আজকের কুমিল্লা বনাম সিলেট লাইভ বিপিএল খেলা

Jahid Hasan

মাঠে আজকে অংশগ্রহণ করবে কুমিল্লা বনাম সিলেট লাইভ বিপিএল। এই শক্তিশালী দল একে অপরের বিপক্ষে পারফরম্যান্স করবে আজকে দুপুর ১.৩০ থেকে। যারা ‌Comilla Vs Sylhet খেলা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের প্রতিবেদন থেকে দেখে নেবেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড ২০২৪

এবারের সবচেয়ে শক্তিশালী এবং ভালো পারফরমেন্সের খেলোয়াড় রয়েছে কুমিল্লাতে। ইতিমধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং তার কারণেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে অবস্থান করছেন তারা।

  • জাকের আলী,
  • মাহিদুল ইসলাম,
  • আন্দ্রে রাসেল,
  • ইফতিখার আহমেদ,
  • জামান খান,
  • লিটন দাস,
  • মুশফিক হাসান,
  • তানভীর ইসলাম,
  • মোহাম্মদ রিজওয়ান,
  • মঈন আলী,
  • রিশাদ হোসেন,
  • মোস্তাফিজুর রহমান,
  • রশিদ খান
  • মৃত্যুঞ্জয় চৌধুরী,
  • সুনীল নারাইন,
  • খুশদিল শাহ,
  • জনসন চার্লস,
  • নুর আহমেদ,
  • এনামুল হক
  • ইমরুল কায়েস,
  • নাসিম শাহ,
  • ম্যাথু ওয়াল্টার ফোর্ড,
  • রাকিম কর্নওয়াল,
  • তাওহিদ হৃদয়,

কুমিল্লা বনাম সিলেট লাইভ বিপিএল খেলা

আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে। বিপিএল এর প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয় আমাদের এখানে স্কোরবোর্ডের মাধ্যমে। যখন খেলা অনুষ্ঠিত হবে একটা ৩০ মিনিট থেকে তখন আমাদের এখানে স্কোর বোর্ড চালু হবে‌। এখান থেকে একজন দর্শক সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন।

Comilla Vs Sylhet Live BPL

এছাড়াও সরাসরি টিভি চ্যানেলে খেলা দেখার জন্য আপনাদেরকে নজর রাখতে হবে গাজী টিভি এবং টি স্পোর্টস টিভি চ্যানেলে। এছাড়াও টি স্পোর্টস অ্যাপ এর মাধ্যমে সরাসরি লাইভ বিপিএল খেলা দেখার সুযোগ রয়েছে।

সিলেট সানরাইজার্স স্কোয়াড

মাশরাফি বিন মর্তুজাসহ সিলেটে রয়েছে দুর্দান্ত সকল পারফরম্যান্সের খেলোয়ারেরা। আসুন এখন আমরা দেখে নেই এই দলে কারা কারা পারফরম্যান্স করবে।

  • জাওয়াদ রোয়েন,
  • মাশরাফি বিন মুর্তজা,
  • জাকির হাসান,
  • শফিকুল ইসলাম,
  • নাঈম ইসলাম,
  • সালমান হোসেন
  • নাজমুল ইসলাম,
  • দুশান হেমন্ত,
  • রায়ান বার্ল,
  • বেন কাটিং,
  • রেজাউর রহমান,
  • আরিফুল হক,
  • তানজিম হাসান,
  • নাজমুল হোসেন,
  • হ্যারি টেক্টর
  • মোহাম্মদ মিঠুন,
  • ইয়াসির আলী,
  • রিচার্ড এনগারাভা,

আপনারা এই প্রতিবেদনে দেখলেন আজকের কুমিল্লা বনাম সিলেট লাইভ বিপিএল খেলা। এরকম আরো অন্যান্য ম্যাচগুলো অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত পড়বেন।

অন্যান্য প্রতিবেদন: ২০২৪ বিপিএল পয়েন্ট টেবিল

Share This Article