যারা পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩

Shaheda Jannat

বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ পেলেন এবার ১৬ জন গুণীজন এবার ১১ টি ক্যাটাগরিতে এ পুরস্কার পেলেন ১৬ জন গুনীজন। বাংলা একাডেমি ২৪ জানুয়ারি বুধবার এ পুরস্কার ঘোষণা করে।

বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ পেলেন ১১ টি ক্যাটাগরিতে ১৬ জন গুনীজন। ” বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩” সকল সদস্যের সম্মতিক্রমে ও একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে” বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে।

এ বছর কথাসাহিত্যি নাটক ও নাট্যসাহিত্য মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা ও ফোকলোর ৫ টি ক্যাটাগরিতে দুই জন করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

২০২৩ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তরা হলেন :

  • কবিতা ………. শামীম আজাদ
  • কথা সাহিত্যে ……. নূর উদ্দিন জাহাঙ্গীর ও সালমা বানী
  • প্রবন্ধ / গবেষণা…….. জুলফিকার মতিন
  • অনুবাদ …… সালেহা চৌধুরী
  • নাটক ও নাট্যসাহিত্য ( যাত্রা . পালা নাটক , সাহিত্য নির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র………….মৃত্তিকা চাকমা , মাসুদ পথিক.
  • শিশুসাহিত্য …… তপংকর চৌধুরী
  • মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ……. আফরোজা পারভীন, আসাদুজ্জামান আসাদ
  • বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা………. সাইফুল্লা মাহমুদ দুলাল, মোহাম্মদ মুজিবুর রহমান
  • বিজ্ঞান / কল্পবিজ্ঞান / পরিবেশ বিজ্ঞান…….. ইনাম আল হক
  • আত্মজীবনী / স্মৃতিকথা/ ভ্রমন কাহিনী / মুক্তগদ্য…… ইসহাক খান
  • ফোকলোর ……. তপন বাগচী ও সুমন কুমার দাশ

আরোও পড়ুন: ১১ ক্যাটাগরিতে ১৬ জন পেল বাংলা একাডেমি পুরস্কার: Bangla Academy award 2023

ড . মোহাম্মদ হাসান কবির ( অতিরিক্ত দায়িত্ব) একাডেমির সচিবের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অমর একুশের বইমেলা ২০২৪ এর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন পুরস্কার প্রাপ্ত সবার প্রতি আমাদের FazarNews এর পক্ষ থেকে ও রইল অভিনন্দন।

Share This Article