ফুটবল চ্যাম্পিয়নস লীগ সময়সূচী ২০২৩ | Champions League Football Schedule
আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ ২০২৩/২৪। বেশ কয়েকদিন আগে থেকেই খেলা শুরু হয়ে গেছে। খেলাটির সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এইতো কয়েক সপ্তাহ আগে শেষ হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। তারমধ্যে শুরু হয়েছে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন ফুটবল লিগ। অংশগ্রহণ করছে প্রায় বৃষ্টির মতো শক্তিশালী ফুটবল দলগুলো। সারা পৃথিবী জুড়ে অনেকগুলো ফুটবল প্রিমিয়ার লিগ থাকলেও এখানে টপ ১৬ টির মতো দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তবে প্রত্যেকটি দলকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত গ্রুপ বি এর প্রায় পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। সারা খতম ম্যাচগুলো মিস করে ফেলেছেন এবং কি আর মিস করতে চান তারা অবশ্যই সময়সূচী দেখে নেবেন। সময়সূচি সম্পর্কে জেনে নেই।
চ্যাম্পিয়নস লীগ সময়সূচী ২০২৩
এখন আপনাদেরকে নিচে তুলে ধরা হচ্ছে এবারের এই ফুটবল প্রিমিয়ার লিগের সময় সম্পর্কে। কোন দল কখনো অংশগ্রহণ করবে সে বিষয়সহ যাবতীয় সফল তথ্যগুলো জানবেন নিচে। আপনারা নিচের লিংকে প্রবেশ করে সরাসরি দেখে নিবেন কবে কখন কোন দলে অংশগ্রহণ করবে। কারণ এই খেলাটি দীর্ঘ সময় পর্যন্ত চলমান থাকে যার কারণে শিডিউল অনেক লম্বা। এর নিচে অফিশিয়াল লিংক দেওয়া হচ্ছে সেখানে প্রবেশ করে সরাসরি তা দেখতে পারবেন।
UEFA Champions League Football Schedule Download
একটি খেলা দেখার পাশাপাশি তাদের জানা দরকার কোন দলে কোন খেলার অংশগ্রহণ করছে সে বিষয়ে সম্পর্কে। এই দলের তালিকা প্রকাশিত করব অর্থাৎ শক্তিশালী দল অংশগ্রহণ করছে কোনটি কোনটি।
চ্যাম্পিয়নস লীগ ২০২৩ দলের তালিকা
এখন আমরা জানবো কোন কোন দল অংশগ্রহণ করছে এবারের প্রিমিয়ার লিগে। আসুন তাহলে আমরা সেই বিষয় সম্পর্কে এখন জানি এবং তাদের তালিকা দেখে নেই।
- রিয়াল মাদ্রিদ,
- পিএসজি,
- চেলসি,
- ডর্টমুন্ড,
- বেনফিকা,
- ম্যানচেস্টার সিটি,
- নাপোলি,
- আরবিল্যাইপজিগ,
- ক্লাব ব্রুগ,
- বায়ার্ন মিউনিক,
- টটেনহাম,
- মিলান,
- পোর্তো,
- ইন্টার,
- আইনট্রাখট ফ্রাক্সফুর্ট,
- লিভারপুল,
এই ছিল আজকে আর্টিকেলের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ ফিফা চ্যাম্পিয়ন লীগ সময়সূচী। এরকম আরো অন্যান্য খেলার সময়সূচি এবং লাইভ স্কোর দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েব সাইট ডিলিট করবেন। এখানে নিয়মিত সকল স্কোর লাইভ দেখানো হয়ে থাকে।