংখ্যানটা একটু ভিন্ন রকম। এ পর্যন্ত যতগুলো দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জয় লাভ করেছে কলকাতার নাইট রাইডার্স। কিন্তু আবার যদি হিসাব করা হয় ২০২৪ সালের আইপিএল এ কারা ভালো পারফরমেন্স করেছে সে বিষয়টি সম্পর্কে। তাহলে এখানে দেখা যায় দিল্লি ক্যাপিটালস তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে। আরে এবারের এই ম্যাচে জয়ের সম্ভাবনা রয়েছে তাদের অনেক বেশি। চলো তাহলে দেখা যাক আজকের এই ম্যাচে কে কেমন পারফরমেন্স করে সে বিষয়টি।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড ২০২৪
এখানে রয়েছে আইপিএলের সর্বোচ্চ দাম দিয়ে কেনা মিচেল স্টার্ক। এছাড়া রয়েছে আরো অন্যান্য দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়েরা। আসুন এখন আমরা এই তাদের তালিকাটি দেখে নেই নিচে থেকে।
- নীতিশ রানা,
- রিঙ্কু সিং,
- রহমানুল্লাহ গুরবাজ,
- আঙ্কুর
- চেতন সাকারিয়া,
- গাস অ্যাটকিনসন,
- শ্রেয়াস আইয়ার,
- জেসন রয়,
- হার্শিত রানা,
- বৈভব অরোরা
- বরুণ চক্রবর্তী।
- সুনীল নারিন,
- সুহাশ শর্মা,
- অনুকুল রায়,
- রাঘুবংশী,
- রমনদীপ সিং,
- শারফান রাদারফোর্ড,
- আন্দ্রে রাসেল,
- ভেঙ্কেটেস আইয়ার,
- মিচেল স্টার্ক,
- মানিষ পাণ্ডে,
- মুজিব উর রহমান,
- সাকিব হোসেন
- কেএস ভরত,
এই প্রতিবেদনে একজন পাঠক দেখলেন দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ স্কোর। এরকম আরো অন্যান্য ম্যাচের লাইভ খেলা দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের পত্রিকা পড়বেন নিয়মিতভাবে।
Dishing out the perfect flavour of the season with 𝙎𝙖𝙡𝙩 🤩
— KolkataKnightRiders (@KKRiders) April 2, 2024
Stats, profiles, and everything you want to know about all the players are at your fingertips.
DOWNLOAD the Knight Club Plus app NOW to know more. Link: https://t.co/l1BboS3WAP 📲 pic.twitter.com/n4t3mW581b
অন্যান্য প্রতিবেদন: RCB vs LSG ম্যাচে