রমজানে রোজা ভঙ্গের কারণ সমূহ

Jahid Hasan

বর্তমানে শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান। আর এই রমজান উপলক্ষে অনেকেই জানতে চাচ্ছেন রোজা ভঙ্গের কারণসমূহ সম্পর্কে। আমাদের এই প্রতিবেদনে তুলে ধরা হবে সে বিষয় সম্পর্কে সকল তথ্যগুলো।

প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করে দেয়া হয়েছে ৩০ টি রোজা। তবে অনেক সময় ২৯ টি রোজা পালন করতে হয় সেই ক্ষেত্রে ২৯ টি ফরজ রয়েছে মুসলমানের উপর। রোজা পালনের জন্য রোজাদারকে বেশ কিছু নিয়ম কারণ মেনে চলতে হয়। যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে সেহেরী গ্রহণ আবার নির্দিষ্ট সময়ের মধ্যে ইফতার গ্রহণ করতে হবে এই বিষয়টি। এছাড়াও আরো বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। তবে আবার এমন কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যেগুলো এর বিপরীতে চলে গেলে রোজা ভেঙে যায়। চলুন এখন আমরা এই রোজা ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করি।

রমজানে রোজা ভঙ্গের কারণ সমূহ

  • ইচ্ছাকৃত বমি করা
  • বমির বেশির ভাগ মুখে আসার পর তা গিলে ফেলা
  • মেয়েদের অথবা মহিলাদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব
  • ইসলাম‌ ধর্ম ত্যাগ করলে
  • জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে
  • অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা খেয়ে ফেললে
  • শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন দিলে
  • প্রস্রাব অথবা পায়খানার রাস্তা দিয়ে ওষুধ / অন্য কিছু শরীরে প্রবেশ করালে
  • রোজাদারকে জোর করে খাওয়ানো হলে।
  • ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে
  • মুখ ভরে বমি করলে
  • ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে কিছু খেলে
  • বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে
  • কান, নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে

অন্যান্য প্রতিবেদন: তারাবির নামাজের নিয়ম

Share This Article