২০২৪ বিপিএল পয়েন্ট টেবিল
আজকে আমরা জানবো বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ সম্পর্কে। বিপিএল খেলায় ইতিমধ্যে জমে উঠেছে। আর এই খেলা দেখার আগ্রহ হচ্ছে সবার। তাহলে আজকে আমরা আমাদের এই প্রতিবেদন থেকে দেখে নেই।
বাংলাদেশের শুরু হয়ে গিয়েছে ক্রিকেট প্রিমিয়ার লিগ। আর এখানে অংশগ্রহণ করছে বিভিন্ন দলগুলো। নিচে আমরা এখন আপনাদের সুবিধার্থে তুলে ধরছি এবারের বিপিএলে অংশগ্রহণকারী সকল স্কোয়াড সম্পর্কে। তুলে ধরা হলো এবারের বিপিএলে অংশগ্রহণকারী সকল স্কোয়াড তালিকা।
- রংপুর রেঞ্জার্স
- খুলনা টাইগার্স
- বরিশাল কিংস
- সিলেট স্ট্রাইকার্স
- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- কুমিল্লা ভিক্টোরিয়াস
- ঢাকা ডমিনেটর
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪
জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে এবারের বিপিএল অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান সময় পর্যন্ত প্রায় প্রত্যেকটি দল আটটি করে ম্যাচ খেলেছে। বাকি ম্যাচগুলো খেলার যত প্রস্তুত রয়েছে সবগুলো দল। এবারের খেলা অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ণ পয়েন্ট টেবিলের ওপর। যে দল বেশি পয়েন্ট অর্জন করবে সে দল পরবর্তী ম্যাচ খেলতে পারবে অর্থাৎ পরবর্তী ধাপে যেতে পারবে এখন থেকে। অনুযায়ী আপনাদের জন্য আজকে আমরা এই পয়েন্ট টেবিল নিয়ে হাজির হয়েছি।
BPL Point Table 2024
TEAMS | P | W | L | D | PTS |
---|---|---|---|---|---|
RPR | 10 | 8 | 2 | 0 | 16 |
COV | 9 | 7 | 2 | 0 | 14 |
FBA | 10 | 6 | 4 | 0 | 12 |
KHT | 10 | 5 | 5 | 0 | 10 |
CCH | 11 | 6 | 5 | 0 | 12 |
SYL | 10 | 3 | 7 | 0 | 6 |
DRD | 12 | 1 | 11 | 0 | 2 |
আপনাদের সুবিধার্থে আমরা আপডেট বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ দিয়ে দিয়েছি। যদি আজকের বিপিএল খেলা সরাসরি লাইভ দেখতে চান তবে অবশ্যই আমাদের পত্রিকার আপডেটের সঙ্গে থাকবেন। পত্রিকায় সরাসরি লাইভ খেলা সম্প্রচার করা হয়ে থাকে।