জামালপুর কলেজের তালিকা ২০২৪
এই প্রতিবেদনে এখন তুলে ধরা হবে জামালপুর কলেজের তালিকা সম্পর্কে। অর্থাৎ এখান থেকে একজন শিক্ষার্থী জামালপুর জেলার ছোট বড় সকল কলেজের তালিকা দেখতে পারবেন। চলুন এখন আমরা এই তালিকাটি দেখে নেই নিচে থেকে।
ভর্তি কার্যক্রম শুরু হওয়ার বাকি রয়েছে আর মাত্র কয়েকদিন। কিন্তু এখন থেকে শিক্ষার্থীরা জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে সে বিষয়টি। আর পাশাপাশি যে বিষয়টি জানার আগ্রহ দেখা দিচ্ছে তাদের প্রচুর পরিমাণে সেটি হচ্ছে অঞ্চলভেদে কলেজের তালিকা। কেউ ভর্তি হতে চাচ্ছে ঢাকার মধ্যে আবার কেউ বা ভর্তি হতে চাচ্ছে ঢাকার বাইরে। যেখানে ভর্তি হোক না কেন ওই অঞ্চলের কলেজের তালিকা জানার প্রয়োজন রয়েছে। তাহলে তারা ওইখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যদি কোড নম্বর এবং শিক্ষক প্রতিষ্ঠানের নাম জানা না থাকে তাহলে আবেদন করতে পারবেন না এবং ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।
জামালপুর কলেজের তালিকা ২০২৪
বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হচ্ছে জামালপুর আর এখানে রয়েছে শিক্ষার দিক থেকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আর এখানে রয়েছে অনেক উন্নত মানের কলেজ যেখানে পড়াশোনা করানো হয়ে থাকে শিক্ষার্থীদের আধুনিক ভাবে। চলুন এখন আমরা নিচে থেকে এই অঞ্চলের কলেজে তালিকা দেখে নিই।
- ইসলামপুর কলেজ।
- ইসলামপুর JJKM গার্লস হাই স্কুল এবং কলেজ।
- ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজ।
- জাহানারা লতিফ মহিলা কলেজ।
- জামালপুর কমার্স কলেজ।
- জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
- জাউলা গোপালপুর কলেজ।
- এম এম মেমোরিয়াল কলেজ।
- মেলান্দ সরকারি কলেজ।
- নান্দিনা মেঘজাহান তালিকা উচ্চ বিদ্যালয়।
- মির্জাপুর রহিম সরকার কলেজ।
- পিয়ারপুর হাই স্কুল এবং কলেজ।
- রাহিলা কাদির স্কুল এবং কলেজ।
- শাহজাদপুর আব্দুল ওয়াহেদ আশরাফ আলী মেমোরিয়াল কলেজ।
- পগল দীঘা কলেজ জামালপুর।
- জামালপুর আশেক মাহমুদ কলেজ।
আপনারা এখানে দেখলেন জামালপুর কলেজের তালিকা। এরকম আরো অন্যান্য কলেজের তালিকা দেখতে হলে আমাদের শিক্ষা খবর দেখুন।
অন্যান্য প্রতিবেদন- তেজগাঁও অঞ্চলের কলেজের তালিকা