আজকে বরিশাল বনাম চট্টগ্রাম লাইভ বিপিএল
আজকে বেলা ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে বরিশাল বানান চট্টগ্রাম লাইভ বিপিএল খেলা। যারা এই বিপিএল খেলা সরাসরি দেখতে উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই পত্রিকা থেকে লাইভ দেখে নেবেন।
ফরচুন বরিশাল ক্রিকেট স্কোয়াড ২০২৪
প্রতিবারের এই ফরচুন বরিশালে রয়েছে দুর্দান্ত সকল খেলোয়াড়েরা। এখানে দেখা যাবে শক্তিশালী অপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সহ দুর্দান্ত সকল বাংলাদেশী খেলোয়াড়েরা। এছাড়াও থাকবে বিদেশি সকল দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়েরা।
- মাহমুদউল্লাহ,
- মোহাম্মদ সাইফউদ্দিন,
- আব্বাস আফ্রিদি,
- দুনিত ভেল্লালাগে
- দিনেশ চান্ডিমাল
- তামিম ইকবাল,
- প্রান্তিক নওরোজ,
- তাইজুল ইসলাম,
- প্রিতম কুমার,
- মেহেদী হাসান মিরাজ,
- ইয়ানিক ক্যারিয়াহ,
- কামরুল ইসলাম,
- খালেদ আহমেদ,
- পল স্টার্লিং,
- মুশফিকুর রহিম,
- রকিবুল হাসান,
- ফখর জামান,
- মোহাম্মদ আমির,
- ইব্রাহিম জাদরান,
- সৌম্য সরকার,
- শোয়েব মালিক,
বরিশাল বনাম চট্টগ্রাম লাইভ বিপিএল
বিপিএল খেলা আজকে থেকে জমে উঠেছে আরো দুর্দান্তভাবে। আজকের এই পর্ব থেকে বাছাই করা হবে আগামী সেমিফাইনাল কোন কোন দল অংশগ্রহণ করবে সে বিষয়টি। সেমিফাইনালে কোন কোন ম্যাচ অংশগ্রহণ করবে তা বাছাই করা হবে এই ম্যাচ থেকে। বাঁচা মরার এই লড়াই চট্টগ্রামের থেকে এগিয়ে রয়েছে বরিশাল। চট্টগ্রাম যদি দুর্দান্ত পারফরমেন্স করতে পারে এবং বেশি পয়েন্ট অর্জন করতে পারে তাহলে অবশ্যই তারা সেমিফাইনালে খেলতে পারবেন।
চট্টগ্রাম বিপিএল স্কোয়াড ২০২৪
- শুভাগত হোম,
- নাজিবউল্লাহ জাদরান,
- বিলাল খান,
- শাহাদাত হোসেন,
- জিয়াউর রহমান,
- মোহাম্মদ হাসনাইন,
- স্টিভ এসকিনাজি
- তানজিদ হাসান তামিম,
- নিহাদউজ্জামান,
- শহীদুল ইসলাম,
- মোহাম্মদ হারিস,
- সালাউদ্দিন শাকিল
- ইমরানুজ্জামান,
- কার্টিস ক্যাম্ফার,
- আল আমিন হোসেন,
- সৈকত আলী,
প্রতিবেদনে আপনারা দেখলেন বরিশাল বনাম চট্টগ্রাম আজকের বিপিএল লাইভ খেলা। বিকেলের ম্যাচটি দেখতে হলে অবশ্যই আমাদের নিচের দেওয়া লিংকে প্রবেশ করবেন এবং সেখান থেকে সরাসরি লাইভ দেখে নেবেন।
অন্যান্য প্রতিবেদন: কুমিল্লা বনাম বরিশাল লাইভ বিপিএল খেলা