লখনউ সুপার জায়ান্টস আইপিএল স্কোয়াড: Lucknow Super Giants IPL Squad 2024
প্রতিবেদনটিতে আপনারা জানতে পারছেন লখনউ সুপার জায়ান্টস আইপিএল স্কোয়াড সম্পর্কে। অর্থাৎ এই দলে লোকেশ রাহুল অধিনায়ক সহ আর কোন কোন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা রয়েছে সে বিষয় সম্পর্কে আমরা জানবো। তাহলে আসুন এখন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে চলে যাই সরাসরি।
দলের নামকরণ করা হয়েছে মূলত শহর ভিত্তিক এর উপর নির্ভর করে। অধিনায়কত্ব করে আসছে কে এল রাহুল। প্রদান কোচ হিসাবে নিযুক্ত আছেন জাস্টিন লেহেঙ্গার। তবে এ পর্যন্ত কোন ধরনের আইপিএল জয় লাভ করতে পারেনি এ দলটি। তবে আশা করা যাচ্ছে এবার তারা পারফরমেন্সের মাধ্যমে অন্যদের দলে তুলনায় এগিয়ে থাকবেন বলে। বাকিটা দেখার অপেক্ষায় রয়েছে এবারের তাদের পারফরম্যান্স দেখার জন্য। তবে এবারে রয়েছে ভালো কিছু দেশি-বিদেশি খেলোয়াড়েরা আসুন আমরা সেটি দেখে নিই এখন।
Lucknow Super Giants IPL Squad 2024
এবার লোকেশ রাহুলের নেতৃত্বে পারফরম্যান্স করবে এই দলটি। পূর্ব থেকে নির্ধারিত বেশ কিছু সুপার পারফরমেন্সের খেলাটা অংশগ্রহণ করছে। এবার ২০২৩ সালের বিশ্বকাপে রূপান্তর পারফরম্যান্স করেছে ডি কক সাউথ আফ্রিকার। থাকছে আইপিএলের এই ম্যাচে। এছাড়াও রয়েছে আরশাদ খান। আরো দেখে নেই তাদের এবারের তালিকাটি।
লখনউ সুপার জায়ান্টস আইপিএল স্কোয়াড
- লোকেশ রাহুল (অধিনায়ক),
- আইয়ুশ বাদোনি,
- কাইল মেয়ার্স,
- দীপক হুডা,
- দেবদূত পাডিকাল,
- রবি বিষ্ণোই,
- মার্ক উড,
- মায়াঙ্ক যাদব
- নাভিন উল হক,
- কুইন্টন ডি কক,
- নিকোলাস পুরান,
- ক্রুণাল পান্ডিয়া,
- যুধবীর সিং,
- প্রিয়াঙ্ক মানকাড়,
- ইয়াশ ঠাকুর,
- অমিত মিশ্র,
- মহসিন খান
- শিভাম মাভি,
- আরশিন কুলকার্নি,
- ডেভিড উইলি,
- আরশাদ খান
- মানিমারান সিদ্ধার্থ,
- অ্যাস্টন টার্নার,
Related: আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস স্কোয়াড ছাড়াও আরো অন্যান্য দলের খেলোয়ারদের তালিকা এবং পারফরম্যান্স সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমাদের আইপিএল ক্যাটাগরি দেখবেন। আমাদের ওয়েবসাইটে আইপিএলের সকল তথ্যগুলো উপস্থাপন করা হয়।
Kolkata Knight Riders IPL Squad 2024
Gujrat Titans IPL Squad 2024