সিলেটে নতুন বছরের থার্টি ফাস্ট নাইট করা যাবে না

এ বছর থার্টি ফাস্ট নাইট উদযাপনে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সিলেট জেলা প্রশাসন।  ৩০ ডিসেম্বর (শনিবার) জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে যে , এ বছর থার্টি ফাস্ট নাইটের রাতে অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পহেলা জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত আতশবাজি, পটকাবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ৫ ডিসেম্বরে অনুষ্ঠিত সভার ৫(গ) ধারা অনুসারে সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে এ আইন করা হয়। 

উল্লেখ্য যে,  আদেশ আমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

HM Mahfuj

HM Mahfuj ফাজার নিউজের প্রতিষ্ঠাতা। তিনি একজন পেশাদার SEO Expert, যিনি SEO এবং Website Development নিয়ে কাজ করেন। ফাজারতে তিনি SEO এবং Technical সব বিষয়গুলো দেখে থাকেন, এবং টেকনোলজি, নতুন টেক নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরেন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *