রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া
মুসলমান ভাই ও বোনেদের জন্য রয়েছে আজকে রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া। কারণ একজন রোজাদারের অবশ্যই এই বিষয়গুলো জানা দরকারি। একই সঙ্গে তাদের এগুলো পালন করতে হবে এবং যথা নিয়মে রোজা করতে হবে।
রমজানের রোজার নিয়ত আরবিতে
একজন মুসলমানকে অবশ্যই রমজানের রোজা পালন করতে হয়। আর এই রোজা পালনের জন্য অবশ্য ই প্রথমে তাকে সেহরি গ্রহণ করতে হবে। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই এই সেহেরী খাওয়া শেষ করতে হবে। সেহেরী খাওয়ার শেষ হয়ে গেলে অবশ্যই আল্লাহ তা’আলা নিকট দোয়া করতে হবে। যাকে বলা হয় রোজার নিয়ত। নিচে এই রোজার নিয়ত দেওয়া হল।
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া
ইফতারের দোয়া
নির্দিষ্ট সময়ে যেমন সেহরি খেতে হবে ঠিক কেমন ভাবে নির্দিষ্ট সময়ের পর ইফতার গ্রহণ করতে হবে। আর যদি কেউ এই নির্দিষ্ট সময়ের আগে ইফতার গ্রহণ করে তাহলে তার রোজা পালন হবে না। তবে ভুলবশত খেলে তার কোন ক্ষতি হবে না।
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এই প্রতিবেদনে আপনারা দেখছেন রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া। রমজান সংক্রান্ত আরো আপডেট খবর পেতে হলে অবশ্যই ফাজার পত্রিকা পড়বেন আপনারা।
অন্যান্য প্রতিবেদন: গাজীপুর জেলার রমজানের ক্যালেন্ডার ২০২৪