আজকের খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স বিপিএল ম্যাচ: Sylhet Vs Khulna BPL
আজকের শুক্রবার দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত হবে খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স বিপিএল খেলা। সে যে সকল দর্শকরা Sylhet Vs Khulna BPL দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের প্রতিবেদন করবেন এবং সেখান থেকে দেখে নেবেন।
খুলনা টাইগারস বিপিএল স্কোয়াড ২০২৪
এবার বিপিএলের ম্যাচে খুলনা দুর্দান্ত করছে এবং তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। পয়েন্ট টেবিলের দিক থেকে তারা রয়েছে বেশ এগিয়ে। এই পারফরমেন্সের অন্যতম কারণ হচ্ছে তাদের ভালো ভালো খেলোয়াড়েরা। এখন আমরা নিচে থেকে তাদের খেলোয়াড়ের তালিকা দেখে নেই।
- পারভেজ হোসেন,.
- ধনাঞ্জয়া ডি সিলভা,
- শাই হোপ,
- নাসুম আহমেদ,
- মাহমুদুল হাসান,
- নাহিদুল ইসলাম,
- দাসুন শানাকা,
- হাবিবুর রহমান,
- এভিন লুইস,
- এনামুল হক,
- কাসুন রাজিতা,
- ফাহিম আশরাফ
- মুকিদুল ইসলাম,
- মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
- আকবর আলী,
- আফিফ হোসেন,
- রুবেল হোসেন,
- সুমন খান
খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স দেখুন
সরাসরি খেলা দেখতে চান তারা অবশ্যই আমাদের এখান থেকে লাইভ খেলা সরাসরি দেখতে পারবেন। এখানে খেলা দেখার জন্য আপনাকে কোন ধরনের ফি দিতে হবে না। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন এখানে একটি অটোমেটিক ভাবে স্কোরবোর্ড চালু হয়েছে। এখান থেকেই আপনারা সরাসরি লাইভ খেলা উপভোগ করতে পারবেন।
সিলেট সানরাইজার্স স্কোয়াড ২০২৪
সিলেটের দলে ভালো ভালো খেলোয়াড় থাকলো তেমন পাশ করতে পারছে না তারা এবারের বিপিএলে। অনেকটা পিছিয়ে রয়েছে তারা বিপিএলের পয়েন্ট টেবিল থেকে। দেখে নেই এবারে তাদের স্কোয়াড সম্পর্কে।
- দুশান হেমন্ত,
- রায়ান বার্ল,
- বেন কাটিং,
- জাওয়াদ রোয়েন,
- মাশরাফি বিন মুর্তজা,
- জাকির হাসান,
- শফিকুল ইসলাম,
- নাঈম ইসলাম,
- তানজিম হাসান,
- নাজমুল হোসেন,
- হ্যারি টেক্টর
- মোহাম্মদ মিঠুন,
- ইয়াসির আলী,
- রিচার্ড এনগারাভা,
- সালমান হোসেন
- নাজমুল ইসলাম,
- রেজাউর রহমান,
- আরিফুল হক,
প্রতিবেদনে আপনারা দেখলেন আজকের খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স বিপিএল ম্যাচ। এরকম যারা আরো অন্যান্য খেলার লাইভ দেখতে চান তারা অবশ্যই আমাদের বিপিএল ক্যাটাগরি দেখবেন।