Kalki 2898 AD রিলিজ কবে হবে? প্রভাস ও দীপিকার ৬০০ কোটি রুপির প্রথম মুভি
এখন এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে বলিউডের আপকামিং মুভি Kalki 2898 AD সম্পর্কে। কবে রিলিজ পাবে এবং কে কে অভিনয় করছে সে বিষয় সম্পর্কে সহ পুরো তথ্যগুলো এটিতে উপস্থাপন করা হচ্ছে।
২০২৩ সালে পুরো ভারতে বিভিন্ন ধরনের মুভি রিলিজ হলেও সর্বশেষে ধামাকা সকল মুভি গুলো রিলিজ হয়েছে। সেখানে ছিল এনিমেল, ডানকি এবং সালারসহ বেশ কিছু মুভি। এগুলো বক্স অফিসে প্রচুর কালেকশন করেছে। তবে বছরের শেষ দিকে সবচেয়ে বেশি ইনকাম করেছে সালার। ২০২৪ সালের প্রথম দিকে দুর্দান্তভাবে বক্স অফিস কালেকশন হয়েছে তাদের। আর এবারের বক্স অফিস কালেকশনে তাদের মোট আয় হয়েছে প্রায় 700 কোটি রুপির উপরে। তবে আজকে আমরা অমিতাভ বচ্চন এবং অন্যান্য সকল তারকাদের ২০২৪ সালের রিলিজ পাওয়া মুভি সম্পর্কে আলোচনা করব।
Kalki 2898 AD রিলিজ ডেট কবে?
বলিউডের অন্যতম সুপারস্টার এবং জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছে অমিতাভ বচ্চন। তিনি মূলত চার যুগের অধিক সময় ধরে বলিউডে অভিনয় করে আসছেন। আর তার জনপ্রিয়তা অনেক বেশি। তারই অভিনীত এই মুভিটি মুক্তি পেতে যাচ্ছে সম্প্রীতি সময়ে যার নাম দেওয়া হয়েছে কালকি। আগামী ১২ই জানুয়ারি মুক্তি পাবে এই মুভিটি। আর মাত্র চার দিন। বলিউড ভক্তদের কাছে ২০২৪ সালের সেরা মুভি হবে বলে জানিয়েছেন অনেকেই। এখানে রয়েছে দীপিকা পাডুকোন সহ অন্যান্য চরিত্রের সকল অভিনেতা অভিনেত্রীরা। আসুন দেখি এখানে মূল চরিত্রে অভিনয় করছেন যারা:
- অমিতাভ বচ্চন
- কল্কি চরিত্রে প্রভাস
- দীপিকা পাড়ুকোন
- পুশুপথি
- শাশ্বত চট্টোপাধ্যায়
- দিশা পাটানি
- কলি রাক্ষস চরিত্রে কমল হাসান
- রাজ চরিত্রে ফ্লোরিকজ
Kalki 2898 AD মুভি নিয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন
আপনারা এখানে দেখলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তার মুভি ইতিমধ্যে চলমান হয়েছে বিভিন্ন হল গুলোতে এবং দুর্দান্ত হিট হয়েছে। যে সকল দর্শকরা আপকামিং মুভি Kalki 2898 AD দেখতে চাচ্ছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময় আমাদের বিনোদন ক্যাটাগরি খবর থেকে এর সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন।
আরো দেখুন: ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ফাইটার