আজকের ঢাকা বনাম রংপুর লাইভ বিপিএল খেলা দেখুন: Dhaka Vs Rangpur Live
আজকে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে শুরু হবে ঢাকা বনাম রংপুর বিপিএল লাইভ। আজকের বিপিএল খেলাটি সরাসরি উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ফজর নিউজের সঙ্গে থাকুন। কারণ এখান থেকেই সরাসরি সম্প্রচার করা হবে Dhaka Vs Rangpur Live.
দুর্দান্ত ঢাকা বিপিএল স্কোয়াড ২০২৪
এবারের বিপিএলে রয়েছে মেহরাব হোসেন, এলেক্স রস, তাসকিন আহমেদ সহ বেশ জনপ্রিয় ক্রিকেট তারকারা। যারা এই ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ইতিমধ্যে। দেখি আজকে কারা কারা মাঠে নামতে পারে তাদের তালিকাটি।
- আলাউদ্দিন বাবু,
- মোসাদ্দেক হোসেন,
- সাদিরা সামারাবিক্রমা,
- ইফরান শুক্কুর,
- চতুরঙ্গা ডি সিলভা,
- মেহরব হোসেন,
- শরীফুল ইসলাম,
- সায়েম আইয়ুব,
- তাসকিন আহমেদ,
- জসিমউদ্দিন
- আরাফাত সানি,
- মোহাম্মদ নাঈম,
- উসমান কাদির
- সাব্বির হোসেন,
- সাইফ হাসান,
- লাহিরু সামারাকুন,
ঢাকা বনাম রংপুর বিপিএল লাইভ স্কোর
আমাদের ওয়েব সাইটে সরাসরি সম্প্রচার করা হবে এই খেলাটি। যে সকল দর্শকরা টিভি চ্যানেল খেলা দেখতে পারবেন না তারা অবশ্যই এখান থেকে খেলা দেখে নেবেন। এখানে টিভি চ্যানেল এর মত লাইভ স্কোর দেখতে পারবেন প্রতিমুহূর্তে আপডেট অনুসারে। এছাড়াও দেখতে পারবেন টফি এবং টি স্পোর্টস অ্যাপেও।
আজকের মাঠে পারমেন্স করবে রংপুর এবং ঢাকা। প্রথম থেকে রংপুর সুবিধা না করতে পারলেও পয়েন্ট টেবিলের দিক থেকে বেশি এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে ঢাকা শক্তিশালী দল কুমিল্লাকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল। এরপর আর জয়ের মুখ দেখতে পারে ঢাকা টিম। তবে আজকের ম্যাচে জয়লাভ করতে পারবে কিনা সেটি দেখার জন্যই দর্শকরা বেশি আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকাতেই যার কারণে তারা নিজেদের মাঠে জয়লাভ করতে পারবেন কিনা সেটার জানার আগ্রহই বেশি তাদের ভক্তদের। তবে যাই হোক আজকের এই পারফরম্যান্স দেখার জন্য অবশ্যই আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকবেন।
রংপুর রেঞ্জার্স বিপিএল স্কোয়াড
এবারের বিপিএল এর পক্ষ হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে সাকিব আল হাসান, রাজা এবং অনলাইনে সকল ক্রিকেট তারকারা। আসলে এখন আমরা নিজের থেকে দেখে নেই কারা কারা পারফরম্যান্স করতে পারে আজকের এই খেলাতে।
- নুরুল হাসান সোহান,
- হাসান মাহমুদ,
- ফজলে রাব্বি,
- রিপন মণ্ডল,
- এহসানউল্লাহ,
- মাথিশা পাথিরানা,
- হাসান মুরাদ,
- বাবর আজম,
- শেখ মাহেদী হাসান,
- মিশেল রিপন,
- ইয়াসির মোহাম্মদ,
- সাকিব আল হাসান,
- ব্রেন্ডন কিং,
- আবু হায়দার,
- ওয়ানিন্দু হাসারাঙ্গা
- রনি তালুকদার,
- শামীম হোসেন,
- আশিকুজ্জামান
- আজমাতউল্লাহ ওমরজাই,
- নিকলাস পুরান,
আপনারা আজকের ঢাকা বনাম রংপুর লাইভ বিপিএল খেলা দেখুন এখান থেকেই। এইরকম আরো অন্যান্য খেলা সরাসরি দেখার জন্য অবশ্যই আমাদের বিপিএল ক্যাটাগরি দেখবেন।