সিলেটের গ্যাস্ট্রোলিভার ডাক্তারের তালিকা | Gastroliver Specialist Doctors in Sylhet 2024

Jahid Hasan

আপনারা অনেকে সিলেটের গ্যাস্ট্রোলিভার ডাক্তারের তালিকা জানতে চাচ্ছেন তাও আবার ফোন নম্বর সহ। আজকের এই আর্টিকেলে তাদের নাম্বার এবং তালিকাটি সরাসরি তুলে ধরবো। যাতে করে খুব সহজেই আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বর্তমানে লিভার জনিত এবং গ্যাস্ট্রিক জনিত সমস্যা অনেক রয়েছে যার কারণে ডাক্তার দেখানোর প্রয়োজন হয়। তবে ছোটখাটো সমস্যা হলে সে ক্ষেত্রে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে নিলে হয়। এর পরিমাণ যদি অতিরিক্ত বৃদ্ধি পায় সে ক্ষেত্রে শরীরের জন্য অনেক ক্ষতি হয়ে থাকে। একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের সহযোগিতা নিয়েই চিকিৎসা নিতে হয়‌। অন্যান্য অঞ্চলের মতো সিলেটের মানুষ জন এ সমস্যায় প্রচুর ভোগে। আর তারা খুঁজে থাকেন সিলেটের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার এবং অন্যান্য ডাক্তারের তালিকা গুলো। এখন সময় হচ্ছে অনলাইন যুগ আর এ যুগে ঘরে বসে ডাক্তারদের নাম এবং নাম্বারের তালিকা খুঁজে পাওয়া সম্ভব হয়। আপনি যদি সিলেটের মধ্যে এই ডাক্তারের তালিকা খুঁজতে চান তাহলে আপনার জন্য এয়ার টিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিলেটের গ্যাস্ট্রোলিভার ডাক্তারের তালিকা

আপনাদের জন্য আমরা নিচে এই ডাক্তারদের তালিকা নিয়ে হাজির হয়েছি। যেকোনো সময় যে কোন জায়গায় বসে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা তাদের নিকট সিরিয়াল দিতে পারেন।

Gastroliver Specialist Doctors in Sylhet

  • ডা: মধুসূদন সাহা — পপুলার মেডিকেল সেন্টার কাজলশাহ, সিলেট — ০১৯২০১৩৪২৪৫
  • ডাঃ কে. এম. আখতারুজ্জামান — মাউন্ট এডোরা হসপিটাল — ০১৭১৪০০০৭৭০
  • ডা: শিশির চক্রবতী — বাবুল ড্রাগ হাউস,ষ্টেডিয়াম — ০১৭১৯৩৭৪০৮৭
  • ডা: মৃনাল কান্তি দাশ — মেডিএইড ডায়াগনস্টিক সেন্টার, কাজলশাহ, সিলেট — ০১৭৭৮৮৮২৩৪৪
  • ডাঃ ইকবাল আহমদ — চৌধুরী ইবনে সিনা হসপিটাল লিমিটেড, সোবহানীঘাট — ০১৭১৩-৩০১৫২৩
  • ডা: মো: হেজবুল্লাহ জীবন — পুলার মেডিকেল সেন্টার কাজলশাহ — ০১৭১৪-৭২৬৪২৮
  • ডা: সৈয়দ আলমগীর সাফওয়াত — ইবনে সিনা হাসপাতাল, সোবাহানীঘাট — ০১৭১৩৩০১৫২৩
  • ডা: অলিউর রহমান — ইবনে সিনা হাসপাতাল সোবাহানীঘাট, সিলেট — ০১৭১৩৩০১৫২৩
  • ডাঃ গৌতম কুমার রায় — নূরজাহান হসপিটাল, দরগা গেইট, সিলেট — ০১৭১২৯৩২০৬২
  • ডাঃ মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী — ০১৭১৩-৩০১৫২৩

শিশু বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা

উপরে যে সিলেটের গ্যাস্ট্রোলিভার ডাক্তারের তালিকা দেওয়া রয়েছে মূলত এটি প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। কারণ অনেক ডাক্তার ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যান এবং নতুন ডাক্তার আসেন। এ বিষয়টিও আপনারা দয়া করে খেয়াল রাখবেন তবে আমরা আপডেটের মাধ্যমে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব।

Share This Article